পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

পটিয়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আরাফাত শাকিলকে সভাপতি এবং আবদুল্লাহ আল নোমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। গতকাল রোববার রাত ১২টার দিকে দক্ষিণ জেলা ছাত্রলীগ এই ঘোষণা দেয়।
আগামী এক বছরের জন্য ১৩৫ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। দক্ষিণ জেলা ছাত্রলীগের অফিশিয়াল প্যাডে সভাপতি এস এম বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আবু তাহের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
এ বিষয়ে নবগঠিত কমিটির সভাপতি আরফাত শাকিল বলেন, ‘অতীতের ধারাবাহিকতা বজায় রেখে সংগঠনকে এগিয়ে নিতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়ার ভিশন ও মিশন বাস্তবায়ন করতে উপজেলা ছাত্রলীগের অভিভাবক হুইপ সামশুল হক চৌধুরী এমপির নির্দেশনায় প্রাণান্ত কাজ করব।’
উল্লেখ্য, পটিয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, পৌরসভা ও কলেজ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় ২০২১ সালের ২৫ জুন। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আবু তাহের স্বাক্ষরিত এক সঙ্গে পটিয়ার ৩টি কমিটি ঘোষণা করা হয়েছিল। গত ২৫ মে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাজমুল সাকের সিদ্দিকী তাঁর অনুসারীদের নিয়ে দিনে দিনে ১৬টি ইউনিয়ন ও একটি বেসরকারি কলেজের কমিটি অনুমোদন দেন। সেদিন আহ্বায়ক কমিটির ৪ জন যুগ্ম আহ্বায়ক তাঁরা তাঁদের অনুসারীদের নাম উল্লেখ করে পাল্টা কমিটি দিলে সেদিন রাতে দলের শৃঙ্খলা পরিপন্থী কাজ করায় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে সংবাদ বিজ্ঞপ্তি দেন।

পটিয়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আরাফাত শাকিলকে সভাপতি এবং আবদুল্লাহ আল নোমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। গতকাল রোববার রাত ১২টার দিকে দক্ষিণ জেলা ছাত্রলীগ এই ঘোষণা দেয়।
আগামী এক বছরের জন্য ১৩৫ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। দক্ষিণ জেলা ছাত্রলীগের অফিশিয়াল প্যাডে সভাপতি এস এম বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আবু তাহের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
এ বিষয়ে নবগঠিত কমিটির সভাপতি আরফাত শাকিল বলেন, ‘অতীতের ধারাবাহিকতা বজায় রেখে সংগঠনকে এগিয়ে নিতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়ার ভিশন ও মিশন বাস্তবায়ন করতে উপজেলা ছাত্রলীগের অভিভাবক হুইপ সামশুল হক চৌধুরী এমপির নির্দেশনায় প্রাণান্ত কাজ করব।’
উল্লেখ্য, পটিয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, পৌরসভা ও কলেজ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় ২০২১ সালের ২৫ জুন। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আবু তাহের স্বাক্ষরিত এক সঙ্গে পটিয়ার ৩টি কমিটি ঘোষণা করা হয়েছিল। গত ২৫ মে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাজমুল সাকের সিদ্দিকী তাঁর অনুসারীদের নিয়ে দিনে দিনে ১৬টি ইউনিয়ন ও একটি বেসরকারি কলেজের কমিটি অনুমোদন দেন। সেদিন আহ্বায়ক কমিটির ৪ জন যুগ্ম আহ্বায়ক তাঁরা তাঁদের অনুসারীদের নাম উল্লেখ করে পাল্টা কমিটি দিলে সেদিন রাতে দলের শৃঙ্খলা পরিপন্থী কাজ করায় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে সংবাদ বিজ্ঞপ্তি দেন।

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
৪ মিনিট আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
১৯ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৩৪ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
১ ঘণ্টা আগে