নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিনটি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করতে পারেনি। ফ্লাইটগুলো চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করতে না পেরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে অবশ্য ফ্লাইটগুলো যাত্রী নিয়ে আবার চট্টগ্রামে ফিরে আসে।
চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেন।
ফ্লাইটগুলোর মধ্যে ইউএস-বাংলার বিএস ৩৩৪ দোহা-চট্টগ্রাম ফ্লাইটটি ১৫০ জন যাত্রী নিয়ে আজ শুক্রবার সকাল সোয় ৭টায় অবতরণ করার কথা ছিল। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। পরে সকাল ১০টা ৫৪ মিনিটে চট্টগ্রামে ফিরে আসে।
একইভাবে সালাম এয়ারের ফ্লাইট ওএমএস ৪০১ মাসকাট-চট্টগ্রাম সকাল ৮টা ৪০ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। এটিও আবহাওয়া খারাপ থাকায় ঢাকায় অবতরণ করে। পরে বেলা ১১টা ১৮ মিনিটে ২০৩ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম বিমানবন্দরে ফিরে আসে।
ইউএস-বাংলার বিএস ৩২২ মাসকাট-চট্টগ্রাম ফ্লাইটটি সকাল ৯টা ৫ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। এটিও আবহাওয়া খারাপ থাকায় ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এতে যাত্রী ছিল ১৫৭ জন। পরে ফ্লাইটটি দুপুর ১২টা ২৬ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে ফিরে আসে।
বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিনটি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করতে পারেনি। ফ্লাইটগুলো চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করতে না পেরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে অবশ্য ফ্লাইটগুলো যাত্রী নিয়ে আবার চট্টগ্রামে ফিরে আসে।
চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেন।
ফ্লাইটগুলোর মধ্যে ইউএস-বাংলার বিএস ৩৩৪ দোহা-চট্টগ্রাম ফ্লাইটটি ১৫০ জন যাত্রী নিয়ে আজ শুক্রবার সকাল সোয় ৭টায় অবতরণ করার কথা ছিল। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। পরে সকাল ১০টা ৫৪ মিনিটে চট্টগ্রামে ফিরে আসে।
একইভাবে সালাম এয়ারের ফ্লাইট ওএমএস ৪০১ মাসকাট-চট্টগ্রাম সকাল ৮টা ৪০ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। এটিও আবহাওয়া খারাপ থাকায় ঢাকায় অবতরণ করে। পরে বেলা ১১টা ১৮ মিনিটে ২০৩ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম বিমানবন্দরে ফিরে আসে।
ইউএস-বাংলার বিএস ৩২২ মাসকাট-চট্টগ্রাম ফ্লাইটটি সকাল ৯টা ৫ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। এটিও আবহাওয়া খারাপ থাকায় ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এতে যাত্রী ছিল ১৫৭ জন। পরে ফ্লাইটটি দুপুর ১২টা ২৬ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে ফিরে আসে।
আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকির, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মামুন ও পৌর বিএনপির আহ্বায়ক কবির ফকিরের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগ তোলা হয়েছে।
৬ মিনিট আগেফারাক্কা ব্যারাজ থেকে পানির ন্যায্য হিস্যা দাবি, ভারতীয় আগ্রাসন প্রতিরোধ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ঢাকা থেকে একটি লংমার্চ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৌঁছেছে। আজ রোববার সকালে লংমার্চটি শিবগঞ্জে পৌঁছায়।
১১ মিনিট আগেকুষ্টিয়ার কুমারখালীতে বিশেষ অভিযানে দুই ছাত্রলীগের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন কুমারখালী পৌর ছাত্রলীগের সভাপতি খন্দকার মোবিন হাসান প্রান্ত (২৮) ও উপদপ্তর সম্পাদক মেজবাউল হক হৃদয় (২১)।
১৮ মিনিট আগেকুমিল্লায় গত বছর যক্ষ্মায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬৯৩ জন। একই সময়ে এ রোগে মারা গেছেন ৯১ জন। আজ রোববার যক্ষ্মা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সাংবাদিকদের করণীয় শীর্ষক এক আলোচনা সভায় এসব তথ্য জানানো হয়।
২৬ মিনিট আগে