ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মুন্সির বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এই অভিযোগে আজ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে তাঁর বিরুদ্ধে মামলা দায়েরও করা হয়েছে।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. ইকবাল বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। বিচারক আফরিন আহমেদ হ্যাপী মামলাটি ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা-পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জেলার সদর উপজেলার চিলোকূট গ্রামের বাসিন্দা ইসমাইল মুন্সি চিলোকূট মুন্সিবাড়ি শাহী জামে মসজিদ কমিটির কোষাধ্যক্ষ ছিলেন। তাঁর বার্ধক্য ও অসুস্থতাজনিত কারণে ২০১৯ সালের জুন মাসে তাঁর ছেলে যুবলীগ নেতা সোহেল রানা মুন্সিকে কোষাধ্যক্ষর দায়িত্ব দেওয়া হয়। এরপর মসজিদ ফান্ডের ৭ লাখ ৯ হাজার টাকার দায়িত্বভার নেন সোহেল।
এজাহারে আরও বলা হয়, মসজিদের পুনর্নির্মাণ কাজ শুরু হলে কমিটির লোকজন সোহেলকে ফান্ডের টাকা দিতে বলেন। কিন্তু টাকা না দিয়ে ঘোরাতে থাকেন সোহেল। সর্বশেষ গত মঙ্গলবার কমিটির লোকজন টাকা ফেরত দিতে বললে তিনি মসজিদের পাওনা অস্বীকার করেন। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে সোহেল কমিটির সাধারণ সম্পাদক ইকবালসহ কয়েকজনকে মারধর করেন।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. ইকবাল বলেন, ‘মসজিদের টাকা আত্মসাৎ করেছে যুবলীগ নেতা সোহেল রানা মুন্সি। টাকা চাইলে তিনি মারধর ও পদবির হুমকি প্রদান করে।’
মামলার বাদীপক্ষের আইনজীবী গোলাম মহিউদ্দিন স্বপন জানান, বিচারক মামলাটি আমলে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা-পুলিশকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেছেন।
অভিযোগের বিষয়ে জানতে সোহেল রানা মুন্সির মোবাইলে একাধিকবার কল করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আদালতের কপি হাতে পেলে যথাসময়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।’

ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মুন্সির বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এই অভিযোগে আজ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে তাঁর বিরুদ্ধে মামলা দায়েরও করা হয়েছে।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. ইকবাল বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। বিচারক আফরিন আহমেদ হ্যাপী মামলাটি ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা-পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জেলার সদর উপজেলার চিলোকূট গ্রামের বাসিন্দা ইসমাইল মুন্সি চিলোকূট মুন্সিবাড়ি শাহী জামে মসজিদ কমিটির কোষাধ্যক্ষ ছিলেন। তাঁর বার্ধক্য ও অসুস্থতাজনিত কারণে ২০১৯ সালের জুন মাসে তাঁর ছেলে যুবলীগ নেতা সোহেল রানা মুন্সিকে কোষাধ্যক্ষর দায়িত্ব দেওয়া হয়। এরপর মসজিদ ফান্ডের ৭ লাখ ৯ হাজার টাকার দায়িত্বভার নেন সোহেল।
এজাহারে আরও বলা হয়, মসজিদের পুনর্নির্মাণ কাজ শুরু হলে কমিটির লোকজন সোহেলকে ফান্ডের টাকা দিতে বলেন। কিন্তু টাকা না দিয়ে ঘোরাতে থাকেন সোহেল। সর্বশেষ গত মঙ্গলবার কমিটির লোকজন টাকা ফেরত দিতে বললে তিনি মসজিদের পাওনা অস্বীকার করেন। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে সোহেল কমিটির সাধারণ সম্পাদক ইকবালসহ কয়েকজনকে মারধর করেন।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. ইকবাল বলেন, ‘মসজিদের টাকা আত্মসাৎ করেছে যুবলীগ নেতা সোহেল রানা মুন্সি। টাকা চাইলে তিনি মারধর ও পদবির হুমকি প্রদান করে।’
মামলার বাদীপক্ষের আইনজীবী গোলাম মহিউদ্দিন স্বপন জানান, বিচারক মামলাটি আমলে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা-পুলিশকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেছেন।
অভিযোগের বিষয়ে জানতে সোহেল রানা মুন্সির মোবাইলে একাধিকবার কল করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আদালতের কপি হাতে পেলে যথাসময়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।’

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক শিক্ষানবিশ চিকিৎসকের ওপর হামলা চালিয়েছে রোগীর স্বজনেরা। পরে রোগীর স্বজন ও চিকিৎসকদের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। এদিকে হামলার প্রতিবাদে কর্মবিরতি শুরু করেছেন শিক্ষানবিশ চিকিৎসকেরা।
১০ মিনিট আগে
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপির কমিটি বিলুপ্ত করেছে দলটির কেন্দ্রীয় কমিটি। দলীয় সূত্র বলছে, বিএনপি-সমর্থিত প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের পক্ষে সাংগঠনিকভাবে কাজ না করায় গলাচিপা ও দশমিনা উপজেলা কমিটির বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব।
৩৭ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ শনিবার দুই শিফটে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বেলা ১১টায় এক শিফটের পরীক্ষা শেষ হয়েছে। বেলা ৩টায় আরেক শিফটে পরীক্ষা হবে।
১ ঘণ্টা আগে
রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুগদা, বনানী ও রূপনগর থানা-পুলিশ। এর মধ্যে মুগদা থানায় ৯ জন, বনানী থানায় ৭ জন ও রূপনগর থানায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে