রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির কাউখালী উপজেলায় গতকাল বুধবার দুটি কমপ্লেক্স ও দুটি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলায় ঘাগড়ায় নির্মিত শ্রম কল্যাণ কমপ্লেক্স উদ্বোধন করা হয়েছে। সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিন দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ নবনির্মিত ভবনের উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ দীপংকর তালুকদার।
এর আগে গতকাল সকালে উপজেলার ঘাগড়া ইউনিয়নে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন সাংসদ দীপংকর তালুকদার। বিদ্যালয়গুলো হলো কলাবাগান যৌথ খামার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও টেক্সটাইল মিল আরটিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়।
জানা গেছে, ২০১৮ সালে শ্রম কল্যাণ কমপ্লেক্সের কাজ শুরু করে সেনা কল্যাণ সংস্থা। এতে রয়েছে পাঁচতলাবিশিষ্ট ৬টি ভবন। এর মধ্যে ১০৪ সিটের পুরুষ হোস্টেল, ৫১ সিটের মহিলা হোস্টেল, অফিসার্স ভবন, প্রশাসনিক ভবন ও বিদ্যুৎ সাবস্টেশন। একজন মেডিকেল কর্মকর্তা প্রতিষ্ঠানের প্রশাসনিক প্রধান।
এদিকে দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন উপলক্ষে কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ দীপংকর তালুকদার।
এ সব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা প্রশাসক মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কামাল উদ্দিন, জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া, কাউখালী নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন আরা সুলতানা।
আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, কাউখালী উপজেলা চেয়ারম্যান সামশু দোহা চৌধুরী প্রমুখ।

রাঙামাটির কাউখালী উপজেলায় গতকাল বুধবার দুটি কমপ্লেক্স ও দুটি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলায় ঘাগড়ায় নির্মিত শ্রম কল্যাণ কমপ্লেক্স উদ্বোধন করা হয়েছে। সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিন দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ নবনির্মিত ভবনের উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ দীপংকর তালুকদার।
এর আগে গতকাল সকালে উপজেলার ঘাগড়া ইউনিয়নে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন সাংসদ দীপংকর তালুকদার। বিদ্যালয়গুলো হলো কলাবাগান যৌথ খামার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও টেক্সটাইল মিল আরটিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়।
জানা গেছে, ২০১৮ সালে শ্রম কল্যাণ কমপ্লেক্সের কাজ শুরু করে সেনা কল্যাণ সংস্থা। এতে রয়েছে পাঁচতলাবিশিষ্ট ৬টি ভবন। এর মধ্যে ১০৪ সিটের পুরুষ হোস্টেল, ৫১ সিটের মহিলা হোস্টেল, অফিসার্স ভবন, প্রশাসনিক ভবন ও বিদ্যুৎ সাবস্টেশন। একজন মেডিকেল কর্মকর্তা প্রতিষ্ঠানের প্রশাসনিক প্রধান।
এদিকে দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন উপলক্ষে কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ দীপংকর তালুকদার।
এ সব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা প্রশাসক মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কামাল উদ্দিন, জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া, কাউখালী নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন আরা সুলতানা।
আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, কাউখালী উপজেলা চেয়ারম্যান সামশু দোহা চৌধুরী প্রমুখ।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
৪ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৪ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৪ ঘণ্টা আগে