Ajker Patrika

কোম্পানীগঞ্জে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে ধর্ষণ, ভিডিও ধারণ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০৭ মে ২০২৩, ১৬: ২৯
কোম্পানীগঞ্জে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে ধর্ষণ, ভিডিও ধারণ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে ধর্ষণ ও এর ভিডিও ধারণ করার অভিযোগ উঠেছে সোহেল (৩০) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল শনিবার রাতে থানায় মামলা করেছেন তরুণীর মা। 

মামলার একমাত্র আসামি হলেন সোহেল। তাঁর বাড়ি কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নে। মামলা দায়েরের পর থেকে সোহেল আত্মগোপনে রয়েছেন। 

মামলা থেকে জানা গেছে, গত বৃহস্পতিবার গভীর রাতে ওই তরুণী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হন। এ সময় ওত পেতে থাকা সোহেল ও তাঁর সহযোগীরা তরুণীকে অপহরণ করেন। পরে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে তাঁকে ধর্ষণ ও মোবাইল ফোনে এর ভিডিও ধারণ করেন সোহেল। 

এদিকে অপহরণের পর তরুণীর পরিবার কোম্পানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করে। পরবর্তী সময় তরুণীর পরিবার বিভিন্নভাবে চাপ দিলে গতকাল রাতে তরুণীকে কোম্পানীগঞ্জের বসুরহাট বাসস্ট্যান্ডে রেখে পালিয়ে যান সোহেল। এর আগেও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক স্থানে নিয়ে ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করেন তরুণীর মা। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান জানান, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করা হয়েছে বলে থানায় এক তরুণীর মা বাদী হয়ে অভিযোগ দাখিল করেন এবং ওই তরুণী জবানবন্দি দেন। পুলিশ মামলা হিসেবে তা নথিভুক্ত করেছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

ইরানের সঙ্গে ব্যবসা করে কারা, ট্রাম্পের নতুন শুল্কে কী প্রভাব পড়বে

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত