নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ভূমি জটিলতা নিরসন না করে শুরু করা প্রায় চার হাজার কোটি টাকার স্যুয়ারেজ প্রকল্পের কাজের বিরুদ্ধে সংক্ষুব্ধদের করা মামলাটি খারিজ করে দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রামে তৃতীয় যুগ্ম জেলা জজ নুশরাত জাহানের আদালত মামলাটি খারিজ করে দিয়েছেন।
গত ২০২০ সালে চট্টগ্রাম ওয়াসা, জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও ভূমি প্রশাসন মন্ত্রণালয়ের বিরুদ্ধে হালিশহরের ওয়াসার সুয়ারেজ প্রকল্পের ভূমি অধিগ্রহণ অবৈধ ঘোষণা চেয়ে জনপ্রতিনিধিত্বমূলক এই মামলা দায়ের করেছিলেন জনৈক সৈয়দ মুহাম্মদ এনামুল হক প্রকাশ ছৈয়দ মুহাম্মদ এনামুল হক মুনিরী।
গত ৪ এপ্রিল ওয়াসার প্রকল্প কাজে অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা দেয় আদালত। চলতি বছরের ১০ এপ্রিল এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করে চট্টগ্রাম ওয়াসা।
ওয়াসার আইন উপদেষ্টা অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান আজকের পত্রিকাকে বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ স্বত্ব, স্বার্থ, অধিকার, দখলহীন ব্যক্তি কর্তৃক দায়েরকৃত মামলা সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪২ ধারানুযায়ী অচল হয়।
৪ হাজার কোটি টাকায় নির্মিতব্য চট্টগ্রাম ওয়াসার সুয়ারেজ প্রকল্পের বিরুদ্ধে ইতিপূর্বে দই তরফা শুনানি শেষে নিষেধাজ্ঞার আবেদনও খারিজ করা হয়।
ভূমি অধিগ্রহণ-সংক্রান্ত উক্ত মামলা অচল হওয়ায় আদালত কর্তৃক অদ্য প্রচারিত আদেশের ফলে চট্টগ্রাম ওয়াসার ৪ হাজার কোটি টাকার সুয়ারেজ প্রকল্পের কাজে আর কোনো আইনি প্রতিবন্ধকতা রইল না।
তবে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মামুনুল হক চৌধুরী বলেন, ‘আমরা আদালতের আদেশের বিরুদ্ধে আপিল করব।’
ওয়াসার পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট জিয়া হাবীব আহ্বান, অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ হারুন, অ্যাডভোকেট মো. সাইফুদ্দিন খালেদ, অ্যাডভোকেট মো. হাসান আলী, অ্যাডভোকেট মোহাম্মদ বদরুল হাসান, অ্যাডভোকেট মোহাম্মদ জিয়াউদ্দীন (আরমান) প্রমুখ। বাদী পক্ষে ছিলেন ব্যারিস্টার আফরোজা আকতার ও এডভোকেট মামুনুল হক প্রমুখ।
জানা যায়, পাঁচ দশক আগে থেকে ওয়াসার স্যুয়ারেজ প্রকল্প নিয়ে হালিশহর মৌজায় ১৩৫ একর জায়গার ডি রিকুইজিশন আদেশ নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বিরোধ রয়েছে সংস্থাটির। এর সমাধান না করেই প্রকল্পটি বাস্তবায়ন করছিল ওয়াসা। এ নিয়ে কয়েক হাজার ভূমিমালিক ক্ষুব্ধ। দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড় ছিল।

ভূমি জটিলতা নিরসন না করে শুরু করা প্রায় চার হাজার কোটি টাকার স্যুয়ারেজ প্রকল্পের কাজের বিরুদ্ধে সংক্ষুব্ধদের করা মামলাটি খারিজ করে দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রামে তৃতীয় যুগ্ম জেলা জজ নুশরাত জাহানের আদালত মামলাটি খারিজ করে দিয়েছেন।
গত ২০২০ সালে চট্টগ্রাম ওয়াসা, জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও ভূমি প্রশাসন মন্ত্রণালয়ের বিরুদ্ধে হালিশহরের ওয়াসার সুয়ারেজ প্রকল্পের ভূমি অধিগ্রহণ অবৈধ ঘোষণা চেয়ে জনপ্রতিনিধিত্বমূলক এই মামলা দায়ের করেছিলেন জনৈক সৈয়দ মুহাম্মদ এনামুল হক প্রকাশ ছৈয়দ মুহাম্মদ এনামুল হক মুনিরী।
