নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিকের নির্বাচনী পথসভায় হামলা করেছে দুর্বৃত্তরা। এ সময় ব্যাপক ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে ব্যবহৃত গুলির খোসা জব্দ করেছে পুলিশ।
আজ শনিবার সন্ধ্যায় উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ঠনারপাড় গ্রামে ইউনিয়নে এ ঘটনা ঘটে।
জানা গেছে, স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিকের নিয়মিত প্রচারণার অংশ হিসেবে ছাতারপাইয়া ইউনিয়নের ঠনারপাড় গ্রামে সমর্থকেরা পথসভায় যোগ দেয়। সভা চলাকালে একদল হেলমেট বাহিনী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। এ সময় এলোপাতাড়ি গুলি করে হামলাকারীরা। তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান মানিক জানান, ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমানে বাড়ির পাশে তাঁর স্ত্রীসহ তাঁর নেতৃত্বে আমার পক্ষে প্রচারণা সভা চলছিল। এ সময় আওয়ামী লীগ প্রার্থী মোরশেদ আলম এর ছেলে সাইফুল ইসলাম দিপু ও তাঁর কর্মী সুমনের নেতৃত্বে একদল অস্ত্রধারী এসে সভা বন্ধ করার জন্য হুমকি দিতে থাকে। একপর্যায়ে তাঁরা এলোপাতাড়ি গুলি ছোঁড়ে এবং চেয়ারম্যানের বাড়িতে গিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। এ বিষয়ে থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে জানতে আওয়ামী লীগের প্রার্থী মোরশেদ আলম ও তাঁর ছেলে দিপুর মোবাইলে একাধিকবার চেষ্টা করলেও তাঁরা কল রিসিভ করেননি।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে গুলির খোসাসহ কিছু আলামত জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হামলাকারী যারাই হোক না কেন তাঁদের ছাড় দেওয়া হবে না।

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিকের নির্বাচনী পথসভায় হামলা করেছে দুর্বৃত্তরা। এ সময় ব্যাপক ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে ব্যবহৃত গুলির খোসা জব্দ করেছে পুলিশ।
আজ শনিবার সন্ধ্যায় উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ঠনারপাড় গ্রামে ইউনিয়নে এ ঘটনা ঘটে।
জানা গেছে, স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিকের নিয়মিত প্রচারণার অংশ হিসেবে ছাতারপাইয়া ইউনিয়নের ঠনারপাড় গ্রামে সমর্থকেরা পথসভায় যোগ দেয়। সভা চলাকালে একদল হেলমেট বাহিনী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। এ সময় এলোপাতাড়ি গুলি করে হামলাকারীরা। তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান মানিক জানান, ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমানে বাড়ির পাশে তাঁর স্ত্রীসহ তাঁর নেতৃত্বে আমার পক্ষে প্রচারণা সভা চলছিল। এ সময় আওয়ামী লীগ প্রার্থী মোরশেদ আলম এর ছেলে সাইফুল ইসলাম দিপু ও তাঁর কর্মী সুমনের নেতৃত্বে একদল অস্ত্রধারী এসে সভা বন্ধ করার জন্য হুমকি দিতে থাকে। একপর্যায়ে তাঁরা এলোপাতাড়ি গুলি ছোঁড়ে এবং চেয়ারম্যানের বাড়িতে গিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। এ বিষয়ে থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে জানতে আওয়ামী লীগের প্রার্থী মোরশেদ আলম ও তাঁর ছেলে দিপুর মোবাইলে একাধিকবার চেষ্টা করলেও তাঁরা কল রিসিভ করেননি।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে গুলির খোসাসহ কিছু আলামত জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হামলাকারী যারাই হোক না কেন তাঁদের ছাড় দেওয়া হবে না।

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে প্রধান অভিযুক্ত করে তাঁর দলের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও ছাত্রদলের সাবেক
২০ মিনিট আগে
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বানিয়াচং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের শিলাপাঞ্জা গ্রামের ওমানপ্রবাসী মো. মতিউর রহমানের বাড়ির পাশ থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।
৩৩ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ বাহিনীর হেফাজতে মারা যাওয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর (৫২) জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে জীবননগর পৌর ঈদগাহ মাঠে তাঁর জানাজা হয়। এতে পুলিশের কর্মকর্তা, বিএনপির নেতা-কর্মীসহ হাজারো মানুষ অংশ নেন। এদিকে ডাবলুর মৃত্যুর...
৩৬ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুটি ফার্মেসির মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন তুলাতুলি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল।
১ ঘণ্টা আগে