নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে পাহাড় ধসে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। ধসে পড়া মাটি পাহাড়সংলগ্ন ফুটপাত ছাড়িয়ে মূল সড়কে এসে পড়ে। এ সময় সড়কে একটি চলন্ত মাইক্রোবাস আটকে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটেনি। আজ শুক্রবার সকালে নগরীর লালখানবাজার-টাইগারপাস সড়কে এ ঘটনা ঘটে।
পরে ফায়ার সার্ভিস ও চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মীরা গিয়ে মাটি সরিয়ে সড়কটি যানবাহন চলাচলের উপযোগী করে। এ ছাড়া হাঁটুপানিতে ডুবেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর বাড়িও।
আজ সকালে বৃষ্টিপাতে নগরীর বাকলিয়া, চকবাজার, কাতালগঞ্জ, শুলকবহর, আগ্রাবাদসহ বিভিন্ন এলাকার সড়কে হাঁটু থেকে কোমর পর্যন্ত পানিতে ডুবে যায়। এ সময় ভোগান্তিতে পড়ে জরুরি প্রয়োজনে বের হওয়া লোকজন। যাতায়াতে গুনতে হয়েছে তাদের অতিরিক্ত ভাড়া।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ জানায়, নগরীতে সকাল ৮টা ৪৫ মিনিটে পাহাড় ধসের খবর পায় তারা। এরপর আগ্রাবাদ থেকে দুটি টিম সেখানে যায়। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চট্টগ্রামের নিম্নাঞ্চল। বাদ যায়নি চসিক মেয়রের বাড়িও। সকালে বাড়িটির সামনে প্রায় হাঁটুসমান পানি জমে থাকতে দেখা যায়। এতে মেয়রও একপ্রকার পানিবন্দী হয়ে পড়েছেন। তাঁর বাড়িতে পানি ওঠার ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে।
চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি ধর বলেন, ‘বাংলাদেশের ওপর এখন মৌসুমি বায়ু সক্রিয়। এ কারণে বৃষ্টিপাত হচ্ছে। টানা আরও দুই থেকে তিন দিন এভাবে থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে। সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।’

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে পাহাড় ধসে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। ধসে পড়া মাটি পাহাড়সংলগ্ন ফুটপাত ছাড়িয়ে মূল সড়কে এসে পড়ে। এ সময় সড়কে একটি চলন্ত মাইক্রোবাস আটকে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটেনি। আজ শুক্রবার সকালে নগরীর লালখানবাজার-টাইগারপাস সড়কে এ ঘটনা ঘটে।
পরে ফায়ার সার্ভিস ও চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মীরা গিয়ে মাটি সরিয়ে সড়কটি যানবাহন চলাচলের উপযোগী করে। এ ছাড়া হাঁটুপানিতে ডুবেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর বাড়িও।
আজ সকালে বৃষ্টিপাতে নগরীর বাকলিয়া, চকবাজার, কাতালগঞ্জ, শুলকবহর, আগ্রাবাদসহ বিভিন্ন এলাকার সড়কে হাঁটু থেকে কোমর পর্যন্ত পানিতে ডুবে যায়। এ সময় ভোগান্তিতে পড়ে জরুরি প্রয়োজনে বের হওয়া লোকজন। যাতায়াতে গুনতে হয়েছে তাদের অতিরিক্ত ভাড়া।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ জানায়, নগরীতে সকাল ৮টা ৪৫ মিনিটে পাহাড় ধসের খবর পায় তারা। এরপর আগ্রাবাদ থেকে দুটি টিম সেখানে যায়। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চট্টগ্রামের নিম্নাঞ্চল। বাদ যায়নি চসিক মেয়রের বাড়িও। সকালে বাড়িটির সামনে প্রায় হাঁটুসমান পানি জমে থাকতে দেখা যায়। এতে মেয়রও একপ্রকার পানিবন্দী হয়ে পড়েছেন। তাঁর বাড়িতে পানি ওঠার ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে।
চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি ধর বলেন, ‘বাংলাদেশের ওপর এখন মৌসুমি বায়ু সক্রিয়। এ কারণে বৃষ্টিপাত হচ্ছে। টানা আরও দুই থেকে তিন দিন এভাবে থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে। সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩৩ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩৬ মিনিট আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
১ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
১ ঘণ্টা আগে