নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় পূর্বশত্রুতার জেরে এক স্কুলছাত্রকে পিটিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এলাকাভিত্তিক একটি কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। গতকাল সোমবার সন্ধ্যায় নগরের চান্দগাঁও থানার খাজা রোড এলাকায় এই ঘটনা ঘটে।
মো. রাকিব (১৬) নামে হামলার শিকার ওই কিশোর একই থানা এলাকার এনএমসি আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় আজ মঙ্গলবার হত্যাচেষ্টাসহ একাধিক ধারায় কয়েকজনকে আসামি করে রাকিবের বাবা বাদী হয়ে মামলা করেছেন। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির এই তথ্য জানিয়েছেন।
পুলিশ জানায়, মামলায় হামিদ শিকদার (২৬), মো. সোয়াইব (২২), মো. মুসফিক (২২), মো. সৌরভ (২১), মো. তাহসিন (২১) ও মো. রিফাতসহ (২১) অজ্ঞাতপরিচয় দুই-তিনজনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, অভিযুক্তরা কিছুদিন ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাকিবকে হুমকি-ধমকি দিয়ে আসছিল। গতকাল সোমবার সন্ধ্যায় চান্দগাঁও খাজা রোডের বাসা থেকে রাকিব মসজিদে যাচ্ছিল। এ সময় একজন তাকে ডেকে পাশের বাস টার্মিনাল এলাকায় নিয়ে যায়। সেখানে আগে থেকে অবস্থান করা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত অভিযুক্তরা রাকিবের ওপর হামলা চালায়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা হুমকি দিয়ে চলে যায়। সেখান থেকে রাকিবকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হয়।
পুলিশ জানায়, মামলার আসামি হামিদ সিকদারের বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১৪টি মামলা রয়েছে। এর আগে নগরের চকবাজার ও চান্দগাঁও আবাসিক থেকে র্যাবের হাতে ডট গ্যাং নামে একটি কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য আটক হয়। গ্যাংটি হামিদ সিকদার নিয়ন্ত্রণ করে বলে অভিযোগ রয়েছে।

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় পূর্বশত্রুতার জেরে এক স্কুলছাত্রকে পিটিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এলাকাভিত্তিক একটি কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। গতকাল সোমবার সন্ধ্যায় নগরের চান্দগাঁও থানার খাজা রোড এলাকায় এই ঘটনা ঘটে।
মো. রাকিব (১৬) নামে হামলার শিকার ওই কিশোর একই থানা এলাকার এনএমসি আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় আজ মঙ্গলবার হত্যাচেষ্টাসহ একাধিক ধারায় কয়েকজনকে আসামি করে রাকিবের বাবা বাদী হয়ে মামলা করেছেন। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির এই তথ্য জানিয়েছেন।
পুলিশ জানায়, মামলায় হামিদ শিকদার (২৬), মো. সোয়াইব (২২), মো. মুসফিক (২২), মো. সৌরভ (২১), মো. তাহসিন (২১) ও মো. রিফাতসহ (২১) অজ্ঞাতপরিচয় দুই-তিনজনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, অভিযুক্তরা কিছুদিন ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাকিবকে হুমকি-ধমকি দিয়ে আসছিল। গতকাল সোমবার সন্ধ্যায় চান্দগাঁও খাজা রোডের বাসা থেকে রাকিব মসজিদে যাচ্ছিল। এ সময় একজন তাকে ডেকে পাশের বাস টার্মিনাল এলাকায় নিয়ে যায়। সেখানে আগে থেকে অবস্থান করা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত অভিযুক্তরা রাকিবের ওপর হামলা চালায়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা হুমকি দিয়ে চলে যায়। সেখান থেকে রাকিবকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হয়।
পুলিশ জানায়, মামলার আসামি হামিদ সিকদারের বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১৪টি মামলা রয়েছে। এর আগে নগরের চকবাজার ও চান্দগাঁও আবাসিক থেকে র্যাবের হাতে ডট গ্যাং নামে একটি কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য আটক হয়। গ্যাংটি হামিদ সিকদার নিয়ন্ত্রণ করে বলে অভিযোগ রয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে শিক্ষকের প্রাইভেট কারের ধাক্কায় এক ছাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। আহত ওই ছাত্রী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের অর্থোপেডিকস ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
১৭ মিনিট আগে
রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কলাহাটের ভেতরে উল্টে যাওয়া বালুর ট্রাকের নিচে পড়ে আহত কলার ব্যাপারী রায়হানুল ইসলামও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল পাঁচজনে
২৩ মিনিট আগে
ময়মনসিংহ নগরীর মাসকান্দা বিসিকসংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি চলন্ত মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মাইক্রোবাসটির পেছনের দরজা ছিটকে গিয়ে পেছনে থাকা একটি অটোরিকশার চালকসহ অন্তত তিনজন দগ্ধ হয়েছেন।
২৮ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে আম ও ছালা দুটোই খোয়ালেন তাছলিমা বেগম। তাঁর আশা ছিল ভোলা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার। সেই লক্ষ্যে দৌলতখান উপজেলার ৪ নম্বর উত্তর জয়নগর ইউনিয়নের সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নারী সদস্য থেকে স্বেচ্ছায় পদত্যাগও করেছেন।
৪০ মিনিট আগে