Ajker Patrika

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় নৈশপ্রহরী নিহত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে রাস্তা পার হওয়ার সময় কাভার্ড ভ্যানের চাপায় এক নৈশপ্রহরী নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিরাজ ভূঁইয়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আলতাপ হোসেন (৭২) বরিশালের বাসিন্দা। তবে তিনি দীর্ঘদিন ধরে বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা এলাকায় থাকতেন। তিনি সিরাজ ভূঁইয়া রাস্তার মাথা এলাকার মো. হারুনের মালিকানাধীন করাতকলে নৈশপ্রহরী হিসেবে কাজ করতেন।

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রাতে করাতকল থেকে বের হয়ে রাস্তার পশ্চিম পাশের দোকানে যান আলতাফ। দোকানের কাজ শেষে পুনরায় রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামমুখী কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই নিহত হন।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. জাহাঙ্গীর বলেন, মরদেহটি তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যানটি জব্দ করে ফাঁড়িতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত