ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার নাগাইশ জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের বেত্রাঘাতে মো. রিফাত (১৪) নামে এক ছাত্রের হাত ভাঙে গেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সন্ধ্যায় এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার এ ঘটনা ঘটেছে।
আহত রিফাত উপজেলার নাগাইশ গ্রামের মনির হোসেনের ছেলে। সে ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
লিখিত অভিযোগ, এলাকাবাসী ও আহত সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বেলা ১১টার দিকে রিফাত অনুমতি না নিয়ে টয়লেটে যাওয়ায় ওই বিদ্যালয়ের শিক্ষক মো. জহিরুল ইসলাম জহির বাঁশের লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করেন।
একপর্যায়ে রিফাত মাটিতে লুটিয়ে পড়ে যায়। তবুও ওই শিক্ষক রিফাতকে মারধর করতে থাকেন। এ সময় রিফাতের চিৎকারে অন্য শিক্ষার্থীরা এগিয়ে এলে শিক্ষক জহির এ বিষয়ে কাউকে কিছু না বলার জন্য ভয়ভীতি প্রদর্শন করেন। পরে সেখান থেকে অফিস কক্ষে চলে যান তিনি।
পরবর্তীতে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম রব্বানী ও তোফায়েল আহমেদ আহত রিফাতকে উপজেলা সদরের একটি বেসরকারি ক্লিনিকে এনে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁর বাড়িতে পৌঁছে দেন।
নাম প্রকাশ না করার শর্তে এলাকার একাধিক ব্যক্তি বলেন, ‘সহকারী শিক্ষক জহিরুল হক জহির এলাকায় ও বিদ্যালয়ে সব সময় আধিপত্য বিস্তার করে চলেন। আহত শিক্ষার্থী রিফাতের পরিবার গরিব ও জহিরের পরিবার প্রভাবশালী হওয়ায় বিচার না পাওয়ার সম্ভাবনা রয়েছে।’
এ বিষয়ে স্কুলছাত্রের মা আসমা আক্তার মোবাইলে বলেন, ‘আমার ছেলে রিফাতের বাম হাতের অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার পরীক্ষা–নিরীক্ষা করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে রিফাত ওই হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে আমার স্বামী বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।’
স্কুলছাত্রের মা আরও বলেন, ‘অন্যায় করলে শিক্ষক ছাত্রছাত্রীদের শাসন করবেন তা ঠিক আছে। কিন্তু হাতের সামনে যা পাবেন তাই দিয়ে পিটিয়ে শিক্ষার্থীর হাত ভেঙে দেবেন এটা কোন ধরনের শাসন? আমরা এর সুষ্ঠু বিচার চাই।’
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষক জহিরুল ইসলামকে একাধিকবার মোবাইল করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
মারধরের বিষয়ে নাগাইশ জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যরা এবং এলাকার লোকজন বিষয়টি সমাধান করার চেষ্টা করছেন।’
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা বলেন, ‘আহত রিফাতের বাবা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার নাগাইশ জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের বেত্রাঘাতে মো. রিফাত (১৪) নামে এক ছাত্রের হাত ভাঙে গেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সন্ধ্যায় এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার এ ঘটনা ঘটেছে।
আহত রিফাত উপজেলার নাগাইশ গ্রামের মনির হোসেনের ছেলে। সে ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
লিখিত অভিযোগ, এলাকাবাসী ও আহত সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বেলা ১১টার দিকে রিফাত অনুমতি না নিয়ে টয়লেটে যাওয়ায় ওই বিদ্যালয়ের শিক্ষক মো. জহিরুল ইসলাম জহির বাঁশের লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করেন।
একপর্যায়ে রিফাত মাটিতে লুটিয়ে পড়ে যায়। তবুও ওই শিক্ষক রিফাতকে মারধর করতে থাকেন। এ সময় রিফাতের চিৎকারে অন্য শিক্ষার্থীরা এগিয়ে এলে শিক্ষক জহির এ বিষয়ে কাউকে কিছু না বলার জন্য ভয়ভীতি প্রদর্শন করেন। পরে সেখান থেকে অফিস কক্ষে চলে যান তিনি।
পরবর্তীতে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম রব্বানী ও তোফায়েল আহমেদ আহত রিফাতকে উপজেলা সদরের একটি বেসরকারি ক্লিনিকে এনে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁর বাড়িতে পৌঁছে দেন।
নাম প্রকাশ না করার শর্তে এলাকার একাধিক ব্যক্তি বলেন, ‘সহকারী শিক্ষক জহিরুল হক জহির এলাকায় ও বিদ্যালয়ে সব সময় আধিপত্য বিস্তার করে চলেন। আহত শিক্ষার্থী রিফাতের পরিবার গরিব ও জহিরের পরিবার প্রভাবশালী হওয়ায় বিচার না পাওয়ার সম্ভাবনা রয়েছে।’
এ বিষয়ে স্কুলছাত্রের মা আসমা আক্তার মোবাইলে বলেন, ‘আমার ছেলে রিফাতের বাম হাতের অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার পরীক্ষা–নিরীক্ষা করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে রিফাত ওই হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে আমার স্বামী বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।’
স্কুলছাত্রের মা আরও বলেন, ‘অন্যায় করলে শিক্ষক ছাত্রছাত্রীদের শাসন করবেন তা ঠিক আছে। কিন্তু হাতের সামনে যা পাবেন তাই দিয়ে পিটিয়ে শিক্ষার্থীর হাত ভেঙে দেবেন এটা কোন ধরনের শাসন? আমরা এর সুষ্ঠু বিচার চাই।’
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষক জহিরুল ইসলামকে একাধিকবার মোবাইল করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
মারধরের বিষয়ে নাগাইশ জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যরা এবং এলাকার লোকজন বিষয়টি সমাধান করার চেষ্টা করছেন।’
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা বলেন, ‘আহত রিফাতের বাবা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৪ ঘণ্টা আগে