খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হওয়ার দুই মাস পর মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলি) আদালতে পিটিশন দায়ের করলে বিচারক মো. ফরিদুল আলম এজাহার হিসেবে গণ্য করার জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।
মামলায় আসামিরা হলেন উপঠিকাদার প্রাণতোষ প্রকাশ প্রাণন্ত বাবু, উপঠিকাদার মো. সেলিম, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা ও জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী তৃপ্তি শংকর চাকমা।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বেদারুল ইসলাম বলেন, আসামিদের যোগসাজশে এই হত্যাকাণ্ড ঘটেছে। এতে নিহত ও আহত শ্রমিকদের অপূরণীয় ক্ষতিসাধন করে ফৌজদারি অপরাধ করেছে। আসামিদের শাস্তির দাবি করে ওই ঘটনায় আহত জালাল খান অভিযোগ দায়ের করেছেন। পরে আদালত ফৌজদারি কার্যবিধির ১৫৬ (৩) ধারায় অভিযোগটি এজাহার হিসেবে দায়ের করার নিদেশ দেয়।
আদালত পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, ছাদ ধসের ঘটনার দুই মাস পর আহত একজন মামলাটি দায়ের করেছেন।
উল্লেখ্য, গত ৮ অক্টোবর বিকেল পৌনে ৪টার দিকে খাগড়াছড়ি জেলা পরিষদের পুরোনো ভবনের সামনে ছাদের একটি অংশ ধসে পড়লে দুই শ্রমিক নিহত হন। এ সময় আরও পাঁচ শ্রমিক গুরুতর আহত হয়েছিলেন। এ ঘটনায় জেলা পরিষদে গঠিত তিন সদস্যের একটি তদন্ত কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হলেও তা দুই মাসেও হয়নি।
ওই ঘটনায় নিহতরা হলেন, সাজ্জাদ হোসেন (২২) ও সাইফুল ইসলাম (২২)।
আহতরা হলেন-মো. রোকন (৩৮), হানিফ মিয়া (২৫), মো. সোহেল (২০), মো. হাসান (২৪) ও হানিফ (২০)।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হওয়ার দুই মাস পর মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলি) আদালতে পিটিশন দায়ের করলে বিচারক মো. ফরিদুল আলম এজাহার হিসেবে গণ্য করার জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।
মামলায় আসামিরা হলেন উপঠিকাদার প্রাণতোষ প্রকাশ প্রাণন্ত বাবু, উপঠিকাদার মো. সেলিম, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা ও জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী তৃপ্তি শংকর চাকমা।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বেদারুল ইসলাম বলেন, আসামিদের যোগসাজশে এই হত্যাকাণ্ড ঘটেছে। এতে নিহত ও আহত শ্রমিকদের অপূরণীয় ক্ষতিসাধন করে ফৌজদারি অপরাধ করেছে। আসামিদের শাস্তির দাবি করে ওই ঘটনায় আহত জালাল খান অভিযোগ দায়ের করেছেন। পরে আদালত ফৌজদারি কার্যবিধির ১৫৬ (৩) ধারায় অভিযোগটি এজাহার হিসেবে দায়ের করার নিদেশ দেয়।
আদালত পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, ছাদ ধসের ঘটনার দুই মাস পর আহত একজন মামলাটি দায়ের করেছেন।
উল্লেখ্য, গত ৮ অক্টোবর বিকেল পৌনে ৪টার দিকে খাগড়াছড়ি জেলা পরিষদের পুরোনো ভবনের সামনে ছাদের একটি অংশ ধসে পড়লে দুই শ্রমিক নিহত হন। এ সময় আরও পাঁচ শ্রমিক গুরুতর আহত হয়েছিলেন। এ ঘটনায় জেলা পরিষদে গঠিত তিন সদস্যের একটি তদন্ত কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হলেও তা দুই মাসেও হয়নি।
ওই ঘটনায় নিহতরা হলেন, সাজ্জাদ হোসেন (২২) ও সাইফুল ইসলাম (২২)।
আহতরা হলেন-মো. রোকন (৩৮), হানিফ মিয়া (২৫), মো. সোহেল (২০), মো. হাসান (২৪) ও হানিফ (২০)।

ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
১০ মিনিট আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
১৩ মিনিট আগে
হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, অর্থাৎ কালকে রায় হলে পরশু ইলেকশন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাকসুর নির্বাচনের পক্ষে ইতিবাচক রায়ের জন্য বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ আইনি লড়াই চালিয়ে যাবে।
১৬ মিনিট আগে
এক শীত চলে গেছে, আরেক শীতের মৌসুম শেষ হওয়ার পথে, তবু শীতার্তদের জন্য বিদেশে থেকে অনুদান হিসেবে পাওয়া ৮ কনটেইনার শীতবস্ত্র পৌঁছায়নি দুস্থদের কাছে। ১০ মাস আগে এসব শীতবস্ত্র কনটেইনারে করে চট্টগ্রাম বন্দরে পৌঁছালেও আমলাতান্ত্রিক জটিলতায় মালপত্র এখনো খালাস করা যায়নি।
১৯ মিনিট আগে