নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বাড়তি প্রবেশ ফি স্থগিতের আশ্বাসের পর চট্টগ্রাম বন্দরের অচলাবস্থা কাটছে। টানা দুই দিনের ধর্মঘটের পর আজ রোববার দুপুরে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক শেষে চালক ও মালিকদের একাংশ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়। তবে কর্মসূচিতে এখনো অটল রয়েছেন প্রাইম মুভার ও ট্রেইলারচালক-মালিকেরা।
দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক শেষে সংগঠনগুলোর পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
আন্তজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক চৌধুরী জাফর আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘বৈঠকে বন্দরে যানবাহন প্রবেশের জন্য আমাদের আগের যে ৫৭ টাকা ফি ধার্য ছিল, সে অনুযায়ী আপাতত যানবাহনগুলো থেকে ফি আদায় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন করে ফি নির্ধারণ না করা পর্যন্ত এভাবে চলবে। বৈঠকের পর আমরা যাঁরা ট্রাক ও কাভার্ড ভ্যানের মালিক আছি, তাঁরা কর্মসূচি প্রত্যাহার করেছি। আমাদের ট্রাক, কাভার্ড ভ্যানগুলো এখন বন্দর ঢুকছে। গাড়ি চলাচল স্বাভাবিক হয়েছে।’
অন্যদিকে চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্লাটবেড ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন বলেন, ‘আমরা এখনো কর্মসূচি প্রত্যাহার করিনি। আমাদের কোনো প্রাইম মুভার ও ট্রেইলার চলাচল করছে না। আমরা আমাদের সিদ্ধান্ত বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানাব।’
এর আগে গতকাল শনিবার থেকে চট্টগ্রাম বন্দরে কনটেইনারে মালামাল পরিবহনে নিয়োজিত প্রাইম মুভার, ট্রেইলার, ট্রাক ও কাভার্ড ভ্যান চালানো বন্ধ রাখেন মালিক-শ্রমিকেরা; যা আজ দুপুরেও অব্যাহত ছিল। চট্টগ্রাম বন্দরে ভারী গাড়ি প্রবেশের ফি ৫৭ টাকা থেকে বাড়িয়ে ২৩০ টাকা করায় এমন কর্মসূচি পালন করা হয়।
এতে বন্দরে কোনো ধরনের ভারী যানবাহন প্রবেশ করেনি এবং বের হয়নি। চট্টগ্রাম বন্দরে প্রতিদিন ৬ হাজারের অধিক ভারী যানবাহন প্রবেশ করে। তবে শনিবার থেকে এই আন্দোলনের জেরে আমদানি-রপ্তানি পণ্য পরিবহনে দেখা দিয়েছে অচলাবস্থা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আজ দুপুর ১২টার পর চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক করে পরিবহন সংগঠনগুলো।
এদিকে এমন অচলাবস্থায় বন্দরে আমদানি-রপ্তানি কাজে নিয়োজিত সিঅ্যান্ডএফ এজেন্টগুলোও আজ বাড়তি মাশুল প্রত্যাহারের দাবিতে সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত চার ঘণ্টা কর্মবিরতি পালন করেছে। এতে বন্দরের পণ্য শুল্কায়ন কার্যক্রম বন্ধ থাকায় সামগ্রিকভাবে প্রভাব পড়েছে বন্দরের কার্যক্রমে।

বাড়তি প্রবেশ ফি স্থগিতের আশ্বাসের পর চট্টগ্রাম বন্দরের অচলাবস্থা কাটছে। টানা দুই দিনের ধর্মঘটের পর আজ রোববার দুপুরে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক শেষে চালক ও মালিকদের একাংশ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়। তবে কর্মসূচিতে এখনো অটল রয়েছেন প্রাইম মুভার ও ট্রেইলারচালক-মালিকেরা।
দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক শেষে সংগঠনগুলোর পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
আন্তজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক চৌধুরী জাফর আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘বৈঠকে বন্দরে যানবাহন প্রবেশের জন্য আমাদের আগের যে ৫৭ টাকা ফি ধার্য ছিল, সে অনুযায়ী আপাতত যানবাহনগুলো থেকে ফি আদায় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন করে ফি নির্ধারণ না করা পর্যন্ত এভাবে চলবে। বৈঠকের পর আমরা যাঁরা ট্রাক ও কাভার্ড ভ্যানের মালিক আছি, তাঁরা কর্মসূচি প্রত্যাহার করেছি। আমাদের ট্রাক, কাভার্ড ভ্যানগুলো এখন বন্দর ঢুকছে। গাড়ি চলাচল স্বাভাবিক হয়েছে।’
অন্যদিকে চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্লাটবেড ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন বলেন, ‘আমরা এখনো কর্মসূচি প্রত্যাহার করিনি। আমাদের কোনো প্রাইম মুভার ও ট্রেইলার চলাচল করছে না। আমরা আমাদের সিদ্ধান্ত বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানাব।’
এর আগে গতকাল শনিবার থেকে চট্টগ্রাম বন্দরে কনটেইনারে মালামাল পরিবহনে নিয়োজিত প্রাইম মুভার, ট্রেইলার, ট্রাক ও কাভার্ড ভ্যান চালানো বন্ধ রাখেন মালিক-শ্রমিকেরা; যা আজ দুপুরেও অব্যাহত ছিল। চট্টগ্রাম বন্দরে ভারী গাড়ি প্রবেশের ফি ৫৭ টাকা থেকে বাড়িয়ে ২৩০ টাকা করায় এমন কর্মসূচি পালন করা হয়।
এতে বন্দরে কোনো ধরনের ভারী যানবাহন প্রবেশ করেনি এবং বের হয়নি। চট্টগ্রাম বন্দরে প্রতিদিন ৬ হাজারের অধিক ভারী যানবাহন প্রবেশ করে। তবে শনিবার থেকে এই আন্দোলনের জেরে আমদানি-রপ্তানি পণ্য পরিবহনে দেখা দিয়েছে অচলাবস্থা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আজ দুপুর ১২টার পর চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক করে পরিবহন সংগঠনগুলো।
এদিকে এমন অচলাবস্থায় বন্দরে আমদানি-রপ্তানি কাজে নিয়োজিত সিঅ্যান্ডএফ এজেন্টগুলোও আজ বাড়তি মাশুল প্রত্যাহারের দাবিতে সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত চার ঘণ্টা কর্মবিরতি পালন করেছে। এতে বন্দরের পণ্য শুল্কায়ন কার্যক্রম বন্ধ থাকায় সামগ্রিকভাবে প্রভাব পড়েছে বন্দরের কার্যক্রমে।

শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
৪২ মিনিট আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
১ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২ ঘণ্টা আগে