কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডবে কক্সবাজারের কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের সি অ্যাম্বুলেন্সটি ভেঙে ব্যবহার অনুপযোগী হয়ে গেছে। একই সঙ্গে বড়ঘোপ স্টিমারঘাটে নোঙর করে রাখা ছয়টি ড্যানিশ বোট ও ছয়টি স্পিড বোটও ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে গেছে।
সংশ্লিষ্টরা জানান, ভেঙে যাওয়া বোটগুলো মেরামত করতে ১২ থেকে ১৫ লাখ টাকা প্রয়োজন। এ ছাড়া সি অ্যাম্বুলেন্সটি মেরামত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলা হয়েছে।
গত মঙ্গলবার রাতে ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডব শুরু হলে স্টিমারঘাটে নোঙর করে রাখা সি অ্যাম্বুলেন্সটি নোঙর ছিঁড়ে ঘাটের সঙ্গে ধাক্কা লেগে ভেঙে যায়। কুতুবদিয়া থেকে জরুরি প্রয়োজনে রোগী নিয়ে সমুদ্রে চলাচল করা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র সি অ্যাম্বুলেন্স এটি।
সি অ্যাম্বুলেন্সটি দ্রুত মেরামত করা না হলে ভোগান্তিতে পড়তে হবে উপজেলার গরিব ও অসহায় রোগীদের। তাই দ্রুত সি অ্যাম্বুলেন্স মেরামত করে ব্যবহার উপযোগী করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে কুতুবদিয়া প্রেসক্লাবের অর্থ সম্পাদক এম এ মান্নান আজকের পত্রিকাকে বলেন, বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ কুতুবদিয়া উপজেলা। এখানকার রোগীদের সমুদ্র পথে কক্সবাজার ও চট্টগ্রামে নিয়ে যাওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র সি অ্যাম্বুলেন্সটি দ্রুত মেরামত প্রয়োজন। তা না হলে উপজেলার গরিব ও অসহায় রোগীরা চরম ভোগান্তিতে পড়বে।
বড়ঘোপ-মগনামা পারাপারের ইজারাদার নুরুল ইসলাম আজকে পত্রিকাকে জানান, ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে স্টিমারঘাট ও মগনামাঘাটে নোঙর করে রাখা ছয়টি ড্যানিশ বোট ও ছয়টি স্পিড বোট ভেঙে গেছে। এগুলো মেরামত করতে ১২ থেকে ১৫ লাখ টাকা প্রয়োজন হবে বলে জানান তিনি।
জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা নাদিম বলেন, বড়ঘোপ স্টিমারঘাটে নোঙর করে রাখা কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সি অ্যাম্বুলেন্সটি ভেঙে ব্যবহার অনুপযোগী হয়ে গেছে। এই সি অ্যাম্বুলেন্স দিয়ে প্রতি মাসে ১৫ থেকে ২০ জন রোগী পারাপার করা হয়। সি অ্যাম্বুলেন্সটি মেরামত করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডবে কক্সবাজারের কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের সি অ্যাম্বুলেন্সটি ভেঙে ব্যবহার অনুপযোগী হয়ে গেছে। একই সঙ্গে বড়ঘোপ স্টিমারঘাটে নোঙর করে রাখা ছয়টি ড্যানিশ বোট ও ছয়টি স্পিড বোটও ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে গেছে।
সংশ্লিষ্টরা জানান, ভেঙে যাওয়া বোটগুলো মেরামত করতে ১২ থেকে ১৫ লাখ টাকা প্রয়োজন। এ ছাড়া সি অ্যাম্বুলেন্সটি মেরামত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলা হয়েছে।
গত মঙ্গলবার রাতে ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডব শুরু হলে স্টিমারঘাটে নোঙর করে রাখা সি অ্যাম্বুলেন্সটি নোঙর ছিঁড়ে ঘাটের সঙ্গে ধাক্কা লেগে ভেঙে যায়। কুতুবদিয়া থেকে জরুরি প্রয়োজনে রোগী নিয়ে সমুদ্রে চলাচল করা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র সি অ্যাম্বুলেন্স এটি।
সি অ্যাম্বুলেন্সটি দ্রুত মেরামত করা না হলে ভোগান্তিতে পড়তে হবে উপজেলার গরিব ও অসহায় রোগীদের। তাই দ্রুত সি অ্যাম্বুলেন্স মেরামত করে ব্যবহার উপযোগী করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে কুতুবদিয়া প্রেসক্লাবের অর্থ সম্পাদক এম এ মান্নান আজকের পত্রিকাকে বলেন, বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ কুতুবদিয়া উপজেলা। এখানকার রোগীদের সমুদ্র পথে কক্সবাজার ও চট্টগ্রামে নিয়ে যাওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র সি অ্যাম্বুলেন্সটি দ্রুত মেরামত প্রয়োজন। তা না হলে উপজেলার গরিব ও অসহায় রোগীরা চরম ভোগান্তিতে পড়বে।
বড়ঘোপ-মগনামা পারাপারের ইজারাদার নুরুল ইসলাম আজকে পত্রিকাকে জানান, ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে স্টিমারঘাট ও মগনামাঘাটে নোঙর করে রাখা ছয়টি ড্যানিশ বোট ও ছয়টি স্পিড বোট ভেঙে গেছে। এগুলো মেরামত করতে ১২ থেকে ১৫ লাখ টাকা প্রয়োজন হবে বলে জানান তিনি।
জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা নাদিম বলেন, বড়ঘোপ স্টিমারঘাটে নোঙর করে রাখা কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সি অ্যাম্বুলেন্সটি ভেঙে ব্যবহার অনুপযোগী হয়ে গেছে। এই সি অ্যাম্বুলেন্স দিয়ে প্রতি মাসে ১৫ থেকে ২০ জন রোগী পারাপার করা হয়। সি অ্যাম্বুলেন্সটি মেরামত করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

পাবনার সুজানগরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে সাগর শেখ ওরফে মাসুদ রানা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। পরে দুপুরে লাশ উদ্ধার করে পুলিশ।
১ ঘণ্টা আগে
সিআইডির প্রধান জানান, পাচার চক্রটি দেশের বিভিন্ন এলাকার ভুক্তভোগী ব্যক্তিদের কাছ থেকে জনপ্রতি প্রায় ১৪ লাখ টাকা নিয়ে বৈধভাবে ইতালি পাঠানোর আশ্বাস দেয়। পরে তাঁদেরকে অবৈধভাবে লিবিয়া পাঠানো হয়। সেখান থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ডিঙি নৌকায় তোলা হয়।
১ ঘণ্টা আগে
রাজধানী থেকে টেলিগ্রামভিত্তিক প্রতারণা চক্রের পাঁচ চীনা নাগরিকসহ আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বসুন্ধরা ও উত্তরা পশ্চিম এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসব উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে ঐতিহ্যবাহী শতবর্ষী ‘মাছের মেলা’ শুরু হয়েছে। গতকাল সোমবার রাত থেকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুরে কুশিয়ারা নদীর তীরে শতবর্ষী এই মেলা বসেছে। চলবে আগামীকাল বুধবার পর্যন্ত।
২ ঘণ্টা আগে