নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ৩০ শয্যার আইসিইউ ওয়ার্ড উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। আজ শনিবার সকালে হাসপাতালটিতে এসে তিনি ওয়ার্ড উদ্বোধন করেন।
চমেক হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালটি প্রতিষ্ঠার পর থেকে ২০ শয্যার আইসিইউ ওয়ার্ড নিয়ে চলছিল। নতুন ইউনিট যুক্তের ফলে বর্তমানে চমেক হাসপাতালে আইসিইউ শয্যার সংখ্যা ৫০-এ দাঁড়িয়েছে।
উদ্বোধনের সময় স্বাস্থ্যমন্ত্রী নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আমি এই কলেজের প্রাক্তন ছাত্র। চমেকের ছাত্র হিসেবে এটি উদ্বোধন করতে পেরে আজ নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আশা করছি, মুমূর্ষু রোগীদের জন্য এই ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
ওয়ার্ড উদ্বোধন শেষে স্বাস্থ্যমন্ত্রী যান চমেকে প্রস্তাবিত পূর্ণাঙ্গ বার্ন ইউনিট হাসপাতালের জায়গা পরিদর্শনে। তিনি বার্ন ইউনিটের নির্মাণকাজ দ্রুত শুরু করা হবে বলে আশ্বাস দেন।
চমেক হাসপাতালের পেছনে গোয়াছিবাগান এলাকায় অবস্থিত ওই জায়গা পরিদর্শনের পর স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এই প্রকল্পে শুধু ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) পাস হওয়ার অপেক্ষা। রোববার প্রি-একনেক মিটিংয়ে এই বার্ন ইউনিটের বিষয়টি তোলা হবে। এরপর ডিপিপি পাস হলেই দ্রুত ১৫০ শয্যাবিশিষ্ট বার্ন ইউনিটের নির্মাণকাজ শুরু করা হবে।’
ডা. সামন্ত লাল সেন বলেন, ‘আমার একটা স্বপ্ন—এখানে যেন একটা বার্ন ইউনিট হয়। পূর্ণাঙ্গ বার্ন ইউনিট হলে চট্টগ্রামে আগুনে পোড়া রোগীরা উন্নত চিকিৎসা পাবে। এই বার্ন ইউনিটে অত্যাধুনিক আইসিইউ, এইচডিইউ ও ওটি সুবিধা থাকবে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমার লক্ষ্য হলো প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা উন্নত করা। আজকে রাঙ্গুনিয়া, রাঙামাটির কোনো মানুষকে সেখানেই যদি ভালো চিকিৎসা দিতে পারি, তাহলে মেডিকেলের ওপর থেকে চাপ কমবে।
পরে তিনি চমেকের প্রধান ছাত্রাবাসে যান। এই কলেজে অধ্যয়নকালে মন্ত্রী এই ছাত্রাবাসেই ছিলেন। এ সময় ছাত্রাবাসটিতে তিনি যে রুমে ছিলেন, সেখানে যান এবং কিছুক্ষণ সেখানে অবস্থান করেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ শাহেনা আক্তারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী হাসপাতালের কনফারেন্স রুমে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, চট্টগ্রাম, কক্সবাজার এবং রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ৩০ শয্যার আইসিইউ ওয়ার্ড উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। আজ শনিবার সকালে হাসপাতালটিতে এসে তিনি ওয়ার্ড উদ্বোধন করেন।
চমেক হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালটি প্রতিষ্ঠার পর থেকে ২০ শয্যার আইসিইউ ওয়ার্ড নিয়ে চলছিল। নতুন ইউনিট যুক্তের ফলে বর্তমানে চমেক হাসপাতালে আইসিইউ শয্যার সংখ্যা ৫০-এ দাঁড়িয়েছে।
উদ্বোধনের সময় স্বাস্থ্যমন্ত্রী নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আমি এই কলেজের প্রাক্তন ছাত্র। চমেকের ছাত্র হিসেবে এটি উদ্বোধন করতে পেরে আজ নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আশা করছি, মুমূর্ষু রোগীদের জন্য এই ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
ওয়ার্ড উদ্বোধন শেষে স্বাস্থ্যমন্ত্রী যান চমেকে প্রস্তাবিত পূর্ণাঙ্গ বার্ন ইউনিট হাসপাতালের জায়গা পরিদর্শনে। তিনি বার্ন ইউনিটের নির্মাণকাজ দ্রুত শুরু করা হবে বলে আশ্বাস দেন।
চমেক হাসপাতালের পেছনে গোয়াছিবাগান এলাকায় অবস্থিত ওই জায়গা পরিদর্শনের পর স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এই প্রকল্পে শুধু ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) পাস হওয়ার অপেক্ষা। রোববার প্রি-একনেক মিটিংয়ে এই বার্ন ইউনিটের বিষয়টি তোলা হবে। এরপর ডিপিপি পাস হলেই দ্রুত ১৫০ শয্যাবিশিষ্ট বার্ন ইউনিটের নির্মাণকাজ শুরু করা হবে।’
ডা. সামন্ত লাল সেন বলেন, ‘আমার একটা স্বপ্ন—এখানে যেন একটা বার্ন ইউনিট হয়। পূর্ণাঙ্গ বার্ন ইউনিট হলে চট্টগ্রামে আগুনে পোড়া রোগীরা উন্নত চিকিৎসা পাবে। এই বার্ন ইউনিটে অত্যাধুনিক আইসিইউ, এইচডিইউ ও ওটি সুবিধা থাকবে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমার লক্ষ্য হলো প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা উন্নত করা। আজকে রাঙ্গুনিয়া, রাঙামাটির কোনো মানুষকে সেখানেই যদি ভালো চিকিৎসা দিতে পারি, তাহলে মেডিকেলের ওপর থেকে চাপ কমবে।
পরে তিনি চমেকের প্রধান ছাত্রাবাসে যান। এই কলেজে অধ্যয়নকালে মন্ত্রী এই ছাত্রাবাসেই ছিলেন। এ সময় ছাত্রাবাসটিতে তিনি যে রুমে ছিলেন, সেখানে যান এবং কিছুক্ষণ সেখানে অবস্থান করেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ শাহেনা আক্তারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী হাসপাতালের কনফারেন্স রুমে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, চট্টগ্রাম, কক্সবাজার এবং রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

সাভারের রেডিও কলোনি এলাকা থেকে বাসে ওঠার ১৫ মিনিটের মধ্যেই একা হয়ে পড়েন ২৬ বছর বয়সী গৃহবধূ। তাঁকে বাসের চালকের দুই সহকারী আলতাফ ও সাগর পালাক্রমে ধর্ষণ করেন। সে দৃশ্য ধারণ করা হয় মোবাইল ফোনে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক একটি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা, ভাঙচুর ও মামলার ঘটনা ঘটেছে।
৩ ঘণ্টা আগে
ওয়ার্ডের মেঝেতে ব্যবহৃত টিস্যু, স্যালাইনের প্যাকেট, ব্যান্ডেজ, তুলা, যত্রতত্র আবর্জনা, অপরিচ্ছন্ন বিছানার চাদর, দেয়ালে থুতু কাশির দাগ, জরাজীর্ণ জানালা-দরজা, মশা-মাছির উপদ্রব, শৌচাগার থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এমন চিত্র পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা হাসপাতালের।
৩ ঘণ্টা আগে
নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে সব কটিতেই দলীয় প্রার্থী দিয়েছে বিএনপি। শরিকদের জন্য একটি ছাড় দিয়ে চারটি আসনে প্রার্থী দিয়েছে জামায়াত। এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না। ফলে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বিএনপি। যদিও একটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে আছে দলটি।
৩ ঘণ্টা আগে