লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর-৩ সদর আসনে নিয়ম ভঙ্গ করে মাইকে নির্বাচনী প্রচারণা চালানোয় দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় প্রচারণার কাজে ব্যবহৃত মাইক, সরঞ্জাম ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। পরে আটক দুজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের রায় দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন প্রচারকারী সেকান্তর আলী বাদশা ও অটোরিকশাচালক দেলোয়ার হোসেন।
আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান। এর আগে সোমবার রাত সাড়ে ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মকবুল হোসেন।
তিনি বলেন, ‘রাত ৮টার পরে নির্বাচনী প্রচারণা করা যাবে না। কিন্তু দণ্ডপ্রাপ্তরা প্রচারণা চালিয়ে সংসদ নির্বাচনী আচরণবিধি ২০০৮-এর ১৩ ও ১৮ ধারা লঙ্ঘন করেছেন। এতে তাদের অর্থদণ্ড দেওয়া হয়েছে।’
শহর পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, নির্বাচনী প্রচারের নীতিমালা অনুযায়ী দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রচার-প্রচারণার সময় নির্ধারণ করা আছে। কিন্তু রাত ৮টার পরেও নীতিমালা ভঙ্গ করে নৌকা প্রতীকে মাইকে প্রচারণা চালানো হয়েছে। নির্দিষ্ট সময়ের পর প্রচারণা চালিয়ে বিধি লঙ্ঘন করেছেন আটককৃতরা।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদের নির্দেশনায় প্রচারকারী, অটোরিকশাচালক ও মাইক জব্দ করা হয়েছে।
লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) জহিরুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘নিয়ম ভেঙে নির্দিষ্ট সময়ের পর প্রচারণা চালানোর কারণে প্রচারকারীসহ দুজনকে আটক করা হয়েছে। তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত বসিয়ে তাঁদের জরিমানা করা হয়।’

লক্ষ্মীপুর-৩ সদর আসনে নিয়ম ভঙ্গ করে মাইকে নির্বাচনী প্রচারণা চালানোয় দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় প্রচারণার কাজে ব্যবহৃত মাইক, সরঞ্জাম ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। পরে আটক দুজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের রায় দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন প্রচারকারী সেকান্তর আলী বাদশা ও অটোরিকশাচালক দেলোয়ার হোসেন।
আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান। এর আগে সোমবার রাত সাড়ে ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মকবুল হোসেন।
তিনি বলেন, ‘রাত ৮টার পরে নির্বাচনী প্রচারণা করা যাবে না। কিন্তু দণ্ডপ্রাপ্তরা প্রচারণা চালিয়ে সংসদ নির্বাচনী আচরণবিধি ২০০৮-এর ১৩ ও ১৮ ধারা লঙ্ঘন করেছেন। এতে তাদের অর্থদণ্ড দেওয়া হয়েছে।’
শহর পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, নির্বাচনী প্রচারের নীতিমালা অনুযায়ী দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রচার-প্রচারণার সময় নির্ধারণ করা আছে। কিন্তু রাত ৮টার পরেও নীতিমালা ভঙ্গ করে নৌকা প্রতীকে মাইকে প্রচারণা চালানো হয়েছে। নির্দিষ্ট সময়ের পর প্রচারণা চালিয়ে বিধি লঙ্ঘন করেছেন আটককৃতরা।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদের নির্দেশনায় প্রচারকারী, অটোরিকশাচালক ও মাইক জব্দ করা হয়েছে।
লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) জহিরুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘নিয়ম ভেঙে নির্দিষ্ট সময়ের পর প্রচারণা চালানোর কারণে প্রচারকারীসহ দুজনকে আটক করা হয়েছে। তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত বসিয়ে তাঁদের জরিমানা করা হয়।’

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
১ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
২ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
২ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
২ ঘণ্টা আগে