টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

চট্টগ্রাম থেকে পর্যটক নিয়ে সেন্ট মার্টিনগামী বে ওয়ান নামের একটি জাহাজে আগুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে জাহাজটিতে আগুনের ঘটনা ঘটে। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন জাহাজের কর্মীরা।
শেষ খবর পাওয়া পর্যন্ত, আজ সকাল পৌনে ১০টার দিকে উদ্ধারকারী কান্ডারি-১০ টাগবোটের মাধ্যমে জাহাজটিকে পতেঙ্গায় ফিরিয়ে নেওয়া হচ্ছে।
জানা গেছে, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে হাজারখানেক পর্যটক নিয়ে বে ওয়ান নামের জাহাজটি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে চট্টগ্রাম ঘাট থেকে ছেড়ে যায়। দুই ঘণ্টা চলতে না চলতেই জাহাজের ইঞ্জিন ত্রুটির কারণে আগুন ধরে যায়। সেখানকার আগুন ও ধোঁয়ায় পর্যটকদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় জাহাজসংশ্লিষ্ট সবাইকে লাইফ জ্যাকেট পরানো হয়।
৩০ থেকে ৪০ মিনিট ধরে ইঞ্জিন বন্ধ ছিল। ঘণ্টাখানেক পরে আগুন নিয়ন্ত্রণে আনেন জাহাজসংশ্লিষ্টরা। যাত্রীরা সবাই নিরাপদে আছে।
বে ওয়ানের এজেন্ট প্রতিনিধি জসিম উদ্দিন শুভ জাহাজসংশ্লিষ্ট ও পর্যটকদের বরাত দিয়ে জানান, ‘সাড়ে ১১টার দিকে কুতুবদিয়ার কাছাকাছি পৌঁছালে ইঞ্জিনে সামান্য ত্রুটির কারণে আগুন ও ধোঁয়ার ঘটনা ঘটে। ঘণ্টাখানেকের মধ্যে ইঞ্জিনিয়ার ও জাহাজের অন্যরা মিলে আগুন নিয়ন্ত্রণ ও পরিস্থিতি স্বাভাবিক করে। জাহাজ সম্পূর্ণ ঠিকঠাক থাকার পরেও কিছু যাত্রীদের কারণে কোনদিকে যাবে তার সিদ্ধান্ত পৌঁছাতে পারেনি জাহাজ কর্তৃপক্ষ।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান জানান, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে কোস্ট গার্ডের একটি দল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

চট্টগ্রাম থেকে পর্যটক নিয়ে সেন্ট মার্টিনগামী বে ওয়ান নামের একটি জাহাজে আগুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে জাহাজটিতে আগুনের ঘটনা ঘটে। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন জাহাজের কর্মীরা।
শেষ খবর পাওয়া পর্যন্ত, আজ সকাল পৌনে ১০টার দিকে উদ্ধারকারী কান্ডারি-১০ টাগবোটের মাধ্যমে জাহাজটিকে পতেঙ্গায় ফিরিয়ে নেওয়া হচ্ছে।
জানা গেছে, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে হাজারখানেক পর্যটক নিয়ে বে ওয়ান নামের জাহাজটি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে চট্টগ্রাম ঘাট থেকে ছেড়ে যায়। দুই ঘণ্টা চলতে না চলতেই জাহাজের ইঞ্জিন ত্রুটির কারণে আগুন ধরে যায়। সেখানকার আগুন ও ধোঁয়ায় পর্যটকদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় জাহাজসংশ্লিষ্ট সবাইকে লাইফ জ্যাকেট পরানো হয়।
৩০ থেকে ৪০ মিনিট ধরে ইঞ্জিন বন্ধ ছিল। ঘণ্টাখানেক পরে আগুন নিয়ন্ত্রণে আনেন জাহাজসংশ্লিষ্টরা। যাত্রীরা সবাই নিরাপদে আছে।
বে ওয়ানের এজেন্ট প্রতিনিধি জসিম উদ্দিন শুভ জাহাজসংশ্লিষ্ট ও পর্যটকদের বরাত দিয়ে জানান, ‘সাড়ে ১১টার দিকে কুতুবদিয়ার কাছাকাছি পৌঁছালে ইঞ্জিনে সামান্য ত্রুটির কারণে আগুন ও ধোঁয়ার ঘটনা ঘটে। ঘণ্টাখানেকের মধ্যে ইঞ্জিনিয়ার ও জাহাজের অন্যরা মিলে আগুন নিয়ন্ত্রণ ও পরিস্থিতি স্বাভাবিক করে। জাহাজ সম্পূর্ণ ঠিকঠাক থাকার পরেও কিছু যাত্রীদের কারণে কোনদিকে যাবে তার সিদ্ধান্ত পৌঁছাতে পারেনি জাহাজ কর্তৃপক্ষ।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান জানান, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে কোস্ট গার্ডের একটি দল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে