নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে ৩০ বছর আগে যুবলীগের এক নেতা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. শাহিদ ওরফে শহিদকে (৫২) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় নগরীর সরাইপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে আকবর শাহ থানা-পুলিশ।
জানা যায়, অভিযুক্ত শহিদ নগরীর আকবর শাহ থানার শহীদ লেইন এলাকার শামসুল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার এড়াতে শহিদ সাংবাদিক পরিচয়ে নিজেকে আড়াল করে রেখেছিলেন।
এ বিষয়ে আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর জানান, ১৯৯২ সালে নগরীর ডবলমুরিং থানায় রুজু করা চাঞ্চল্যকর কাজল হত্যা মামলার যাবজ্জীবন সাজা পাওয়া আসামি শহিদ। তিনি দীর্ঘদিন যাবৎ আত্মগোপনে থেকে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে বসবাস করতেন। তিনি এমবিটিভি. নেট এর সহ-সম্পাদক ও দৈনিক রূপালীর চট্টগ্রামের ব্যুরো চিফ বলে নিজের পরিচয় দিতেন। চলতি মাসে তাঁর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা আসে থানায়। সেই পরোয়ানামূলে শহিদকে শনাক্ত করে পরে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এর আগের হত্যাকাণ্ডের ঘটনায় শহিদ গ্রেপ্তার হয়েছিলেন। পরবর্তী সময়ে জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দেওয়া থেকে বিরত থাকেন তিনি। কয়েক বছর ধরে তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বসবাস করতে শুরু করেন।
উল্লেখ্য, ১৯৯২ সালের ৩ জুলাই নগরীর ডবলমুরিং থানার সবুজবাগ মসজিদের সামনে যুবলীগের নেতা জসীম উদ্দিন কাজলকে গুলি করে খুন করা হয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় আদালত গত ২২ মার্চ রায় দেন। রায়ে শহিদসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

চট্টগ্রাম নগরীতে ৩০ বছর আগে যুবলীগের এক নেতা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. শাহিদ ওরফে শহিদকে (৫২) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় নগরীর সরাইপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে আকবর শাহ থানা-পুলিশ।
জানা যায়, অভিযুক্ত শহিদ নগরীর আকবর শাহ থানার শহীদ লেইন এলাকার শামসুল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার এড়াতে শহিদ সাংবাদিক পরিচয়ে নিজেকে আড়াল করে রেখেছিলেন।
এ বিষয়ে আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর জানান, ১৯৯২ সালে নগরীর ডবলমুরিং থানায় রুজু করা চাঞ্চল্যকর কাজল হত্যা মামলার যাবজ্জীবন সাজা পাওয়া আসামি শহিদ। তিনি দীর্ঘদিন যাবৎ আত্মগোপনে থেকে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে বসবাস করতেন। তিনি এমবিটিভি. নেট এর সহ-সম্পাদক ও দৈনিক রূপালীর চট্টগ্রামের ব্যুরো চিফ বলে নিজের পরিচয় দিতেন। চলতি মাসে তাঁর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা আসে থানায়। সেই পরোয়ানামূলে শহিদকে শনাক্ত করে পরে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এর আগের হত্যাকাণ্ডের ঘটনায় শহিদ গ্রেপ্তার হয়েছিলেন। পরবর্তী সময়ে জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দেওয়া থেকে বিরত থাকেন তিনি। কয়েক বছর ধরে তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বসবাস করতে শুরু করেন।
উল্লেখ্য, ১৯৯২ সালের ৩ জুলাই নগরীর ডবলমুরিং থানার সবুজবাগ মসজিদের সামনে যুবলীগের নেতা জসীম উদ্দিন কাজলকে গুলি করে খুন করা হয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় আদালত গত ২২ মার্চ রায় দেন। রায়ে শহিদসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, অর্থাৎ কালকে রায় হলে পরশু ইলেকশন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাকসুর নির্বাচনের পক্ষে ইতিবাচক রায়ের জন্য বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ আইনি লড়াই চালিয়ে যাবে।
৪ মিনিট আগে
এক শীত চলে গেছে, আরেক শীতের মৌসুম শেষ হওয়ার পথে, তবু শীতার্তদের জন্য বিদেশে থেকে অনুদান হিসেবে পাওয়া ৮ কনটেইনার শীতবস্ত্র পৌঁছায়নি দুস্থদের কাছে। ১০ মাস আগে এসব শীতবস্ত্র কনটেইনারে করে চট্টগ্রাম বন্দরে পৌঁছালেও আমলাতান্ত্রিক জটিলতায় মালপত্র এখনো খালাস করা যায়নি।
৬ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।
৪২ মিনিট আগে
ইসির (নির্বাচন কমিশন) ভেতরে যে ভূত লুকিয়ে আছে, এটা কিন্তু আমরাও জানতাম না, সারা জাতিও জানত না, আমরা অবিলম্বে ওই ষড়যন্ত্রকারীদের অপসারণ চাই—এ দাবি করেছেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।
১ ঘণ্টা আগে