কক্সবাজার শহরের অদূরে হিমছড়ির দরিয়ানগর সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দূষণ বন্ধে মানববন্ধন করেছে পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। আজ রোববার এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে নেতারা বলেন, সরকারের যথাযথ নজরদারি ও তদারকি না থাকায় শহরের কলাতলী থেকে ইনানী পর্যন্ত সৈকতের বালিয়াড়িতে একের পর অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। কক্সবাজার সমুদ্রসৈকতে অবৈধ দখল ও দূষণ বন্ধে কার্যকর ভূমিকা প্রয়োজন। সৈকত সংরক্ষণ না করলে পর্যটন শহরে ভবিষ্যতে মারাত্মক বিপর্যয় নেমে আসবে।
এ সময় বক্তারা, সৈকত সংলগ্ন ৭০০ একর বনভূমি বন্দোবস্ত বাতিল ও পাহাড় কাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বাপার কক্সবাজার জেলা সভাপতি ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বাপার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শরীফ জামিল, কক্সবাজার নাগরিক অধিকার ফোরামের সভাপতি নজরুল ইসলাম, বাপার জেলা সাধারণ সম্পাদক কলিম উল্লাহ, সাংবাদিক আহমদ গিয়াসসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেনীতে কিশোর গ্যাংয়ের হামলায় এক টমটমের চালক নিহত হয়েছেন। এই ঘটনায় এক কিশোর গুরুতর আহত হয়েছে। গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ১০টার দিকে জেলা শহরের নাজির রোড এলাকার টিপটপ মোড়ে এই ঘটনা ঘটে। আহত কিশোরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
১৬ মিনিট আগে
নওগাঁর মহাদেবপুরে ডাম্প ট্রাকের চাপায় পাঁচজন নিহত হয়েছেন। আজ শনিবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার পাটকাঠি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইমরুল কায়েস।
১৯ মিনিট আগে
মাদারীপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষই একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায়। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত মাদারীপুর পৌরসভার বটতলা ও জেলা পরিষদ এলাকায় এই ঘটনা ঘটে। বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয় এ সময়।
৩৬ মিনিট আগে
নির্বাচন-পূর্ব আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী অপরাধের অভিযোগে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে বিএনপি-সমর্থিত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
১ ঘণ্টা আগে