নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরে আবার নালায় পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার হালিশহর থানার নয়াবাজারের আনন্দপুরে মহেশখালের সঙ্গে যুক্ত নালায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুটির নাম হুমায়রা আক্তার (৩)। সে ওই এলাকার আব্দুর রহমানের মেয়ে। রহমান ইন্টারনেট-ডিশ সংযোগ দেওয়া কোম্পানির লাইনম্যান এবং তাঁর স্ত্রী পোশাক কারখানায় কাজ করেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, দুই দিন ধরে চলা টানা বৃষ্টিপাতে নগরীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা দেখা দেওয়ার পাশাপাশি নালাগুলোতে পানি উপচে পড়ছে। আজ দুপুরে নয়াবাজারের আনন্দপুর এখানকার সড়ক ও নালা পানিতে ডুবে একাকার হয়েছিল। বেলা ১টার দিকে কয়েকটি শিশু সেখানে বল নিয়ে খেলছিল। এ সময় একজন পা পিছলে নালার ঢাকনার খোলা অংশ দিয়ে ভেতরে পড়ে তলিয়ে যায়। তখন প্রচুর স্রোত ছিল। কয়েক ঘণ্টা পর ৩০-৩৫ গজ দূর থেকে শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের লিডার কামরুল ইসলাম জানান, দুর্ঘটনার স্থানে নালার ওপর কংক্রিটের ঢাকনা ছিল। তবে সড়কের পানি নালায় প্রবেশ করানোর জন্য একটি অংশের ঢাকনা খুলে রাখা ছিল। ওই অংশ দিয়ে শিশুটি পড়ে গেলে স্রোতের টানে তলিয়ে যায়।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, তাঁদের ডুবুরি দল তল্লাশি অভিযান চালিয়ে বিকেল ৪টার দিকে শিশুটিকে উদ্ধার করে।
নগরীতে আগেও বর্ষাকালে নালায় পড়ে শিশুসহ বিভিন্নজনের মৃত্যু হয়েছে। গত ছয় বছরে নগরের খাল-নালায় পড়ে অন্তত ১৪ জন মারা গেছে। তাদের মধ্যে ২০২০ সালে দুজন, ২০২১ সালে পাঁচ, ২০২৩ সালে তিন ও ২০২৪ সালে তিনজন মারা যায়। সর্বশেষ চলতি বছরের ১৯ এপ্রিল নগরের চাক্তাই খাল থেকে এক শিশুর মরদেহ উদ্ধার হয়।

চট্টগ্রাম নগরে আবার নালায় পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার হালিশহর থানার নয়াবাজারের আনন্দপুরে মহেশখালের সঙ্গে যুক্ত নালায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুটির নাম হুমায়রা আক্তার (৩)। সে ওই এলাকার আব্দুর রহমানের মেয়ে। রহমান ইন্টারনেট-ডিশ সংযোগ দেওয়া কোম্পানির লাইনম্যান এবং তাঁর স্ত্রী পোশাক কারখানায় কাজ করেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, দুই দিন ধরে চলা টানা বৃষ্টিপাতে নগরীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা দেখা দেওয়ার পাশাপাশি নালাগুলোতে পানি উপচে পড়ছে। আজ দুপুরে নয়াবাজারের আনন্দপুর এখানকার সড়ক ও নালা পানিতে ডুবে একাকার হয়েছিল। বেলা ১টার দিকে কয়েকটি শিশু সেখানে বল নিয়ে খেলছিল। এ সময় একজন পা পিছলে নালার ঢাকনার খোলা অংশ দিয়ে ভেতরে পড়ে তলিয়ে যায়। তখন প্রচুর স্রোত ছিল। কয়েক ঘণ্টা পর ৩০-৩৫ গজ দূর থেকে শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের লিডার কামরুল ইসলাম জানান, দুর্ঘটনার স্থানে নালার ওপর কংক্রিটের ঢাকনা ছিল। তবে সড়কের পানি নালায় প্রবেশ করানোর জন্য একটি অংশের ঢাকনা খুলে রাখা ছিল। ওই অংশ দিয়ে শিশুটি পড়ে গেলে স্রোতের টানে তলিয়ে যায়।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, তাঁদের ডুবুরি দল তল্লাশি অভিযান চালিয়ে বিকেল ৪টার দিকে শিশুটিকে উদ্ধার করে।
নগরীতে আগেও বর্ষাকালে নালায় পড়ে শিশুসহ বিভিন্নজনের মৃত্যু হয়েছে। গত ছয় বছরে নগরের খাল-নালায় পড়ে অন্তত ১৪ জন মারা গেছে। তাদের মধ্যে ২০২০ সালে দুজন, ২০২১ সালে পাঁচ, ২০২৩ সালে তিন ও ২০২৪ সালে তিনজন মারা যায়। সর্বশেষ চলতি বছরের ১৯ এপ্রিল নগরের চাক্তাই খাল থেকে এক শিশুর মরদেহ উদ্ধার হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেনের বিরুদ্ধে বিএনপি প্রার্থীদের নিয়ে বিভিন্ন প্রচারে অংশ নেওয়ার অভিযোগ তুলে তাঁর পদত্যাগের দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। একই সঙ্গে সম্প্রতি তিন শতাধিক ব্যক্তির বিরুদ্ধে চট্টগ্রাম...
১ মিনিট আগে
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি শুধু ঝালকাঠির নন, তিনি পুরো বাংলাদেশের সম্পদ। হাদি হত্যার বিচার অবশ্যই হবে—এ বিষয়ে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে শিশুপার্ক...
৩১ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সন্ধ্যায় এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
৪৩ মিনিট আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) হওয়ার নিশ্চয়তা দিতে না পারলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার রাত ৯টার পর এই ঘোষণা না দিতে পারলে প্রশাসনকে পদত্যাগ করতে হবে বলে সাবধান করেন তারা।
১ ঘণ্টা আগে