প্রতিনিধি

রামগঞ্জ (লক্ষ্মীপুর): করোনার সংক্রমণ রোধে চলমান লকডাউনে লঞ্চ, দূরপাল্লার বাস, ট্রেন ও ফেরি বন্ধ রয়েছে। এই সুযোগে প্রাইভেটকার, অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস ও ছোট ইঞ্জিনচালিত যানবাহনগুলোতে যাত্রী পরিবহন করা হচ্ছে।
পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কয়েকগুণ বেশি টাকা খরচ করে অ্যাম্বুলেন্স, প্রাইভেকার ও মাইক্রোবাসে করে বাড়ি যাচ্ছে মানুষ। আগে নন-এসি বাসে ঢাকা থেকে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা শহরে জনপ্রতি ভাড়া ছিল ৩০০ থেকে ৩৫০ টাকা। এসি বাসে ৫০০ থেকে ৫৫০ টাকা। বাস বন্ধ থাকার কারণে বর্তমানে প্রাইভেটকার, মাইক্রোবাস বা অ্যাম্বুলেন্সে এই পথে জনপ্রতি ভাড়া গুনতে হচ্ছে ১ থেকে ২ হাজার টাকা। এ ছাড়া অনেকে মোটরসাইকেলে করেও বাড়িতে যাচ্ছেন।
লক্ষ্মীপুরের রামগঞ্জ খাদ্য গুদাম ও বাইপাস সড়কে দেখা গেছে, লক্ষ্মীপুর-হাজীগঞ্জ-রামগঞ্জ-ঢাকা মহাসড়কে পূর্বে প্রাইভেটকারের ভাড়া ছিল সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা। নোয়া মাইক্রোবাসের ছিল সাড়ে ৬ থেকে ৭ হাজার টাকা। আর অ্যাম্বুলেন্সের ভাড়া ছিল সাড়ে ৫ থেকে সাড়ে ৬ হাজার টাকা। লকডাউনের কারণে এখন সাড়ে সাত হাজার থেকে আট হাজার টাকার নীচে পাওয়া যাচ্ছে না কোনো প্রাইভেটকার। অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাসের ভাড়া ১৭ থেকে ২০ হাজার টাকা। এ ভাড়া কেবল একমুখী। অর্থাৎ শুধু যাওয়ার বা আসার।
আবদুস সালাম নামের এক যাত্রী বলেন, ঢাকা থেকে রামগঞ্জে আসার সময় সরাসরি কোন গাড়ি পাইনি। তাই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রামগঞ্জ যাওয়ার জন্য আরও ৪ জনকে খুঁজে বের করি। পরে সাত হাজার টাকা দিয়ে একটি প্রাইভেটকার ভাড়া করি। এতে জনপ্রতি আড়াই হাজার টাকা খরচ হয়েছে। আলহামদুলিল্লাহ বাড়িতে আসতে পেরেছি, এটাই বড় পাওয়া।
ঢাকা থেকে রামগঞ্জ হয়ে লক্ষ্মীপুরে আসা একটি নোয়া মাইক্রোবাসে গাদাগাদি করে ১৭ জন যাত্রী নিয়ে যেতে দেখা যায়। এতে প্রত্যেক যাত্রীকে গুণতে হয়েছে এক থেকে দেড় হাজার টাকা। ওই গাড়ির এক যাত্রী বলেন, বাস বন্ধ থাকার ফলে প্রাইভেটকার, মাইক্রোবাস চালক ও মালিকরা রমরমা ব্যবসা করছে। তিন গুণ বেশি ভাড়া বেশি দিয়ে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন।
নোয়া গাড়ির চালক আকবর হোসেন জানান, ২৮ বা ২৯ রমজানে এই ভাড়া বেড়ে জনপ্রতি হবে তিন হাজার টাকা। এত বেশি ভাড়া হলেও যাত্রী পাওয়া যাচ্ছে।
এদিকে স্থানীয় লোকজন জানায়, আমার এক আত্মীয় অসুস্থ। ঢাকায় নেওয়ার দরকার ছিল। অথচ কোথাও অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না। পাওয়া গেলেও দুই থেকে তিনগুণ ভাড়া বেশি চায়। আগে ঢাকার কোন হসপিটালে যেতে অ্যাম্বুলেন্স ভাড়া পড়ত পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা। এখন সাত থেকে ১০ হাজার টাকা। তাও পাওয়া যাচ্ছে না। এভাবে আর কতদিন চলবে জানিনা।

