
গত ২২ মার্চ স্কুল থেকে ফেরার পথে রামু বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়। আজ শনিবার সকাল পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজের বিষয়ে রামু থানায় এরই মধ্যে একটি নিখোঁজ ডায়েরি করেছে মেয়েটির পরিবার।
নিখোঁজ মেয়ের মা বলেন, ‘কার কাছে গেলে আমার মেয়েকে পাব? রামু থানা, র্যাব, সাংসদ সবার কাছে আকুতি জানিয়েছি। কেউ কোনো খোঁজ দিচ্ছে না।’
এদিকে নিখোঁজের বিষয়ে স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলাম বলেন, ‘দ্রুত মেয়েটির সন্ধান চাই। নবম শ্রেণির একটি মেয়ে আজ ১০ দিন ধরে নিখোঁজ কিন্তু কেউ কোনো পদক্ষেপই নিচ্ছে না। মৃত অথবা জীবিত আমাদের মেয়ে ফিরে আসুক আমাদের কাছে।’
রামু বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবদিনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘গত এক মাসে আমাদের স্কুলের দুইটা মেয়ে নিখোঁজের বিষয়ে জেনেছি। এর মধ্যে সপ্তম শ্রেণির একজনকে কুমিল্লা থেকে উদ্ধার করা হয়েছিল। গত ১০ দিন আগে আরেক শিক্ষার্থী নিখোঁজ হয়।’
সূত্র বলছে, গত এক মাসে রামু বালিকা উচ্চবিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী নিখোঁজের ঘটনা ঘটেছে। তাদের দ্রুত খুঁজে বের করার দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন।
এদিকে ঘটনাটির তদন্তকারী কর্মকর্তা এসআই মো. নাজমুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘এরই মধ্যে মেয়েটির নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি পেয়েছি। সকল থানায় এ বিষয়ে তথ্য পাঠিয়ে দেওয়া হয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে খোঁজ পাব।’

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
৬ মিনিট আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
৩১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
৩৬ মিনিট আগে