নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের ৫টি স্কুলের পাশাপাশি ৪টি কমিউনিটি সেন্টার ও স্টেডিয়ামে টিকা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। প্রায় এক মাস ধরে চলা এই কার্যক্রম শেষ হয়েছে আজ শনিবার। তবে তালিকায় থাকলেও অন্তত ২০ হাজার শিক্ষার্থী টিকা দিতে কেন্দ্রে কিংবা স্কুলে আসেনি।
চট্টগ্রাম জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগর ও উপজেলা মিলিয়ে ১২-১৮ বছরের শিক্ষার্থী আছে ৮ লাখ ৬৪ হাজার ৭২ জন। তাদের মধ্যে শনিবার পর্যন্ত ৮ লাখ ১০ হাজার ৮১২ জন শিক্ষার্থী টিকা নিয়েছে। আগামী দুদিন বেশ কিছু উপজেলাতেও টিকা দেওয়া হবে। তবে নগরে আপাতত টিকা দেওয়া কার্যক্রম বন্ধ থাকবে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘নগরে ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের টিকার কার্যক্রম শেষ করেছি। তবে উপজেলা পর্যায়ে আরও দুদিন টিকা কার্যক্রম চলবে।’
শনিবার প্রথম ডোজ নিয়েছে ২৬ হাজার ৬২৬ জন শিক্ষার্থী। আর দ্বিতীয় ডোজ নিয়েছে ৯ হাজার ২০৯ জন। নগর ও জেলা মিলিয়ে এখনো টিকার বাইরে রয়েছে ৫৩ হাজার ২৬০ জন। আগামী রোববার ও সোমবার আরও কয়েকটি উপজেলায় টিকা কার্যক্রম চলবে। এতে আরও কয়েক হাজার শিক্ষার্থী টিকার আওতায় আসবে।
চট্টগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা ফরিদুল আলম হোসাইনি বলেছেন, ‘আমরা সবার তালিকা করলেও বেশ কিছু শিক্ষার্থী টিকাকেন্দ্রে অনুপস্থিত ছিল। চট্টগ্রাম নগরে অন্তত ২০ হাজার শিক্ষার্থী এখনো টিকা নেয়নি। উপজেলা পর্যায়ে কতজন টিকা নেয়নি, সেটি টিকা কার্যক্রম শেষ হলে জানা যাবে।’
ফরিদুল আলম হোসাইনি বলেন, ‘কারা কারা টিকার আওতার বাইরে আছে তাদের তালিকা করা হবে। এরপর সিভিল সার্জন কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে তাদের টিকার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।’

চট্টগ্রামে ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের ৫টি স্কুলের পাশাপাশি ৪টি কমিউনিটি সেন্টার ও স্টেডিয়ামে টিকা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। প্রায় এক মাস ধরে চলা এই কার্যক্রম শেষ হয়েছে আজ শনিবার। তবে তালিকায় থাকলেও অন্তত ২০ হাজার শিক্ষার্থী টিকা দিতে কেন্দ্রে কিংবা স্কুলে আসেনি।
চট্টগ্রাম জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগর ও উপজেলা মিলিয়ে ১২-১৮ বছরের শিক্ষার্থী আছে ৮ লাখ ৬৪ হাজার ৭২ জন। তাদের মধ্যে শনিবার পর্যন্ত ৮ লাখ ১০ হাজার ৮১২ জন শিক্ষার্থী টিকা নিয়েছে। আগামী দুদিন বেশ কিছু উপজেলাতেও টিকা দেওয়া হবে। তবে নগরে আপাতত টিকা দেওয়া কার্যক্রম বন্ধ থাকবে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘নগরে ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের টিকার কার্যক্রম শেষ করেছি। তবে উপজেলা পর্যায়ে আরও দুদিন টিকা কার্যক্রম চলবে।’
শনিবার প্রথম ডোজ নিয়েছে ২৬ হাজার ৬২৬ জন শিক্ষার্থী। আর দ্বিতীয় ডোজ নিয়েছে ৯ হাজার ২০৯ জন। নগর ও জেলা মিলিয়ে এখনো টিকার বাইরে রয়েছে ৫৩ হাজার ২৬০ জন। আগামী রোববার ও সোমবার আরও কয়েকটি উপজেলায় টিকা কার্যক্রম চলবে। এতে আরও কয়েক হাজার শিক্ষার্থী টিকার আওতায় আসবে।
চট্টগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা ফরিদুল আলম হোসাইনি বলেছেন, ‘আমরা সবার তালিকা করলেও বেশ কিছু শিক্ষার্থী টিকাকেন্দ্রে অনুপস্থিত ছিল। চট্টগ্রাম নগরে অন্তত ২০ হাজার শিক্ষার্থী এখনো টিকা নেয়নি। উপজেলা পর্যায়ে কতজন টিকা নেয়নি, সেটি টিকা কার্যক্রম শেষ হলে জানা যাবে।’
ফরিদুল আলম হোসাইনি বলেন, ‘কারা কারা টিকার আওতার বাইরে আছে তাদের তালিকা করা হবে। এরপর সিভিল সার্জন কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে তাদের টিকার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।’

নির্বাচনী পরিস্থিতি সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচন পরিস্থিতি ভালোই মনে হচ্ছে। তবে প্রকৃত পরিস্থিতি বোঝা যাবে প্রচারণা শুরু হলে। তার আগে সবাই মনোনয়নসহ সাংবিধানিক বিষয়গুলো গুছিয়ে নিচ্ছে।’
২৫ মিনিট আগে
শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
১ ঘণ্টা আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
২ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
৩ ঘণ্টা আগে