রামগঞ্জ (লক্ষ্মীপুর): করোনার সংক্রমণ রোধে চলমান লকডাউনে লঞ্চ, দূরপাল্লার বাস, ট্রেন ও ফেরি বন্ধ রয়েছে। এই সুযোগে প্রাইভেটকার, অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস ও ছোট ইঞ্জিনচালিত যানবাহনগুলোতে যাত্রী পরিবহন করা হচ্ছে।
পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কয়েকগুণ বেশি টাকা খরচ করে অ্যাম্বুলেন্স, প্রাইভেকার ও মাইক্রোবাসে করে বাড়ি যাচ্ছে মানুষ। আগে নন-এসি বাসে ঢাকা থেকে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা শহরে জনপ্রতি ভাড়া ছিল ৩০০ থেকে ৩৫০ টাকা। এসি বাসে ৫০০ থেকে ৫৫০ টাকা। বাস বন্ধ থাকার কারণে বর্তমানে প্রাইভেটকার, মাইক্রোবাস বা অ্যাম্বুলেন্সে এই পথে জনপ্রতি ভাড়া গুনতে হচ্ছে ১ থেকে ২ হাজার টাকা। এ ছাড়া অনেকে মোটরসাইকেলে করেও বাড়িতে যাচ্ছেন।
লক্ষ্মীপুরের রামগঞ্জ খাদ্য গুদাম ও বাইপাস সড়কে দেখা গেছে, লক্ষ্মীপুর-হাজীগঞ্জ-রামগঞ্জ-ঢাকা মহাসড়কে পূর্বে প্রাইভেটকারের ভাড়া ছিল সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা। নোয়া মাইক্রোবাসের ছিল সাড়ে ৬ থেকে ৭ হাজার টাকা। আর অ্যাম্বুলেন্সের ভাড়া ছিল সাড়ে ৫ থেকে সাড়ে ৬ হাজার টাকা। লকডাউনের কারণে এখন সাড়ে সাত হাজার থেকে আট হাজার টাকার নীচে পাওয়া যাচ্ছে না কোনো প্রাইভেটকার। অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাসের ভাড়া ১৭ থেকে ২০ হাজার টাকা। এ ভাড়া কেবল একমুখী। অর্থাৎ শুধু যাওয়ার বা আসার।
আবদুস সালাম নামের এক যাত্রী বলেন, ঢাকা থেকে রামগঞ্জে আসার সময় সরাসরি কোন গাড়ি পাইনি। তাই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রামগঞ্জ যাওয়ার জন্য আরও ৪ জনকে খুঁজে বের করি। পরে সাত হাজার টাকা দিয়ে একটি প্রাইভেটকার ভাড়া করি। এতে জনপ্রতি আড়াই হাজার টাকা খরচ হয়েছে। আলহামদুলিল্লাহ বাড়িতে আসতে পেরেছি, এটাই বড় পাওয়া।
ঢাকা থেকে রামগঞ্জ হয়ে লক্ষ্মীপুরে আসা একটি নোয়া মাইক্রোবাসে গাদাগাদি করে ১৭ জন যাত্রী নিয়ে যেতে দেখা যায়। এতে প্রত্যেক যাত্রীকে গুণতে হয়েছে এক থেকে দেড় হাজার টাকা। ওই গাড়ির এক যাত্রী বলেন, বাস বন্ধ থাকার ফলে প্রাইভেটকার, মাইক্রোবাস চালক ও মালিকরা রমরমা ব্যবসা করছে। তিন গুণ বেশি ভাড়া বেশি দিয়ে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন।
নোয়া গাড়ির চালক আকবর হোসেন জানান, ২৮ বা ২৯ রমজানে এই ভাড়া বেড়ে জনপ্রতি হবে তিন হাজার টাকা। এত বেশি ভাড়া হলেও যাত্রী পাওয়া যাচ্ছে।
এদিকে স্থানীয় লোকজন জানায়, আমার এক আত্মীয় অসুস্থ। ঢাকায় নেওয়ার দরকার ছিল। অথচ কোথাও অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না। পাওয়া গেলেও দুই থেকে তিনগুণ ভাড়া বেশি চায়। আগে ঢাকার কোন হসপিটালে যেতে অ্যাম্বুলেন্স ভাড়া পড়ত পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা। এখন সাত থেকে ১০ হাজার টাকা। তাও পাওয়া যাচ্ছে না। এভাবে আর কতদিন চলবে জানিনা।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৪ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৪ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৫ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৫ ঘণ্টা আগে