তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ নভেম্বর তিতাসের ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে তিতাস উপজেলা আওয়ামী লীগ।
জানা যায়, দুই গ্রুপের মধ্যে একটি গ্রুপ স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর, আরেকটি গ্রুপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেনের। দুই গ্রুপ থেকে উপজেলার ৯টি ইউনিয়নের ৫৪ জনের তালিকা পাঠিয়েছে কেন্দ্রে। দুই গ্রুপের তালিকায় একাধিক প্রার্থীর নাম রয়েছে বলেও জানা গেছে। উপজেলার ৯টি ইউনিয়নের প্রতিটিতে দুই গ্রুপে তিনজন করে মনোনয়নপ্রত্যাশীর নাম রাখা হয়েছে। ১ নম্বর সাতানী ইউনিয়ন, ২ নম্বর জগৎপুর, ৩ নম্বর বলরামপুর, ৪ নম্বর কড়িকান্দি, ৫ নম্বর কলাকান্দি, ৬ নম্বর কলাকান্দি, ৭ নম্বর নারান্দিয়া, ৮ নম্বর জিয়াকান্দি ও ৯ নম্বর মজিদপুর ইউনিয়নে ৬ জন করে প্রর্থী রয়েছেন।
এদিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগের সুনির্দিষ্ট গঠনতান্ত্রিক বিধি মোতাবেক তৃণমূলের রেজুলেশনের প্রয়োজনীয়তা রয়েছে। আওয়ামী লীগের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ২৮ (৩) (ঙ) অনুযায়ী আগ্রহী প্রার্থীদের প্যানেল তৈরির জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগ বর্ধিত সভার আয়োজন করবে এবং আলাপ-আলোচনার মাধ্যমে প্রার্থীদের একটি প্যানেল সুপারিশের জন্য কেন্দ্রে পাঠাবে।
উক্ত প্যানেল সংগঠনের জেলা, উপজেলা ও ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকদের (মোট ৬ জন) যুক্ত স্বাক্ষরে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে পাঠানোর নির্দেশনা থাকলেও তিতাসে তৃণমূল পর্যায়ে কোনো বর্ধিত সভা না করে উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন গ্রুপের উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন ভূইয়া তাঁদের পছন্দমতো প্রার্থীদের তালিকা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে তৃণমূল থেকে।
অন্যদিকে সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর অনুসারীরা গত রোববার ঢাকার নিটল নিলয় গ্রুপের মিলনায়তনে তিতাস আওয়ামী লীগের একাংশ জরুরি সভা করে। ওই সভায় উপজেলা আওয়ামী লীগের দুই-তৃতীয়াংশ সদস্য উপস্থিত হয়ে রেজুলেশন করে ৯টি ইউনিয়ন থেকে মনোনয়নপ্রত্যাশী ২৭ জনের তালিকা করেন।
এ বিষয়ে জানতে ফোন করলে দুই গ্রুপের কোনো নেতাই ফোন রিসিভ করেননি।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ নভেম্বর তিতাসের ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে তিতাস উপজেলা আওয়ামী লীগ।
জানা যায়, দুই গ্রুপের মধ্যে একটি গ্রুপ স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর, আরেকটি গ্রুপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেনের। দুই গ্রুপ থেকে উপজেলার ৯টি ইউনিয়নের ৫৪ জনের তালিকা পাঠিয়েছে কেন্দ্রে। দুই গ্রুপের তালিকায় একাধিক প্রার্থীর নাম রয়েছে বলেও জানা গেছে। উপজেলার ৯টি ইউনিয়নের প্রতিটিতে দুই গ্রুপে তিনজন করে মনোনয়নপ্রত্যাশীর নাম রাখা হয়েছে। ১ নম্বর সাতানী ইউনিয়ন, ২ নম্বর জগৎপুর, ৩ নম্বর বলরামপুর, ৪ নম্বর কড়িকান্দি, ৫ নম্বর কলাকান্দি, ৬ নম্বর কলাকান্দি, ৭ নম্বর নারান্দিয়া, ৮ নম্বর জিয়াকান্দি ও ৯ নম্বর মজিদপুর ইউনিয়নে ৬ জন করে প্রর্থী রয়েছেন।
এদিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগের সুনির্দিষ্ট গঠনতান্ত্রিক বিধি মোতাবেক তৃণমূলের রেজুলেশনের প্রয়োজনীয়তা রয়েছে। আওয়ামী লীগের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ২৮ (৩) (ঙ) অনুযায়ী আগ্রহী প্রার্থীদের প্যানেল তৈরির জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগ বর্ধিত সভার আয়োজন করবে এবং আলাপ-আলোচনার মাধ্যমে প্রার্থীদের একটি প্যানেল সুপারিশের জন্য কেন্দ্রে পাঠাবে।
উক্ত প্যানেল সংগঠনের জেলা, উপজেলা ও ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকদের (মোট ৬ জন) যুক্ত স্বাক্ষরে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে পাঠানোর নির্দেশনা থাকলেও তিতাসে তৃণমূল পর্যায়ে কোনো বর্ধিত সভা না করে উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন গ্রুপের উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন ভূইয়া তাঁদের পছন্দমতো প্রার্থীদের তালিকা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে তৃণমূল থেকে।
অন্যদিকে সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর অনুসারীরা গত রোববার ঢাকার নিটল নিলয় গ্রুপের মিলনায়তনে তিতাস আওয়ামী লীগের একাংশ জরুরি সভা করে। ওই সভায় উপজেলা আওয়ামী লীগের দুই-তৃতীয়াংশ সদস্য উপস্থিত হয়ে রেজুলেশন করে ৯টি ইউনিয়ন থেকে মনোনয়নপ্রত্যাশী ২৭ জনের তালিকা করেন।
এ বিষয়ে জানতে ফোন করলে দুই গ্রুপের কোনো নেতাই ফোন রিসিভ করেননি।

কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, আনন্দ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন ইউপি কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর একটি দল তাঁকে থানায় নিয়ে যায়।
১৮ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
২ ঘণ্টা আগে