নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বামনী উচ্চবিদ্যালয়ের চলমান এসএসসি পরীক্ষাকেন্দ্রে এক পরীক্ষার্থীর উত্তরপত্র ও এমসিকিউ শিট ছিনিয়ে নিয়ে বৃত্ত ভরাটের অভিযোগে ওই কেন্দ্রের সহকারী হল সুপার ও হল গার্ডকে পরীক্ষার দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীম।
ইউএনও জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই কেন্দ্রের এক পরীক্ষার্থীর থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে কেন্দ্রের হল সুপারসহ অভিযুক্ত সহকারী হল সুপার শাহ কামাল সবুজ ও হল গার্ড নুরুল করিমকে সাময়িকভাবে পরীক্ষার দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ওই ঘটনায় উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি ১৫ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দেবে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বাংলা প্রথম পত্রের পরীক্ষা চলাকালে সহকারী হল সুপার শিক্ষক সবুজের নির্দেশে হল গার্ড নুরুল করিম পরীক্ষার্থী মোসাম্মদ শানজিদা আফরিনকে দেরি করে প্রশ্নপত্র ও উত্তরপত্র দেন। ওএমআর শিট দিতে গড়িমসি এবং সময় শেষ হওয়ার আগেই তার কাছ থেকে উত্তরপত্র ছিনিয়ে নেন। এর প্রতিবাদ করলে সহকারী হল সুপার শাহ কামাল সবুজ অনৈতিকভাবে পরীক্ষার্থী আফরিনের এমসিকিউতে নিজের ইচ্ছেমতো বৃত্ত ভরাট করে উত্তরপত্র জমা দেন। হলরুমের পাশে নিয়ে গালমন্দ, অপমান-অপদস্থ করা হয় ওই পরীক্ষার্থীকে। পরে এই ঘটনায় ওই পরীক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দেয়।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বামনী উচ্চবিদ্যালয়ের চলমান এসএসসি পরীক্ষাকেন্দ্রে এক পরীক্ষার্থীর উত্তরপত্র ও এমসিকিউ শিট ছিনিয়ে নিয়ে বৃত্ত ভরাটের অভিযোগে ওই কেন্দ্রের সহকারী হল সুপার ও হল গার্ডকে পরীক্ষার দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীম।
ইউএনও জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই কেন্দ্রের এক পরীক্ষার্থীর থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে কেন্দ্রের হল সুপারসহ অভিযুক্ত সহকারী হল সুপার শাহ কামাল সবুজ ও হল গার্ড নুরুল করিমকে সাময়িকভাবে পরীক্ষার দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ওই ঘটনায় উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি ১৫ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দেবে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বাংলা প্রথম পত্রের পরীক্ষা চলাকালে সহকারী হল সুপার শিক্ষক সবুজের নির্দেশে হল গার্ড নুরুল করিম পরীক্ষার্থী মোসাম্মদ শানজিদা আফরিনকে দেরি করে প্রশ্নপত্র ও উত্তরপত্র দেন। ওএমআর শিট দিতে গড়িমসি এবং সময় শেষ হওয়ার আগেই তার কাছ থেকে উত্তরপত্র ছিনিয়ে নেন। এর প্রতিবাদ করলে সহকারী হল সুপার শাহ কামাল সবুজ অনৈতিকভাবে পরীক্ষার্থী আফরিনের এমসিকিউতে নিজের ইচ্ছেমতো বৃত্ত ভরাট করে উত্তরপত্র জমা দেন। হলরুমের পাশে নিয়ে গালমন্দ, অপমান-অপদস্থ করা হয় ওই পরীক্ষার্থীকে। পরে এই ঘটনায় ওই পরীক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দেয়।
নাটোরের লালপুরে এক আইনজীবীর বাড়িতে মুখোশধারী ডাকাতদল হামলা চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন আইনজীবীসহ তিনজন।
১৮ মিনিট আগেরাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল ঠেকাতে পরিচালিত বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল বুধবার রাতে পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র তালেবুর রহমান।
২৬ মিনিট আগেসিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ সাদা পাথরে শুরু হয়েছে পাথর লুটপাট। বুধবার সকালেও দেখা গেছে কয়েকশ বারকি নৌকায় করে চলেছে পাথর উত্তোলন। এতে হুমকির মুখে পড়েছে প্রাকৃতিক সৌন্দর্যের এই অনন্য স্থান।
৩১ মিনিট আগেসাভারে রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আহত শ্রমিক, নিহত শ্রমিকদের স্বজন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার সাভার বাসস্ট্যান্ডের পাশে ধসে পড়া রানা প্লাজার সামনে নির্মিত অস্থায়ী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা।
১ ঘণ্টা আগে