গত ৪ এপ্রিল ওয়াসার প্রকল্প কাজে অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা দেয় আদালত। চলতি বছরের ১০ এপ্রিল এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করে চট্টগ্রাম ওয়াসা।
ওয়াসার আইন উপদেষ্টা অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান আজকের পত্রিকাকে বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ স্বত্ব, স্বার্থ, অধিকার, দখলহীন ব্যক্তি কর্তৃক দায়েরকৃত মামলা সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪২ ধারানুযায়ী অচল হয়।
৪ হাজার কোটি টাকায় নির্মিতব্য চট্টগ্রাম ওয়াসার সুয়ারেজ প্রকল্পের বিরুদ্ধে ইতিপূর্বে দই তরফা শুনানি শেষে নিষেধাজ্ঞার আবেদনও খারিজ করা হয়।
ভূমি অধিগ্রহণ-সংক্রান্ত উক্ত মামলা অচল হওয়ায় আদালত কর্তৃক অদ্য প্রচারিত আদেশের ফলে চট্টগ্রাম ওয়াসার ৪ হাজার কোটি টাকার সুয়ারেজ প্রকল্পের কাজে আর কোনো আইনি প্রতিবন্ধকতা রইল না।
তবে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মামুনুল হক চৌধুরী বলেন, ‘আমরা আদালতের আদেশের বিরুদ্ধে আপিল করব।’
ওয়াসার পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট জিয়া হাবীব আহ্বান, অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ হারুন, অ্যাডভোকেট মো. সাইফুদ্দিন খালেদ, অ্যাডভোকেট মো. হাসান আলী, অ্যাডভোকেট মোহাম্মদ বদরুল হাসান, অ্যাডভোকেট মোহাম্মদ জিয়াউদ্দীন (আরমান) প্রমুখ। বাদী পক্ষে ছিলেন ব্যারিস্টার আফরোজা আকতার ও এডভোকেট মামুনুল হক প্রমুখ।
জানা যায়, পাঁচ দশক আগে থেকে ওয়াসার স্যুয়ারেজ প্রকল্প নিয়ে হালিশহর মৌজায় ১৩৫ একর জায়গার ডি রিকুইজিশন আদেশ নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বিরোধ রয়েছে সংস্থাটির। এর সমাধান না করেই প্রকল্পটি বাস্তবায়ন করছিল ওয়াসা। এ নিয়ে কয়েক হাজার ভূমিমালিক ক্ষুব্ধ। দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড় ছিল।

গভীর রাতে হঠাৎ বিএনপি কার্যালয় থেকে আগুনের শিখা উঠতে দেখে এক ব্যক্তি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেলেও কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ পুড়ে যায়।
৩৭ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের ভারতে যেতে সহায়তাকারী মানব পাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়।
৪৪ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চলতি শীতে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে প্রায় দেড় হাজার ছাগল মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় খামারি ও পশু চিকিৎসা কর্মীরা। খামারিদের হিসাব অনুযায়ী, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের প্রান্তিক খামারিরা।
১ ঘণ্টা আগে
বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী কলেজ ভবনের দুটি তলার কক্ষে খনিজ সম্পদ অনুসন্ধানসামগ্রী রাখা হয়েছে। বাইরে তৈরি করা হয়েছে খোলা শৌচাগার। ভবনে আবাস গড়েছেন শ্রমিকেরা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে আসছেন না শিক্ষার্থীরা।
১ ঘণ্টা আগে