ফেনী প্রতিনিধি

ফেনীর ফুলগাজীতে টানা বৃষ্টি এবং ভারতীয় উজানের ঢলে মুহুরী ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে অন্তত ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে মুহুরী নদীর ফুলগাজী উপজেলার উত্তর বরইয়া এলাকার বণিকপাড়া ও সিলোনিয়া নদীর গোসাইপুর এলাকায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়ে।
আজ শুক্রবার সকাল পর্যন্ত উত্তর বরইয়া, দক্ষিণ বরইয়া, বসন্তপুর, জগৎপুর, বাসুড়া, বিজয়পুরসহ বিভিন্ন এলাকা ডুবে যাওয়ার তথ্য জানা গেছে। বাঁধ ভাঙার ঘটনায় ক্ষোভ জানিয়েছে ক্ষতিগ্রস্ত বাসিন্দারা। তারা বলছে, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বছরের পর বছর ধরে দায়সারা কাজ করে যাচ্ছে। এ কারণে বাঁধ ভেঙে গেছে।
উত্তর বরইয়ার বাসিন্দা নিশাদ বলেন, ‘আরেকটু পানি বাড়লে আমাদের ঘরবাড়ি পুরোপুরি ডুবে যাবে। আমরা পরিবার নিয়ে চরম আতঙ্কে আছি। কোথায় যাব, কীভাবে রক্ষা পাব, বুঝতে পারছি না।’
বরইয়া এলাকার বাসিন্দা রাকিব বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) সকাল থেকে নদীর পানি বাড়তে থাকে। স্থানীয়রা মিলে ভাঙন ঠেকানোর চেষ্টা করেও কাজ হয়নি। গত বছরের ভয়াবহ বন্যার ক্ষত না শুকাতেই আবার সেই দুঃস্বপ্ন ফিরে এসেছে।’
বসন্তপুর বাজারের ব্যবসায়ী রাশেদ বলেন, ‘প্রতিবছরের জুন-জুলাইয়ে এমন হয়। একটু বৃষ্টি হলেই নদীর পানি বেড়ে বাঁধ ভেঙে যায়। দোকানের পণ্য ভিজে যায়। বড় আর্থিক ক্ষতির মুখে পড়ি। অভিযোগ করে লাভ নেই। এখন এসবের সঙ্গে মানিয়ে নিয়েছি।’
ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম বলেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে উত্তর বরইয়া এলাকায় বাঁধ ভেঙে অন্তত চারটি গ্রাম প্লাবিত হয়েছে। শুক্রবার বৃষ্টিপাত কম থাকায় বিভিন্ন এলাকায় পানি নামতে শুরু করেছে। পাউবো ও প্রশাসনের কর্মকর্তারা ভাঙন এলাকায় অবস্থান করছেন। পানি নেমে গেলে সংস্কারকাজ শুরু হবে।
পাউবোর ফেনী উপসহকারী প্রকৌশলী মো. ফাহাদ্দিস হোসাইন বলেন, ‘উজানে ভারী বৃষ্টির কারণে নদীর পানি বাড়ছে। আমরা স্থানীয়দের সঙ্গে নিয়ে বাঁধ রক্ষার চেষ্টা করেছি, কিন্তু কাজ হয়নি। ঝুঁকিপূর্ণ বাঁধগুলো চিহ্নিত করে কাজ চলছে।’

পাউবোর জেলা নির্বাহী প্রকৌশলী মো. আক্তার হোসেন মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘ভারী বর্ষণ ও উজানের পানির চাপে বাঁধ দুটি ভেঙে গেছে। সংস্কারকাজ চলছে। গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারে অনিয়মের অভিযোগ আমরা পেয়েছি, বিষয়টি তদন্তাধীন রয়েছে।’
ফেনী আবহাওয়া দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, ফেনীতে ২৪ ঘণ্টায় ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। শুক্রবার রাত থেকে চট্টগ্রাম অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
২০২৪ সালের আগস্টে ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় ২৯ জন প্রাণ হারান। ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, অবকাঠামোসহ প্রায় সব খাত। পানিবন্দী হয় ১০ লাখের বেশি মানুষ।

ফেনীর ফুলগাজীতে টানা বৃষ্টি এবং ভারতীয় উজানের ঢলে মুহুরী ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে অন্তত ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে মুহুরী নদীর ফুলগাজী উপজেলার উত্তর বরইয়া এলাকার বণিকপাড়া ও সিলোনিয়া নদীর গোসাইপুর এলাকায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়ে।
আজ শুক্রবার সকাল পর্যন্ত উত্তর বরইয়া, দক্ষিণ বরইয়া, বসন্তপুর, জগৎপুর, বাসুড়া, বিজয়পুরসহ বিভিন্ন এলাকা ডুবে যাওয়ার তথ্য জানা গেছে। বাঁধ ভাঙার ঘটনায় ক্ষোভ জানিয়েছে ক্ষতিগ্রস্ত বাসিন্দারা। তারা বলছে, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বছরের পর বছর ধরে দায়সারা কাজ করে যাচ্ছে। এ কারণে বাঁধ ভেঙে গেছে।
উত্তর বরইয়ার বাসিন্দা নিশাদ বলেন, ‘আরেকটু পানি বাড়লে আমাদের ঘরবাড়ি পুরোপুরি ডুবে যাবে। আমরা পরিবার নিয়ে চরম আতঙ্কে আছি। কোথায় যাব, কীভাবে রক্ষা পাব, বুঝতে পারছি না।’
বরইয়া এলাকার বাসিন্দা রাকিব বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) সকাল থেকে নদীর পানি বাড়তে থাকে। স্থানীয়রা মিলে ভাঙন ঠেকানোর চেষ্টা করেও কাজ হয়নি। গত বছরের ভয়াবহ বন্যার ক্ষত না শুকাতেই আবার সেই দুঃস্বপ্ন ফিরে এসেছে।’
বসন্তপুর বাজারের ব্যবসায়ী রাশেদ বলেন, ‘প্রতিবছরের জুন-জুলাইয়ে এমন হয়। একটু বৃষ্টি হলেই নদীর পানি বেড়ে বাঁধ ভেঙে যায়। দোকানের পণ্য ভিজে যায়। বড় আর্থিক ক্ষতির মুখে পড়ি। অভিযোগ করে লাভ নেই। এখন এসবের সঙ্গে মানিয়ে নিয়েছি।’
ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম বলেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে উত্তর বরইয়া এলাকায় বাঁধ ভেঙে অন্তত চারটি গ্রাম প্লাবিত হয়েছে। শুক্রবার বৃষ্টিপাত কম থাকায় বিভিন্ন এলাকায় পানি নামতে শুরু করেছে। পাউবো ও প্রশাসনের কর্মকর্তারা ভাঙন এলাকায় অবস্থান করছেন। পানি নেমে গেলে সংস্কারকাজ শুরু হবে।
পাউবোর ফেনী উপসহকারী প্রকৌশলী মো. ফাহাদ্দিস হোসাইন বলেন, ‘উজানে ভারী বৃষ্টির কারণে নদীর পানি বাড়ছে। আমরা স্থানীয়দের সঙ্গে নিয়ে বাঁধ রক্ষার চেষ্টা করেছি, কিন্তু কাজ হয়নি। ঝুঁকিপূর্ণ বাঁধগুলো চিহ্নিত করে কাজ চলছে।’

পাউবোর জেলা নির্বাহী প্রকৌশলী মো. আক্তার হোসেন মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘ভারী বর্ষণ ও উজানের পানির চাপে বাঁধ দুটি ভেঙে গেছে। সংস্কারকাজ চলছে। গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারে অনিয়মের অভিযোগ আমরা পেয়েছি, বিষয়টি তদন্তাধীন রয়েছে।’
ফেনী আবহাওয়া দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, ফেনীতে ২৪ ঘণ্টায় ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। শুক্রবার রাত থেকে চট্টগ্রাম অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
২০২৪ সালের আগস্টে ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় ২৯ জন প্রাণ হারান। ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, অবকাঠামোসহ প্রায় সব খাত। পানিবন্দী হয় ১০ লাখের বেশি মানুষ।

নিহত ব্যক্তির বড় ভাই নয়ন চক্রবর্তী বলেন, পারিবারিক বিষয় নিয়ে সামান্য মতবিরোধের পর ১৬ জানুয়ারি সকালে বাড়িতে মোবাইল ফোন রেখে বের হন জয়। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন (১৭ জানুয়ারি) কুমিল্লা কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে
১ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে নভোএয়ার প্রতিদিন চট্টগ্রাম রুটে একটি করে ফ্লাইট পরিচালনা করছে। ফ্লাইটটি ঢাকা থেকে বেলা ১টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে এবং চট্টগ্রাম থেকে বেলা ২টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। নতুন ফ্লাইটটি প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ঢাকা থেকে বিকেল ৪টা ১৫ মিনিটে...
১ ঘণ্টা আগে
অভিযোগে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিসহ স্বৈরাচারী শাসনব্যবস্থার বিভিন্ন সহযোগী ব্যক্তি ও গোষ্ঠী মনোনয়নপত্র দাখিল করেছেন এবং প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। এ সকল ব্যক্তি ও দল অতীতে গণতন্ত্র ধ্বংস, ভোটাধিকার হরণ, মানবাধিকার...
১ ঘণ্টা আগে
খাদেমুল ইসলাম খুদি এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জোটসঙ্গী দল জাসদের কেন্দ্রীয় নেতা ছিলেন। পরে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। গত বছরের ৩ ডিসেম্বর এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের অনুমোদনে খুদিকে আহ্বায়ক করে
২ ঘণ্টা আগে