টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রত্যাবাসন প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশ থেকে পাঠানো রোহিঙ্গাদের তালিকা আজ বুধবার প্রথম দিনের মতো যাচাই-বাছাইয়ে শেষ করেছেন মিয়ানমারের ১৭ সদস্যের প্রতিনিধি দল। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে এ কার্যক্রম আবার শুরু হবে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, সকাল থেকে প্রায় ২০ পরিবারের লোকজনের সাক্ষাৎকার নিয়েছে প্রতিনিধি দলটি। সেখানে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের প্রতিনিধিসহ সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে স্পিড বোটে মিয়ানমারের টেকনিক্যাল টিমের ১৭ সদস্যর প্রতিনিধি দল টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটি ঘাটে আসেন। বেলা ১১টার দিকে টেকনাফের স্থল বন্দরের রেস্ট হাউজে পৌঁছান তাঁরা। পরে টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে আসা রোহিঙ্গাদের সাক্ষাৎকার নেন।
সাক্ষাৎকার দিয়ে ফেরা সৈয়দ হোসাইন, মাস্টার ছৈয়দ উল্লাহসহ অনেক রোহিঙ্গা জানিয়েছেন, মিয়ানমারের কোন এলাকায় ছিলেন, থানা, জেলা ও পাশের এলাকাসহ নানা বিষয় জানার চেষ্টা করছে প্রতিনিধি দলটি। ফেরা না ফেরার বিষয়ে কোনো কিছু জানতে চাওয়া হয়নি বলেও জানান তাঁরা।
শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশন সূত্রে জানা গেছে, সকালে এসব রোহিঙ্গাদের নিরাপত্তার মাধ্যমে বাসে করে লেদা-নয়াপাড়া ক্যাম্পের বসবাসকারী ২০ পরিবারের ৭০ জন রোহিঙ্গাকে টেকনাফ স্থল বন্দরের ভেতরে রেস্টহাউসের প্যান্ডেলে নিয়ে আসা হয়। মূলত এসব রোহিঙ্গাদের সাক্ষাৎকার নেওয়া হবে। তবে এদের সংখ্যা কম বেশি হতে পারে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান জানান সকালের দিকে মিয়ানমারের ১৭ সদস্যদের একটি প্রতিনিধি দল টেকনাফ বন্দরের রেস্ট হাউজে পৌঁছান। সেখানে পাঠানো তালিকার অংশ হিসেবে যাচাই-বাছাই করবেন। সেখানে বেশ কিছু রোহিঙ্গাকে আনা হয়েছে।
অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার সামছুদ্দৌজা নয়ন সাংবাদিকদের জানান, রোহিঙ্গা প্রত্যাবাসন জোরদার করতে বাংলাদেশ থেকে পাঠানো তালিকা যাচাই-বাছাই করার জন্য রোহিঙ্গা পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রতিনিধি দল কয়েক দিন বাংলাদেশে অবস্থান করবে। তারা কয়েকটি তালিকা দিয়েছে। এ দেশে জন্ম নিয়েছে বা আত্মীয়স্বজন রয়েছে তাঁদের যাচাই-বাছাই করছে।
সামছুদ্দৌজা নয়ন আরও জানান, যাচাই-বাছাইয়ে পরিবারের সংখ্যা বাড়তে বা কমতে পারে। এটি চলমান প্রক্রিয়া। পরিবারের সংখ্যা যাচাই-বাছাই শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা জানাবেন। এটি এখন বলা যাচ্ছে না।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন সূত্রে জানা গেছে, মূলত ২০১৮ সালে বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারকে ৮ লাখ ৮২ হাজার রোহিঙ্গাদের একটি তালিকা দেয়। এরপর মিয়ানমারের ৬৮ হাজার রোহিঙ্গা ফিরতি তালিকা পাঠায়। সেখানে অনেকের পরিবারের মধ্য সদস্য বাদ পরে। এ বিষয়টি তাদের (মিয়ানমারকে) অবহিত করা হয়েছে। এর অংশ হিসেবে তাঁরা (মিয়ানমার) আগ্রহ প্রকাশ করছে, বাদপড়া রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন, কেন বাদ পড়েছেন এবং তাদের দলিলপত্র দেখবেন। তারই অংশে মিয়ানমার প্রতিনিধি দলটি বাংলাদেশে আসা।

প্রত্যাবাসন প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশ থেকে পাঠানো রোহিঙ্গাদের তালিকা আজ বুধবার প্রথম দিনের মতো যাচাই-বাছাইয়ে শেষ করেছেন মিয়ানমারের ১৭ সদস্যের প্রতিনিধি দল। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে এ কার্যক্রম আবার শুরু হবে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, সকাল থেকে প্রায় ২০ পরিবারের লোকজনের সাক্ষাৎকার নিয়েছে প্রতিনিধি দলটি। সেখানে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের প্রতিনিধিসহ সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে স্পিড বোটে মিয়ানমারের টেকনিক্যাল টিমের ১৭ সদস্যর প্রতিনিধি দল টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটি ঘাটে আসেন। বেলা ১১টার দিকে টেকনাফের স্থল বন্দরের রেস্ট হাউজে পৌঁছান তাঁরা। পরে টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে আসা রোহিঙ্গাদের সাক্ষাৎকার নেন।
সাক্ষাৎকার দিয়ে ফেরা সৈয়দ হোসাইন, মাস্টার ছৈয়দ উল্লাহসহ অনেক রোহিঙ্গা জানিয়েছেন, মিয়ানমারের কোন এলাকায় ছিলেন, থানা, জেলা ও পাশের এলাকাসহ নানা বিষয় জানার চেষ্টা করছে প্রতিনিধি দলটি। ফেরা না ফেরার বিষয়ে কোনো কিছু জানতে চাওয়া হয়নি বলেও জানান তাঁরা।
শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশন সূত্রে জানা গেছে, সকালে এসব রোহিঙ্গাদের নিরাপত্তার মাধ্যমে বাসে করে লেদা-নয়াপাড়া ক্যাম্পের বসবাসকারী ২০ পরিবারের ৭০ জন রোহিঙ্গাকে টেকনাফ স্থল বন্দরের ভেতরে রেস্টহাউসের প্যান্ডেলে নিয়ে আসা হয়। মূলত এসব রোহিঙ্গাদের সাক্ষাৎকার নেওয়া হবে। তবে এদের সংখ্যা কম বেশি হতে পারে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান জানান সকালের দিকে মিয়ানমারের ১৭ সদস্যদের একটি প্রতিনিধি দল টেকনাফ বন্দরের রেস্ট হাউজে পৌঁছান। সেখানে পাঠানো তালিকার অংশ হিসেবে যাচাই-বাছাই করবেন। সেখানে বেশ কিছু রোহিঙ্গাকে আনা হয়েছে।
অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার সামছুদ্দৌজা নয়ন সাংবাদিকদের জানান, রোহিঙ্গা প্রত্যাবাসন জোরদার করতে বাংলাদেশ থেকে পাঠানো তালিকা যাচাই-বাছাই করার জন্য রোহিঙ্গা পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রতিনিধি দল কয়েক দিন বাংলাদেশে অবস্থান করবে। তারা কয়েকটি তালিকা দিয়েছে। এ দেশে জন্ম নিয়েছে বা আত্মীয়স্বজন রয়েছে তাঁদের যাচাই-বাছাই করছে।
সামছুদ্দৌজা নয়ন আরও জানান, যাচাই-বাছাইয়ে পরিবারের সংখ্যা বাড়তে বা কমতে পারে। এটি চলমান প্রক্রিয়া। পরিবারের সংখ্যা যাচাই-বাছাই শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা জানাবেন। এটি এখন বলা যাচ্ছে না।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন সূত্রে জানা গেছে, মূলত ২০১৮ সালে বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারকে ৮ লাখ ৮২ হাজার রোহিঙ্গাদের একটি তালিকা দেয়। এরপর মিয়ানমারের ৬৮ হাজার রোহিঙ্গা ফিরতি তালিকা পাঠায়। সেখানে অনেকের পরিবারের মধ্য সদস্য বাদ পরে। এ বিষয়টি তাদের (মিয়ানমারকে) অবহিত করা হয়েছে। এর অংশ হিসেবে তাঁরা (মিয়ানমার) আগ্রহ প্রকাশ করছে, বাদপড়া রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন, কেন বাদ পড়েছেন এবং তাদের দলিলপত্র দেখবেন। তারই অংশে মিয়ানমার প্রতিনিধি দলটি বাংলাদেশে আসা।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৪ ঘণ্টা আগে