চাঁদপুর প্রতিনিধি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁদপুরের হাজীগঞ্জে বিএনপির দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতভর উপজেলা শহরের টোরাগড় ও মকিমাবদ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে কুমিল্লা ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।
এদিকে, সংঘর্ষের সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই-তিনজন নিহত হওয়ার গুঞ্জন ওঠে। পুলিশ নিহতের তথ্যের কোনো সত্যতা নিশ্চিত করেনি।
স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে গত বৃহস্পতিবার থেকে সন্ধ্যায় উপজেলা শহরের টোরাগড় ও মকিমাবদ সর্দারবাড়ির বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। ওই দিন রাতে বেশ কয়েকজন আহত হন। এই রেশ কাটিয়ে না উঠতেই শুক্রবার সন্ধ্যা থেকে আবারও শুরু হয় দুই পক্ষের সংঘর্ষ। এতে উভয় পক্ষে অর্ধ শতাধিক আহত হয়েছেন। আজ শনিবার সকালে সংঘর্ষ থামলেও এখনো থমথমে পরিবেশ বিরাজ করছে।
ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, গতকাল রাতে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। সংঘর্ষের ঘটনায় জড়িতদের আটক করতে যৌথ বাহিনীর অভিযান চলছে। রাতেই জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা বিএনপির নেতৃত্ব দিচ্ছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মমিনুল হক। স্থানীয়ভাবে সংঘর্ষে জড়ানো দুপক্ষই মমিনুল হকের সমর্থক বলে স্থানীয়রা জানান।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁদপুরের হাজীগঞ্জে বিএনপির দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতভর উপজেলা শহরের টোরাগড় ও মকিমাবদ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে কুমিল্লা ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।
এদিকে, সংঘর্ষের সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই-তিনজন নিহত হওয়ার গুঞ্জন ওঠে। পুলিশ নিহতের তথ্যের কোনো সত্যতা নিশ্চিত করেনি।
স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে গত বৃহস্পতিবার থেকে সন্ধ্যায় উপজেলা শহরের টোরাগড় ও মকিমাবদ সর্দারবাড়ির বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। ওই দিন রাতে বেশ কয়েকজন আহত হন। এই রেশ কাটিয়ে না উঠতেই শুক্রবার সন্ধ্যা থেকে আবারও শুরু হয় দুই পক্ষের সংঘর্ষ। এতে উভয় পক্ষে অর্ধ শতাধিক আহত হয়েছেন। আজ শনিবার সকালে সংঘর্ষ থামলেও এখনো থমথমে পরিবেশ বিরাজ করছে।
ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, গতকাল রাতে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। সংঘর্ষের ঘটনায় জড়িতদের আটক করতে যৌথ বাহিনীর অভিযান চলছে। রাতেই জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা বিএনপির নেতৃত্ব দিচ্ছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মমিনুল হক। স্থানীয়ভাবে সংঘর্ষে জড়ানো দুপক্ষই মমিনুল হকের সমর্থক বলে স্থানীয়রা জানান।

মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) ফায়ারিং প্রশিক্ষণের সময় মাসুম নামের এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। গুলিটি তাঁর বুকে লাগে। আজ সোমবার সকালে পুলিশ ট্রেনিং সেন্টারে এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াতের দফায় দফায় সংঘর্ষে উপজেলা বিএনপির প্রচার সম্পাদকসহ দুই পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় বিএনপি সমর্থকদের চারটি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। আজ সোমবার (১৯ জানুয়ারি) উপজেলার শুভপুর ইউনিয়নের ধনিজকরা ও মুন্সিরহাট বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে।
১২ মিনিট আগে
তিস্তা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন শেষে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ধরনের ভূরাজনৈতিক চাপ নেই। এটি বাংলাদেশের নিজস্ব প্রকল্প এবং চীন এতে বিনিয়োগ করতে আগ্রহী। আজ সোমবার সকালে রংপুরের কাউনিয়া সেতু পরিদর্শন করেন পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
২৮ মিনিট আগে
নাটোর আদালত প্রাঙ্গণে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। জমি নিয়ে বিরোধজনিত মামলার জেরে আজ সোমবার (১৯ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে আদালত চত্বরে এ সংঘর্ষ হয়।
৩১ মিনিট আগে