Ajker Patrika

দলছুট বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে নারীর মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি 
দলছুট বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে নারীর মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় বন্য হাতির আক্রমণে এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার রাতে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের উত্তর সুরাজপুর চেয়ারম্যানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম জান্নাত আরা (৪৩)। তিনি ওই গ্রামের ফজলুল করিমের স্ত্রী। কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীন বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

বন বিভাগ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, জান্নাত আরা রাত ৩টার দিকে নিজ বাড়ির অদূরে তামাক চুল্লিতে লাকড়ি দিয়ে আগুন দিচ্ছিলেন। এ সময় দলছুট একটি বন্য হাতির আক্রমণের শিকার হন তিনি। প্রাণীটির পায়ের চাপে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা এগিয়ে এলে হাতিটি পাহাড়ের জঙ্গলে চলে যায়।

ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ বলেন, বন্য হাতির দল প্রায় সময় খাদ্যের সন্ধানে উত্তর সুরাজপুরের ওই এলাকার লোকালয়ে নেমে আসছে। শনিবার রাতে একটি দলছুট বন্য হাতি লোকালয়ে এসেছিল। এ সময় হাতির আক্রমণে জান্নাত আরার মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ কেন হচ্ছে না, ব্যাখ্যা দিলেন প্রেস সচিব

জামিনে বেরিয়েই ছদ্মনামে হাসপাতালে ভর্তি হন ‘ডিবি হেফাজতে’ মৃত এজাজ

নিউজিল্যান্ডের কাছে বাজে হারের ‘বদলা’ নেবেই পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত