নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) তিন কর্মকর্তার পদাবনতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিয়োগ ও পদোন্নতিতে অনিয়ম ও শিক্ষাগত যোগ্যতার ঘাটতির অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পদাবনতির সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের গঠনতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পদাবনতি পাওয়া ব্যক্তিদের মধ্যে তরিকুল ইসলাম ও আদিত্য চৌধুরী ষষ্ঠ গ্রেডে এবং পাপিয়া সেন সপ্তম গ্রেডে কর্মরত ছিলেন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তরিকুল ইসলামকে ম্যানেজার (ফার্ম) পদ থেকে প্রোডাকশন অফিসার (লাইভস্টক), আদিত্য চৌধুরীকে জ্যেষ্ঠ ভেটেরিনারি সার্জন থেকে প্রোডাকশন অফিসার (পোলট্রি) এবং পাপিয়া সেনকে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক থেকে হিসাবরক্ষণ কর্মকর্তা পদে পদাবনতি দেওয়া হয়েছে। বর্তমানে তাঁদের সবার পদ নবম গ্রেডভুক্ত।
সিভাসু উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, ‘নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যেসব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রয়োজন ছিল, তা এই তিনজনের কারও মধ্যেই পাওয়া যায়নি। গত সরকারের সময়ে রাজনৈতিক চাপেই তাদের নিয়োগ দেওয়া হয়েছিল। তা ছাড়া চাকরি স্থায়ীকরণের চার বছর পর পদোন্নতির নিয়ম থাকলেও তাদের দুই বছরের আগেই পদোন্নতি দিয়েছিল তৎকালীন প্রশাসন। তাই তদন্ত শেষে বিশ্ববিদ্যালয়ের বিধি মেনে সিন্ডিকেট সদস্যদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এমনকি নিয়ম লঙ্ঘন করে ওই কর্মকর্তাদের নিয়োগ ও পদোন্নতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যাঁরা জড়িত ছিলেন, তাঁদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে মন্তব্য করেন উপাচার্য।

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) তিন কর্মকর্তার পদাবনতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিয়োগ ও পদোন্নতিতে অনিয়ম ও শিক্ষাগত যোগ্যতার ঘাটতির অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পদাবনতির সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের গঠনতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পদাবনতি পাওয়া ব্যক্তিদের মধ্যে তরিকুল ইসলাম ও আদিত্য চৌধুরী ষষ্ঠ গ্রেডে এবং পাপিয়া সেন সপ্তম গ্রেডে কর্মরত ছিলেন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তরিকুল ইসলামকে ম্যানেজার (ফার্ম) পদ থেকে প্রোডাকশন অফিসার (লাইভস্টক), আদিত্য চৌধুরীকে জ্যেষ্ঠ ভেটেরিনারি সার্জন থেকে প্রোডাকশন অফিসার (পোলট্রি) এবং পাপিয়া সেনকে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক থেকে হিসাবরক্ষণ কর্মকর্তা পদে পদাবনতি দেওয়া হয়েছে। বর্তমানে তাঁদের সবার পদ নবম গ্রেডভুক্ত।
সিভাসু উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, ‘নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যেসব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রয়োজন ছিল, তা এই তিনজনের কারও মধ্যেই পাওয়া যায়নি। গত সরকারের সময়ে রাজনৈতিক চাপেই তাদের নিয়োগ দেওয়া হয়েছিল। তা ছাড়া চাকরি স্থায়ীকরণের চার বছর পর পদোন্নতির নিয়ম থাকলেও তাদের দুই বছরের আগেই পদোন্নতি দিয়েছিল তৎকালীন প্রশাসন। তাই তদন্ত শেষে বিশ্ববিদ্যালয়ের বিধি মেনে সিন্ডিকেট সদস্যদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এমনকি নিয়ম লঙ্ঘন করে ওই কর্মকর্তাদের নিয়োগ ও পদোন্নতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যাঁরা জড়িত ছিলেন, তাঁদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে মন্তব্য করেন উপাচার্য।

সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ডাকে আজ দুপুর পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় ও বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
১৯ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
২৫ মিনিট আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২৫ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। বুধবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
৪৩ মিনিট আগে
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
১ ঘণ্টা আগে