কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

কাপ্তাই হ্রদে নিষেধাজ্ঞা শেষে গত ৩১ আগস্ট মধ্যরাত থেকে আবারও মাছ ধরা শুরু হয়। তারপর থেকে গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এক মাসে কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্র থেকে ১ কোটি ১৯ লাখ ১৩ হাজার ২৬৩ টাকা রাজস্ব আয় হয়েছে।
কাপ্তাই মৎস্য উন্নয়ন উপকেন্দ্রের প্রধান মাসুদ আলম বলেন, ৩১ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই লেকে মাছ ধরা শুরু হয়েছে। গত শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে মোট রাজস্ব আয় হয়েছে ১ কোটি ১৯ লাখ ১৩ হাজার ২৬৩ টাকা।
তিনি আরও বলেন, গত শনিবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৫৫২ মেট্রিক টন বিভিন্ন প্রজাতির মাছ এই অবতরণ কেন্দ্রে শুল্ক দিয়ে দেশের বিভিন্ন জায়গায় ব্যবসায়ীরা বিক্রির জন্য নিয়ে গেছেন। এ বছর হ্রদে পানি বেশি হওয়ায় এবং মাছের উৎপাদন বৃদ্ধি পাওয়ায় সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
কাপ্তাই মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন বলেন, ‘মৎস্য উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনায় আমরা সুষ্ঠুভাবে মাছের ব্যবসা পরিচালনা করে আসছি। এ বছর হ্রদে পানি বেশি থাকায় এবং মাছ ধরা বন্ধকালীন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন পর্যাপ্ত টহলের ব্যবস্থা করায় কাপ্তাই লেকে মাছের উৎপাদন বেড়েছে। এতে জেলে, মৎস্য ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবাই আর্থিকভাবে লাভবান হয়েছে।’
উল্লেখ্য, চলতি বছরের ২২ এপ্রিল থেকে ৩১ আগস্ট পর্যন্ত মাছের প্রজনন ও বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটি জেলা প্রশাসন কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ আহরণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

কাপ্তাই হ্রদে নিষেধাজ্ঞা শেষে গত ৩১ আগস্ট মধ্যরাত থেকে আবারও মাছ ধরা শুরু হয়। তারপর থেকে গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এক মাসে কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্র থেকে ১ কোটি ১৯ লাখ ১৩ হাজার ২৬৩ টাকা রাজস্ব আয় হয়েছে।
কাপ্তাই মৎস্য উন্নয়ন উপকেন্দ্রের প্রধান মাসুদ আলম বলেন, ৩১ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই লেকে মাছ ধরা শুরু হয়েছে। গত শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে মোট রাজস্ব আয় হয়েছে ১ কোটি ১৯ লাখ ১৩ হাজার ২৬৩ টাকা।
তিনি আরও বলেন, গত শনিবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৫৫২ মেট্রিক টন বিভিন্ন প্রজাতির মাছ এই অবতরণ কেন্দ্রে শুল্ক দিয়ে দেশের বিভিন্ন জায়গায় ব্যবসায়ীরা বিক্রির জন্য নিয়ে গেছেন। এ বছর হ্রদে পানি বেশি হওয়ায় এবং মাছের উৎপাদন বৃদ্ধি পাওয়ায় সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
কাপ্তাই মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন বলেন, ‘মৎস্য উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনায় আমরা সুষ্ঠুভাবে মাছের ব্যবসা পরিচালনা করে আসছি। এ বছর হ্রদে পানি বেশি থাকায় এবং মাছ ধরা বন্ধকালীন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন পর্যাপ্ত টহলের ব্যবস্থা করায় কাপ্তাই লেকে মাছের উৎপাদন বেড়েছে। এতে জেলে, মৎস্য ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবাই আর্থিকভাবে লাভবান হয়েছে।’
উল্লেখ্য, চলতি বছরের ২২ এপ্রিল থেকে ৩১ আগস্ট পর্যন্ত মাছের প্রজনন ও বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটি জেলা প্রশাসন কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ আহরণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
২ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
২ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
২ ঘণ্টা আগে