নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চট্টগ্রামের ভাটিয়ারি উপকূলের মাদার ভ্যাসেল থেকে সাগরে স্পিডবোটে নামার সময় স্পিডবোটটি উলটে যায়। এ সময় স্পিডবোটে থাকা ১২ চীনা নাবিক সমুদ্রে পড়ে যান। পরে কোস্ট গার্ডের সদস্যরা তাঁদের সবাইকে উদ্ধার করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। এক নাবিক জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে উদ্ধারে সহযোগিতা চাইলে তাঁদের উদ্ধার করা হয়।
আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার।
আনোয়ার সাত্তার জানান, বঙ্গোপসাগরে চট্টগ্রামের ভাটিয়ারি উপকূলে অবস্থান করা এনডিই-১৪ নামে একটি চীনা লাইটার জাহাজের আলি আজগর নামের একজন নাবিক জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে জানান, তাঁরা চীনা পতাকাবাহী মাদার ভ্যাসেল ‘ক্যাং হুয়ান-১’ থেকে মালামাল লোড করার জন্য সেখানে অবস্থান করছিলেন। মাদার ভ্যাসেল থেকে ১২ জন চীনা নাবিক একটি স্পিডবোট নিয়ে সাগরে নামার সময় লিফটের তার ছিঁড়ে সাগরে পড়ে উল্টে যায়। এর মধ্যে দু-একজন নাবিক বেরিয়ে আসতে সক্ষম হলেও বাকি সবাই উল্টানো বোটের ভেতরে আটকে ছিলেন। এ সময় আশপাশের কিছু বোট এগিয়ে এলেও উল্টানো স্পিডবোটের ভেতর থেকে নাবিকদের উদ্ধার করা যায়নি। এ অবস্থায় দ্রুত উদ্ধারে সহায়তার অনুরোধ জানিয়ে ৯৯৯ নম্বরে কলার ফোন করেন।
৯৯৯ কলটেকার কনস্টেবল আকাশ চন্দ্র নাথ তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ডের চট্টগ্রাম পূর্ব জোনের নিয়ন্ত্রণকক্ষে বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার অনুরোধ করে। ৯৯৯ ডিস্পাচার এসআই জয়ন্ত ঘরামী কোস্ট গার্ড ও কলারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন।
আনোয়ার সাত্তার আরও জানান, খবর পেয়ে কোস্ট গার্ড চট্টগ্রাম পূর্ব জোনের একটি উদ্ধারকারী দল অবিলম্বে উদ্ধারকারী নৌযানসহ ঘটনাস্থলে গিয়ে ১২ চীনা নাবিককে জীবিত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। এরপর তাঁদের নিরাপদে উপকূলে পৌঁছে দেওয়া হয়। উদ্ধারকারী দলের নেতৃত্বে থাকা কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোনের স্টাফ অফিসার অপারেশনস লে. কমান্ডার রাসেল মিয়া উদ্ধার অভিযানের বিষয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯কে এ তথ্য জানিয়েছেন।

চট্টগ্রামের ভাটিয়ারি উপকূলের মাদার ভ্যাসেল থেকে সাগরে স্পিডবোটে নামার সময় স্পিডবোটটি উলটে যায়। এ সময় স্পিডবোটে থাকা ১২ চীনা নাবিক সমুদ্রে পড়ে যান। পরে কোস্ট গার্ডের সদস্যরা তাঁদের সবাইকে উদ্ধার করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। এক নাবিক জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে উদ্ধারে সহযোগিতা চাইলে তাঁদের উদ্ধার করা হয়।
আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার।
আনোয়ার সাত্তার জানান, বঙ্গোপসাগরে চট্টগ্রামের ভাটিয়ারি উপকূলে অবস্থান করা এনডিই-১৪ নামে একটি চীনা লাইটার জাহাজের আলি আজগর নামের একজন নাবিক জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে জানান, তাঁরা চীনা পতাকাবাহী মাদার ভ্যাসেল ‘ক্যাং হুয়ান-১’ থেকে মালামাল লোড করার জন্য সেখানে অবস্থান করছিলেন। মাদার ভ্যাসেল থেকে ১২ জন চীনা নাবিক একটি স্পিডবোট নিয়ে সাগরে নামার সময় লিফটের তার ছিঁড়ে সাগরে পড়ে উল্টে যায়। এর মধ্যে দু-একজন নাবিক বেরিয়ে আসতে সক্ষম হলেও বাকি সবাই উল্টানো বোটের ভেতরে আটকে ছিলেন। এ সময় আশপাশের কিছু বোট এগিয়ে এলেও উল্টানো স্পিডবোটের ভেতর থেকে নাবিকদের উদ্ধার করা যায়নি। এ অবস্থায় দ্রুত উদ্ধারে সহায়তার অনুরোধ জানিয়ে ৯৯৯ নম্বরে কলার ফোন করেন।
৯৯৯ কলটেকার কনস্টেবল আকাশ চন্দ্র নাথ তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ডের চট্টগ্রাম পূর্ব জোনের নিয়ন্ত্রণকক্ষে বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার অনুরোধ করে। ৯৯৯ ডিস্পাচার এসআই জয়ন্ত ঘরামী কোস্ট গার্ড ও কলারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন।
আনোয়ার সাত্তার আরও জানান, খবর পেয়ে কোস্ট গার্ড চট্টগ্রাম পূর্ব জোনের একটি উদ্ধারকারী দল অবিলম্বে উদ্ধারকারী নৌযানসহ ঘটনাস্থলে গিয়ে ১২ চীনা নাবিককে জীবিত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। এরপর তাঁদের নিরাপদে উপকূলে পৌঁছে দেওয়া হয়। উদ্ধারকারী দলের নেতৃত্বে থাকা কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোনের স্টাফ অফিসার অপারেশনস লে. কমান্ডার রাসেল মিয়া উদ্ধার অভিযানের বিষয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯কে এ তথ্য জানিয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৪ ঘণ্টা আগে