নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দুদকের মামলায় টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ ও তাঁর স্ত্রীর সাজা পাওয়ার একদিনের মাথায় একই সংস্থার করা মামলায় আসামি হলেন আরেক সাবেক ওসি ও তাঁর স্ত্রী। আজ বৃহস্পতিবার লোহাগাড়া থানার সাবেক ওসি ও বর্তমানে শিল্প পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক মো. শাহজাহান (৫৪) ও তাঁর স্ত্রী ফেরদৌসী আকতারের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে।
দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এ মামলাটি করেন দুদকের উপপরিচালক মো. আতিকুল আলম।
দুদক সূত্র জানায়, দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে একে অপরের সহযোগিতায় অর্পিত ক্ষমতার অপব্যবহার করে ১ লাখ ৭১ হাজার ৭৩৪ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যা তথ্য দেন পুলিশ কর্মকর্তা ও তাঁর স্ত্রী। এ ছাড়া দুর্নীতি ও ঘুষের মাধ্যমে ১ কোটি ৪৮ লাখ ৪ হাজার ৪১৩ টাকার সম্পদ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর করে ভোগ দখলে রাখার অপরাধও তাঁদের বিরুদ্ধে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।
এ কারণেই পুলিশ কর্মকর্তা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক মো. আতিকুল আলম। তিনি জানান, দুজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) ও ৪ (৩) ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারাসহ দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা করা হয়েছে।
দুদকের আরেকটি সূত্র জানায়, ২০১৭ সালে লোহাগাড়া থানার ওসি থাকার সময় মো. শাহজানের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের প্রাথমিক অনুসন্ধানের সময় সত্যতা পায় দুদক। পরে ২০১৯ সালের ১৪ মার্চ শাহজাহান ও তাঁর স্ত্রী ফেরদৌসী আকতারের বিরুদ্ধে পৃথক পৃথক সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির নির্দেশ দেওয়া হয়। সেই আদেশের পর একই বছরের ১৭ এপ্রিল ফেরদৌসী আকতার দুদকে সম্পদ বিবরণী জমা দেন। সেটি যাচাইয়ের জন্য দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর একটি অনুসন্ধান দল গঠন করা হয়। সেই দলের অনুসন্ধানে দুজনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

দুদকের মামলায় টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ ও তাঁর স্ত্রীর সাজা পাওয়ার একদিনের মাথায় একই সংস্থার করা মামলায় আসামি হলেন আরেক সাবেক ওসি ও তাঁর স্ত্রী। আজ বৃহস্পতিবার লোহাগাড়া থানার সাবেক ওসি ও বর্তমানে শিল্প পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক মো. শাহজাহান (৫৪) ও তাঁর স্ত্রী ফেরদৌসী আকতারের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে।
দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এ মামলাটি করেন দুদকের উপপরিচালক মো. আতিকুল আলম।
দুদক সূত্র জানায়, দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে একে অপরের সহযোগিতায় অর্পিত ক্ষমতার অপব্যবহার করে ১ লাখ ৭১ হাজার ৭৩৪ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যা তথ্য দেন পুলিশ কর্মকর্তা ও তাঁর স্ত্রী। এ ছাড়া দুর্নীতি ও ঘুষের মাধ্যমে ১ কোটি ৪৮ লাখ ৪ হাজার ৪১৩ টাকার সম্পদ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর করে ভোগ দখলে রাখার অপরাধও তাঁদের বিরুদ্ধে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।
এ কারণেই পুলিশ কর্মকর্তা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক মো. আতিকুল আলম। তিনি জানান, দুজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) ও ৪ (৩) ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারাসহ দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা করা হয়েছে।
দুদকের আরেকটি সূত্র জানায়, ২০১৭ সালে লোহাগাড়া থানার ওসি থাকার সময় মো. শাহজানের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের প্রাথমিক অনুসন্ধানের সময় সত্যতা পায় দুদক। পরে ২০১৯ সালের ১৪ মার্চ শাহজাহান ও তাঁর স্ত্রী ফেরদৌসী আকতারের বিরুদ্ধে পৃথক পৃথক সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির নির্দেশ দেওয়া হয়। সেই আদেশের পর একই বছরের ১৭ এপ্রিল ফেরদৌসী আকতার দুদকে সম্পদ বিবরণী জমা দেন। সেটি যাচাইয়ের জন্য দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর একটি অনুসন্ধান দল গঠন করা হয়। সেই দলের অনুসন্ধানে দুজনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
২ মিনিট আগে
হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, অর্থাৎ কালকে রায় হলে পরশু ইলেকশন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাকসুর নির্বাচনের পক্ষে ইতিবাচক রায়ের জন্য বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ আইনি লড়াই চালিয়ে যাবে।
৫ মিনিট আগে
এক শীত চলে গেছে, আরেক শীতের মৌসুম শেষ হওয়ার পথে, তবু শীতার্তদের জন্য বিদেশে থেকে অনুদান হিসেবে পাওয়া ৮ কনটেইনার শীতবস্ত্র পৌঁছায়নি দুস্থদের কাছে। ১০ মাস আগে এসব শীতবস্ত্র কনটেইনারে করে চট্টগ্রাম বন্দরে পৌঁছালেও আমলাতান্ত্রিক জটিলতায় মালপত্র এখনো খালাস করা যায়নি।
৭ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।
৪৩ মিনিট আগে