টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে দীর্ঘ ৯ ঘণ্টার অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ ও মাদকসহ ছয় ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল সোমবার দিবাগত রাতে শাহপরীর দ্বীপসংলগ্ন নাফ নদীর মোহনায় এ অভিযান চালিয়েছে তারা।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবদুর রহমান আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে বলেছেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি সক্রিয় অস্ত্রধারী ডাকাত দল ফিশিং বোটে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। তখন সেন্টমার্টিন কোস্টগার্ডের একটি দল নাফ নদীর মোহনায় গিয়ে অভিযান চালায়। অভিযান টের পেয়ে ডাকাতের দল তাদের বোট নিয়ে নাফ নদীর মোহনা থেকে সরে যাওয়ার চেষ্টা করতে থাকে। পরে কোস্ট গার্ডের টেকনাফ স্টেশনকে অবহিত করা হলে তারা এসে যৌথভাবে অভিযান শুরু করে। এ সময় ডাকাত সদস্যরা দ্বীপের বনের মধ্যে লুকিয়ে পড়ে। কোস্ট গার্ডের যৌথ দল ডাকাত দলের মূল আস্তানা ঘেরাও করে ছয় জন সশস্ত্র ডাকাত সদস্যকে আটক করে।
ডাকাত দলের আটক সদস্যরা হলেন—মো. ইব্রাহিম (২৩), মো. আমিন (৩৩), মো. আরিফ (৩৩) মো. মাহমুদুর রহমান (১৮) মো. কানিজ (২৪) মো. নবী হোসেন (২৮)।
এ সময় সেখান থেকে দুটি বিদেশি পিস্তল, তিনটি একনলা বন্দুক, দুটি এলজি, একটি শটগান, ছয়টি দেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, ৪৫০ রাউন্ড তাজা গুলি, ৩৬ রাউন্ড ফাঁকা গুলি, চারটি রামদা, ২০ হাজার পিস ইয়াবা, ২১ বোতল বিদেশি মদ, ৫৫১ ক্যান বিয়ার, সাত সেট ডাকাতি কাজে ব্যবহৃত পোশাক, একটি হ্যান্ডকাফ, একটি ল্যান্ড ফোন ও চারটি বাটন মোবাইল জব্দ করে কোস্ট গার্ডের যৌথ দল।
আবদুর রহমান আরও জানান, ওই স্থানটি দূরবর্তী, বিচ্ছিন্ন ও জনশূন্য হওয়ায় সুযোগ কাজে লাগিয়ে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ডাকাতি, মাদকদ্রব্য পাচার ও মানব পাচারসহ বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে আসছিল বলে কোস্ট গার্ডের কাছে গোয়েন্দা তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতেই টেকনাফ ও সেন্টমার্টিন কোস্ট গার্ড স্টেশন যৌথভাবে অভিযান চালিয়ে এসব অস্ত্র, গোলাবারুদ, মাদক ও ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তার করেছে।
সংবাদ সম্মেলন শেষে তাঁদের টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

কক্সবাজারের টেকনাফে দীর্ঘ ৯ ঘণ্টার অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ ও মাদকসহ ছয় ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল সোমবার দিবাগত রাতে শাহপরীর দ্বীপসংলগ্ন নাফ নদীর মোহনায় এ অভিযান চালিয়েছে তারা।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবদুর রহমান আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে বলেছেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি সক্রিয় অস্ত্রধারী ডাকাত দল ফিশিং বোটে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। তখন সেন্টমার্টিন কোস্টগার্ডের একটি দল নাফ নদীর মোহনায় গিয়ে অভিযান চালায়। অভিযান টের পেয়ে ডাকাতের দল তাদের বোট নিয়ে নাফ নদীর মোহনা থেকে সরে যাওয়ার চেষ্টা করতে থাকে। পরে কোস্ট গার্ডের টেকনাফ স্টেশনকে অবহিত করা হলে তারা এসে যৌথভাবে অভিযান শুরু করে। এ সময় ডাকাত সদস্যরা দ্বীপের বনের মধ্যে লুকিয়ে পড়ে। কোস্ট গার্ডের যৌথ দল ডাকাত দলের মূল আস্তানা ঘেরাও করে ছয় জন সশস্ত্র ডাকাত সদস্যকে আটক করে।
ডাকাত দলের আটক সদস্যরা হলেন—মো. ইব্রাহিম (২৩), মো. আমিন (৩৩), মো. আরিফ (৩৩) মো. মাহমুদুর রহমান (১৮) মো. কানিজ (২৪) মো. নবী হোসেন (২৮)।
এ সময় সেখান থেকে দুটি বিদেশি পিস্তল, তিনটি একনলা বন্দুক, দুটি এলজি, একটি শটগান, ছয়টি দেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, ৪৫০ রাউন্ড তাজা গুলি, ৩৬ রাউন্ড ফাঁকা গুলি, চারটি রামদা, ২০ হাজার পিস ইয়াবা, ২১ বোতল বিদেশি মদ, ৫৫১ ক্যান বিয়ার, সাত সেট ডাকাতি কাজে ব্যবহৃত পোশাক, একটি হ্যান্ডকাফ, একটি ল্যান্ড ফোন ও চারটি বাটন মোবাইল জব্দ করে কোস্ট গার্ডের যৌথ দল।
আবদুর রহমান আরও জানান, ওই স্থানটি দূরবর্তী, বিচ্ছিন্ন ও জনশূন্য হওয়ায় সুযোগ কাজে লাগিয়ে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ডাকাতি, মাদকদ্রব্য পাচার ও মানব পাচারসহ বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে আসছিল বলে কোস্ট গার্ডের কাছে গোয়েন্দা তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতেই টেকনাফ ও সেন্টমার্টিন কোস্ট গার্ড স্টেশন যৌথভাবে অভিযান চালিয়ে এসব অস্ত্র, গোলাবারুদ, মাদক ও ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তার করেছে।
সংবাদ সম্মেলন শেষে তাঁদের টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৫ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৫ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৫ ঘণ্টা আগে