নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ডলার ডলার ডলার! এই ডাক নতুন ক্রেতাদের জন্য। আর পুরোনো ক্রেতারা তো নামেই চেনেন বিক্রেতাদের। খোলা জায়গা, দোকান নাই, ঘর নাই অথচ প্রতিদিন কোটি কোটি টাকার লেনদেন হয় গাছের নিচে। চট্টগ্রাম আগ্রাবাদ জাদুঘরের সামনে আরগ চেম্বারের পার্শ্বেই ছোট্ট বাদাম গাছ তলায় বসে এই ডলারের হাট।
প্রায় অর্ধশত মানুষ এক শ গজের মধ্যে ঘোরাঘুরি করে ও কোনো নতুন লোক দেখলেই ডলার ডলার বলে ডাকাডাকি করে থাকে। খোঁজ নিয়ে জানা গেছে অনেক বছর থেকে চট্টগ্রামে এ ডলারের হাট বসে। প্রতিদিন কোটি টাকার ডলার বিক্রি হয় চট্টগ্রামের আগ্রাবাদে ছোট একটি বাদাম গাছের নিচে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ডলার ব্যবসায়ী জানান, ডলারের ব্যবসা এখন অনেক মন্দা যাচ্ছে।
কি কারণে মন্দা যাচ্ছে জানতে চাইলে তিনি বলেন, আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকার ফলে ডলার কম আসছে তাই চট্টগ্রামের ডলার ব্যবসা খারাপ। এ ছাড়া লকডাউনেও তাদের ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়েছে বলে দাবি করেন তিনি।
কোনো শেড নেই, শামিয়ানা নেই, দোকানও নয় তবু এভাবেই রাস্তার ওপর ভ্রাম্যমাণ অবস্থায় চলছে কোটি টাকার ডলার কেনা বেচা, নগদ লেনদেন। এ প্রসঙ্গে ব্যবসায়ী বলেন, অনেক বছর ধরেই করতেছি, কোনো সমস্যা হয় না।
ব্যাংক এশিয়ার সিডিএ অ্যাভিনিউ (জিইসি) শাখার ব্যবস্থাপক মো. বোরহান উদ্দিন খন্দকার আজকের পত্রিকাকে জানান, এটা সম্পূর্ণ বেআইনি বাজার। এটাতে অনেক ঝুঁকি থাকে যেকোনো সময় গ্রাহক প্রতারিত হতে পারে।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আগ্রাবাদ কমার্শিয়াল শাখার ব্যবস্থাপক মো. শাহ জাহান মুনির আজকের পত্রিকাকে বলেন, এভাবে ডলারের বাজার অনেক ঝুঁকি, সাধারণ মানুষ মানি এক্সচেঞ্জ বা ব্যাংকের মাধ্যমে লেনদেন করছে না। এটা সম্পূর্ণ অবৈধ একটি ব্যাপার। এটা বন্ধ করার জন্য সংশ্লিষ্ট অথোরিটির কোনো ভূমিকা দেখা যায় না।
সম্পূর্ণ অবৈধ এই বাজারটি অনেক বছর ধরেই চলছে। এই বিষয়টি দেখভালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হলো বাংলাদেশ ব্যাংক। এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলতে চাইলে এ বিষয়ে কেউ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

ডলার ডলার ডলার! এই ডাক নতুন ক্রেতাদের জন্য। আর পুরোনো ক্রেতারা তো নামেই চেনেন বিক্রেতাদের। খোলা জায়গা, দোকান নাই, ঘর নাই অথচ প্রতিদিন কোটি কোটি টাকার লেনদেন হয় গাছের নিচে। চট্টগ্রাম আগ্রাবাদ জাদুঘরের সামনে আরগ চেম্বারের পার্শ্বেই ছোট্ট বাদাম গাছ তলায় বসে এই ডলারের হাট।
প্রায় অর্ধশত মানুষ এক শ গজের মধ্যে ঘোরাঘুরি করে ও কোনো নতুন লোক দেখলেই ডলার ডলার বলে ডাকাডাকি করে থাকে। খোঁজ নিয়ে জানা গেছে অনেক বছর থেকে চট্টগ্রামে এ ডলারের হাট বসে। প্রতিদিন কোটি টাকার ডলার বিক্রি হয় চট্টগ্রামের আগ্রাবাদে ছোট একটি বাদাম গাছের নিচে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ডলার ব্যবসায়ী জানান, ডলারের ব্যবসা এখন অনেক মন্দা যাচ্ছে।
কি কারণে মন্দা যাচ্ছে জানতে চাইলে তিনি বলেন, আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকার ফলে ডলার কম আসছে তাই চট্টগ্রামের ডলার ব্যবসা খারাপ। এ ছাড়া লকডাউনেও তাদের ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়েছে বলে দাবি করেন তিনি।
কোনো শেড নেই, শামিয়ানা নেই, দোকানও নয় তবু এভাবেই রাস্তার ওপর ভ্রাম্যমাণ অবস্থায় চলছে কোটি টাকার ডলার কেনা বেচা, নগদ লেনদেন। এ প্রসঙ্গে ব্যবসায়ী বলেন, অনেক বছর ধরেই করতেছি, কোনো সমস্যা হয় না।
ব্যাংক এশিয়ার সিডিএ অ্যাভিনিউ (জিইসি) শাখার ব্যবস্থাপক মো. বোরহান উদ্দিন খন্দকার আজকের পত্রিকাকে জানান, এটা সম্পূর্ণ বেআইনি বাজার। এটাতে অনেক ঝুঁকি থাকে যেকোনো সময় গ্রাহক প্রতারিত হতে পারে।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আগ্রাবাদ কমার্শিয়াল শাখার ব্যবস্থাপক মো. শাহ জাহান মুনির আজকের পত্রিকাকে বলেন, এভাবে ডলারের বাজার অনেক ঝুঁকি, সাধারণ মানুষ মানি এক্সচেঞ্জ বা ব্যাংকের মাধ্যমে লেনদেন করছে না। এটা সম্পূর্ণ অবৈধ একটি ব্যাপার। এটা বন্ধ করার জন্য সংশ্লিষ্ট অথোরিটির কোনো ভূমিকা দেখা যায় না।
সম্পূর্ণ অবৈধ এই বাজারটি অনেক বছর ধরেই চলছে। এই বিষয়টি দেখভালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হলো বাংলাদেশ ব্যাংক। এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলতে চাইলে এ বিষয়ে কেউ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
৫ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
৫ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৭ ঘণ্টা আগে