Ajker Patrika

সেই জাহাঙ্গীর চৌধুরীকে আত্মসাতের সাড়ে ২৭ লাখ টাকা ফেরত দেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ১৪: ৪৮
সেই জাহাঙ্গীর চৌধুরীকে আত্মসাতের সাড়ে ২৭ লাখ টাকা ফেরত দেওয়ার নির্দেশ

চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল একটি দাতব্য প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের গরিব ও অসহায় রোগীদের সেবায় দেওয়া সরকারি অনুদানের ২৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেছেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি জাহাঙ্গীর চৌধুরী। দীর্ঘ তদন্ত শেষে এমনটাই বলছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের পরিচালনা পর্ষদের সভাপতি জাহাঙ্গীর চৌধুরীর বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাৎ, স্বজনপ্রীতি ও দুর্নীতির তদন্ত করে মন্ত্রণালয় গঠিত কমিটি। সেই কমিটির প্রতিবেদনে ২০১৮-১৯ অর্থবছরে বরাদ্দ ১৭ লাখ ৫০ হাজার এবং ২০১৯-২০ অর্থবছরে বরাদ্দ ১০ লাখ টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে।

এই টাকা আগামী ১৫ দিনের মধ্যে ফেরত দিতে নির্দেশনা দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। চিঠিটি গত ৩১ সেপ্টেম্বর ইস্যু করা হয়। সেখানে সই আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব উম্মে হাবিবার। চিঠিতে বলা হয়েছে, তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়ার পর হাসপাতালে সরকারি অনুদান স্থগিত করা হলো।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠি। ছবি: সংগৃহীততবে টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন জাহাঙ্গীর চৌধুরী। এ সংক্রান্ত চিঠি পেয়েছেন জানিয়ে আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আমি কোনো টাকা আত্মসাৎ করিনি। যে টাকা আত্মসাৎ করা হয়েছে বলে বলা হয়েছে, সেই টাকা দিয়ে মালামাল কিনেছি। হাসপাতালে কাজ করেছি।’

জাহাঙ্গীর চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পাওয়ার পর গত বছরের ২১ জুলাই তিন সদস্যের কমিটি গঠন করে সমাজসেবা অধিদপ্তর। দুই মাস পর ১৯ সেপ্টেম্বর অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় কমিটি। কিন্তু কবে, কখন অভিযান চালানো হবে, এমনকি কোন কোন বিষয়ে তদন্ত হবে, তা ছয় দিন আগেই চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষকে।

পরে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রাথমিক তদন্তে দুর্নীতির প্রমাণ পেলে হাসপাতালের কমিটির কার্যক্রম অবৈধ ঘোষণা করে। এরপর জাহাঙ্গীর চৌধুরী আদালতে গিয়ে এই ঘোষণার ওপর স্থগিতাদেশ নিয়ে আসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে মোবাইল ফোনের শুল্ক ও কর কমাল সরকার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত