নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ডায়ালাইসিস ফি বাড়ানোর প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার হয়ে পুলিশের নির্যাতনের শিকার সেই মোস্তাকিমের মামলার খারিজ আদেশের বিরুদ্ধে রিভিশন গ্রহণ করেছেন দায়রা জজ আদালত। আজ বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক ড. বেগম জেবুন্নেছা মামলাটি গ্রহণ করার আদেশ দেন।
এ সময় আদালত ফৌজদারি রিভিশন মামলাটি গ্রহণ করে প্রতিপক্ষের সবার প্রতি নোটিশ জারি এবং মূল নথি তলব করেছেন। পরে ২০ মার্চ মূল নথিসহ শুনানির জন্য দিন ধার্য করেন।
এর আগে মোস্তাকিমের করা মামলা তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়নি বলে আদালতে প্রতিবেদন দেয় সিআইডি। পরে নিম্ন আদালত মামলাটি খারিজ করে দেন। মামলাটি আদালত খারিজ করে দিলে এ আদেশের বিরুদ্ধে ফৌজদারি রিভিশন মামলা করেন মোস্তাকিমের আইনজীবীরা। মামলাটি তত্ত্বাবধানকারী হিউম্যান রাইটস ফাউন্ডেশন বিএইচআরএফের কেন্দ্রীয় মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বছরের ১০ জানুয়ারি ডায়ালাইসিস ফি বৃদ্ধি এবং সরকারিভাবে ভর্তুকি কমিয়ে দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনের সড়কে কিডনি রোগী ও স্বজনদের বিক্ষোভ সমাবেশে চড়াও হয় পুলিশ। পাঁচলাইশ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ সেখানে বিক্ষোভ দমনসহ মোস্তাকিমকে গ্রেপ্তার করে। পরে তাঁকেসহ অজ্ঞাতপরিচয় ৫০-৬০ জন রোগীর স্বজনকে আসামি করে সরকারি কাজে বাধাদান ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা করে পুলিশ। এ সময় থানায় মোস্তাকিমকে মারধর ও নির্যাতনের অভিযোগ আনা হয়। পাঁচ দিন পর মোস্তাকিম জামিনে মুক্তি পান।
একই বছরের ২০ ফেব্রুয়ারি চট্টগ্রাম আদালতে হেফাজতে নির্যাতন আইনে পাঁচলাইশ থানার সাবেক ওসি নাজিমসহ অন্য পুলিশ কর্মকর্তাদের আসামি করে মামলা করেন মোস্তাকিম। এদিকে যাঁর জন্য মোস্তাকিম মামলা, গ্রেপ্তার ও কারাভোগ করেছেন, তাঁর সেই মা নাসরিন আক্তার গত ১৫ জানুয়ারি রাতে নগরের একটি হাসপাতালে মারা গেছেন।

চট্টগ্রামে ডায়ালাইসিস ফি বাড়ানোর প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার হয়ে পুলিশের নির্যাতনের শিকার সেই মোস্তাকিমের মামলার খারিজ আদেশের বিরুদ্ধে রিভিশন গ্রহণ করেছেন দায়রা জজ আদালত। আজ বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক ড. বেগম জেবুন্নেছা মামলাটি গ্রহণ করার আদেশ দেন।
এ সময় আদালত ফৌজদারি রিভিশন মামলাটি গ্রহণ করে প্রতিপক্ষের সবার প্রতি নোটিশ জারি এবং মূল নথি তলব করেছেন। পরে ২০ মার্চ মূল নথিসহ শুনানির জন্য দিন ধার্য করেন।
এর আগে মোস্তাকিমের করা মামলা তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়নি বলে আদালতে প্রতিবেদন দেয় সিআইডি। পরে নিম্ন আদালত মামলাটি খারিজ করে দেন। মামলাটি আদালত খারিজ করে দিলে এ আদেশের বিরুদ্ধে ফৌজদারি রিভিশন মামলা করেন মোস্তাকিমের আইনজীবীরা। মামলাটি তত্ত্বাবধানকারী হিউম্যান রাইটস ফাউন্ডেশন বিএইচআরএফের কেন্দ্রীয় মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বছরের ১০ জানুয়ারি ডায়ালাইসিস ফি বৃদ্ধি এবং সরকারিভাবে ভর্তুকি কমিয়ে দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনের সড়কে কিডনি রোগী ও স্বজনদের বিক্ষোভ সমাবেশে চড়াও হয় পুলিশ। পাঁচলাইশ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ সেখানে বিক্ষোভ দমনসহ মোস্তাকিমকে গ্রেপ্তার করে। পরে তাঁকেসহ অজ্ঞাতপরিচয় ৫০-৬০ জন রোগীর স্বজনকে আসামি করে সরকারি কাজে বাধাদান ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা করে পুলিশ। এ সময় থানায় মোস্তাকিমকে মারধর ও নির্যাতনের অভিযোগ আনা হয়। পাঁচ দিন পর মোস্তাকিম জামিনে মুক্তি পান।
একই বছরের ২০ ফেব্রুয়ারি চট্টগ্রাম আদালতে হেফাজতে নির্যাতন আইনে পাঁচলাইশ থানার সাবেক ওসি নাজিমসহ অন্য পুলিশ কর্মকর্তাদের আসামি করে মামলা করেন মোস্তাকিম। এদিকে যাঁর জন্য মোস্তাকিম মামলা, গ্রেপ্তার ও কারাভোগ করেছেন, তাঁর সেই মা নাসরিন আক্তার গত ১৫ জানুয়ারি রাতে নগরের একটি হাসপাতালে মারা গেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় শেরপুর-১ (সদর) আসনে বিএনপি, জামায়াত, স্বতন্ত্রসহ তিন প্রার্থীকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। গতকাল সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর-১ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক...
১০ মিনিট আগে
১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য (প্রোভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তাঁরা মুক্ত হন।
২ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৮ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৯ ঘণ্টা আগে