নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল একটি দাতব্য প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের গরিব ও অসহায় রোগীদের সেবায় দেওয়া সরকারি অনুদানের ২৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেছেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি জাহাঙ্গীর চৌধুরী। দীর্ঘ তদন্ত শেষে এমনটাই বলছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের পরিচালনা পর্ষদের সভাপতি জাহাঙ্গীর চৌধুরীর বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাৎ, স্বজনপ্রীতি ও দুর্নীতির তদন্ত করে মন্ত্রণালয় গঠিত কমিটি। সেই কমিটির প্রতিবেদনে ২০১৮-১৯ অর্থবছরে বরাদ্দ ১৭ লাখ ৫০ হাজার এবং ২০১৯-২০ অর্থবছরে বরাদ্দ ১০ লাখ টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে।
এই টাকা আগামী ১৫ দিনের মধ্যে ফেরত দিতে নির্দেশনা দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। চিঠিটি গত ৩১ সেপ্টেম্বর ইস্যু করা হয়। সেখানে সই আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব উম্মে হাবিবার। চিঠিতে বলা হয়েছে, তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়ার পর হাসপাতালে সরকারি অনুদান স্থগিত করা হলো।
তবে টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন জাহাঙ্গীর চৌধুরী। এ সংক্রান্ত চিঠি পেয়েছেন জানিয়ে আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আমি কোনো টাকা আত্মসাৎ করিনি। যে টাকা আত্মসাৎ করা হয়েছে বলে বলা হয়েছে, সেই টাকা দিয়ে মালামাল কিনেছি। হাসপাতালে কাজ করেছি।’
জাহাঙ্গীর চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পাওয়ার পর গত বছরের ২১ জুলাই তিন সদস্যের কমিটি গঠন করে সমাজসেবা অধিদপ্তর। দুই মাস পর ১৯ সেপ্টেম্বর অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় কমিটি। কিন্তু কবে, কখন অভিযান চালানো হবে, এমনকি কোন কোন বিষয়ে তদন্ত হবে, তা ছয় দিন আগেই চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষকে।
পরে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রাথমিক তদন্তে দুর্নীতির প্রমাণ পেলে হাসপাতালের কমিটির কার্যক্রম অবৈধ ঘোষণা করে। এরপর জাহাঙ্গীর চৌধুরী আদালতে গিয়ে এই ঘোষণার ওপর স্থগিতাদেশ নিয়ে আসেন।

চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল একটি দাতব্য প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের গরিব ও অসহায় রোগীদের সেবায় দেওয়া সরকারি অনুদানের ২৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেছেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি জাহাঙ্গীর চৌধুরী। দীর্ঘ তদন্ত শেষে এমনটাই বলছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের পরিচালনা পর্ষদের সভাপতি জাহাঙ্গীর চৌধুরীর বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাৎ, স্বজনপ্রীতি ও দুর্নীতির তদন্ত করে মন্ত্রণালয় গঠিত কমিটি। সেই কমিটির প্রতিবেদনে ২০১৮-১৯ অর্থবছরে বরাদ্দ ১৭ লাখ ৫০ হাজার এবং ২০১৯-২০ অর্থবছরে বরাদ্দ ১০ লাখ টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে।
এই টাকা আগামী ১৫ দিনের মধ্যে ফেরত দিতে নির্দেশনা দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। চিঠিটি গত ৩১ সেপ্টেম্বর ইস্যু করা হয়। সেখানে সই আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব উম্মে হাবিবার। চিঠিতে বলা হয়েছে, তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়ার পর হাসপাতালে সরকারি অনুদান স্থগিত করা হলো।
তবে টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন জাহাঙ্গীর চৌধুরী। এ সংক্রান্ত চিঠি পেয়েছেন জানিয়ে আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আমি কোনো টাকা আত্মসাৎ করিনি। যে টাকা আত্মসাৎ করা হয়েছে বলে বলা হয়েছে, সেই টাকা দিয়ে মালামাল কিনেছি। হাসপাতালে কাজ করেছি।’
জাহাঙ্গীর চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পাওয়ার পর গত বছরের ২১ জুলাই তিন সদস্যের কমিটি গঠন করে সমাজসেবা অধিদপ্তর। দুই মাস পর ১৯ সেপ্টেম্বর অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় কমিটি। কিন্তু কবে, কখন অভিযান চালানো হবে, এমনকি কোন কোন বিষয়ে তদন্ত হবে, তা ছয় দিন আগেই চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষকে।
পরে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রাথমিক তদন্তে দুর্নীতির প্রমাণ পেলে হাসপাতালের কমিটির কার্যক্রম অবৈধ ঘোষণা করে। এরপর জাহাঙ্গীর চৌধুরী আদালতে গিয়ে এই ঘোষণার ওপর স্থগিতাদেশ নিয়ে আসেন।

দেশে ভ্রমণপিপাসু মানুষের কাছে এখন সবচেয়ে প্রিয় গন্তব্য কক্সবাজার। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিলেট। সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশিদের বিদেশ ভ্রমণও বেড়েছে। সে হিসাবে দেশের গণ্ডি পেরিয়ে দেশি পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য মালয়েশিয়া।
৩ মিনিট আগেরাজধানীতে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক অনুসন্ধানে যন্ত্রাংশটিতে গুরুতর ত্রুটি চিহ্নিত হয়েছে। একই সঙ্গে অবকাঠামোর নকশাগত ত্রুটির কথাও বলা হয়েছে তদন্ত প্রতিবেদনে। এসব বিষয়ে অধিকতর তদন্ত করার কথা বলেছে কমিটি।
৮ মিনিট আগে
রাজধানীতে তুচ্ছ ঘটনায় মব সৃষ্টি করে শিক্ষানবিশ আইনজীবী নাঈম কিবরিয়াকে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন পাবনার আইনজীবীরা।
১ ঘণ্টা আগে
মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তবর্তী একটি বাড়ির শোয়ার কক্ষে। ওই গুলির খোসাটি উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে সীমান্তের ৩২ নম্বর পিলারের অদূরে ঘুমধুম বেতবুনিয়া সীমান্ত এলাকায়।
১ ঘণ্টা আগে