প্রতিনিধি

বাঁশখালী (চট্টগ্রাম): চট্টগ্রামের বাঁশখালীতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা সদরের প্রধান সড়কে ট্রাকের ধাক্কায় একজন এবং সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও দমদমার দিঘীর পাড় এলাকার প্রধান সড়কে ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বাঁশখালী উপজেলা সদরের প্রধান সড়কে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন দুলাল চক্রবর্তী (৬৮)। তিনি উপজেলার দক্ষিণ জলদী এলাকার মৃত অনঙ্গ মোহন চক্রবর্তীর ছেলে।
অন্যদিকে একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে মা-মেয়েসহ সিএনজি অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। নিহতরা হলেন—বান্দরবানের বাইশারী উপজেলার নাইক্ষ্যংছড়ি এলাকার মোহাম্মদ হাশেমের ছেলে আবদুর রহিম (২৭), চকরিয়া উপজেলার ফাসিয়াখালী এলাকার মোহাম্মদ আরমানের স্ত্রী সানজিদা করিম প্রিয়া (২৫) ও তাঁর পাঁচ বছর বয়সী মেয়ে মণি আক্তার। দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো জব্দ করেছে পুলিশ। যদিও এগুলোর চালকেরা পালিয়ে গেছেন।
এ ঘটনায় নিহত সানজিদা করিম প্রিয়ার স্বামী মোহাম্মদ আরমান (৩০) ও সিএনজি অটোরিকশা চালক মোহাম্মদ আইয়ুবকে (২৮) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী আনোয়ারা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তাঁরা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে বাঁশখালী পৌরসভা কার্যালয়ে ঈদ উপহারের টাকা আনতে যাওয়ার সময় উপজেলা সদরের প্রধান সড়কে ট্রাকের ধাক্কায় নিহত হয় বৃদ্ধ দুলাল চক্রবর্তী। এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম শহর থেকে একটি সিএনজি অটোরিকশা বাঁশখালী প্রধান সড়ক হয়ে চকরিয়া যাওয়ার পথে উপজেলার সাধনপুর ইউনিয়নের দমদমার দিঘীর পাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছুটে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন সিএনজি অটোরিকশায় থাকা আবদুর রহিম, সানজিদা করিম প্রিয়া ও তাঁর পাঁচ বছর বয়সী মেয়ে মণি আক্তার।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) হুমায়ুন কবির, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফিউল কবীর ও সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দীন চৌধুরী।
সাধনপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. দেলোয়ার হোসেন বলেন, ‘চট্টগ্রাম শহর থেকে সিমেন্ট নিয়ে আসা একটি ট্রাক বাঁশখালীতে সিমেন্ট খালাস করে চট্টগ্রাম শহরে ফিরে যাওয়ার সময় শহর থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।’
রামদাশহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. রাকিবুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের মরদেহ রামদাশহাট পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। পরে খোঁজ নিয়ে তাঁদের পরিচয় শনাক্ত করা হয়। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) হুমায়ুন কবির বলেন, ‘সড়ক দুর্ঘটনার পেয়ে আমি এবং বাঁশখালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যাই। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেছে। তবে দুর্ঘটনা পতিত ট্রাক ও সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।’

বাঁশখালী (চট্টগ্রাম): চট্টগ্রামের বাঁশখালীতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা সদরের প্রধান সড়কে ট্রাকের ধাক্কায় একজন এবং সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও দমদমার দিঘীর পাড় এলাকার প্রধান সড়কে ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বাঁশখালী উপজেলা সদরের প্রধান সড়কে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন দুলাল চক্রবর্তী (৬৮)। তিনি উপজেলার দক্ষিণ জলদী এলাকার মৃত অনঙ্গ মোহন চক্রবর্তীর ছেলে।
অন্যদিকে একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে মা-মেয়েসহ সিএনজি অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। নিহতরা হলেন—বান্দরবানের বাইশারী উপজেলার নাইক্ষ্যংছড়ি এলাকার মোহাম্মদ হাশেমের ছেলে আবদুর রহিম (২৭), চকরিয়া উপজেলার ফাসিয়াখালী এলাকার মোহাম্মদ আরমানের স্ত্রী সানজিদা করিম প্রিয়া (২৫) ও তাঁর পাঁচ বছর বয়সী মেয়ে মণি আক্তার। দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো জব্দ করেছে পুলিশ। যদিও এগুলোর চালকেরা পালিয়ে গেছেন।
এ ঘটনায় নিহত সানজিদা করিম প্রিয়ার স্বামী মোহাম্মদ আরমান (৩০) ও সিএনজি অটোরিকশা চালক মোহাম্মদ আইয়ুবকে (২৮) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী আনোয়ারা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তাঁরা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে বাঁশখালী পৌরসভা কার্যালয়ে ঈদ উপহারের টাকা আনতে যাওয়ার সময় উপজেলা সদরের প্রধান সড়কে ট্রাকের ধাক্কায় নিহত হয় বৃদ্ধ দুলাল চক্রবর্তী। এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম শহর থেকে একটি সিএনজি অটোরিকশা বাঁশখালী প্রধান সড়ক হয়ে চকরিয়া যাওয়ার পথে উপজেলার সাধনপুর ইউনিয়নের দমদমার দিঘীর পাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছুটে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন সিএনজি অটোরিকশায় থাকা আবদুর রহিম, সানজিদা করিম প্রিয়া ও তাঁর পাঁচ বছর বয়সী মেয়ে মণি আক্তার।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) হুমায়ুন কবির, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফিউল কবীর ও সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দীন চৌধুরী।
সাধনপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. দেলোয়ার হোসেন বলেন, ‘চট্টগ্রাম শহর থেকে সিমেন্ট নিয়ে আসা একটি ট্রাক বাঁশখালীতে সিমেন্ট খালাস করে চট্টগ্রাম শহরে ফিরে যাওয়ার সময় শহর থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।’
রামদাশহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. রাকিবুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের মরদেহ রামদাশহাট পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। পরে খোঁজ নিয়ে তাঁদের পরিচয় শনাক্ত করা হয়। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) হুমায়ুন কবির বলেন, ‘সড়ক দুর্ঘটনার পেয়ে আমি এবং বাঁশখালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যাই। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেছে। তবে দুর্ঘটনা পতিত ট্রাক ও সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।’

কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, আনন্দ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন ইউপি কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর একটি দল তাঁকে থানায় নিয়ে যায়।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
৩ ঘণ্টা আগে