Ajker Patrika

গৃহবধূর মরদেহ উদ্ধারের ঘটনায় কাউন্সিলরের ছেলে ২ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৫ জুলাই ২০২২, ১৬: ২৭
গৃহবধূর মরদেহ উদ্ধারের ঘটনায় কাউন্সিলরের ছেলে ২ দিনের রিমান্ডে

চট্টগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধারের ঘটনায় কাউন্সিলরের ছেলে নওশাদুল আমিনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম সরোয়ার জাহানের আদালতে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এই রিমান্ড মঞ্জুর করা হয়।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা জিজ্ঞাসাবাদের জন্য আসামির তিন দিনের রিমান্ড আবেদন করেছিলাম। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

এর আগে গত শনিবার (২ জুলাই) সকালে পাহাড়তলীর বাসা থেকে রেহনুমা ফেরদৌসের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড কাউন্সিলর নুরুল আমিনের ছেলে নওশাদুল আমিনের স্ত্রী। এ ছাড়া চসিকের আরেক প্রয়াত কাউন্সিলর ও নগর আওয়ামী লীগের সাবেক নেতা তারেক সোলায়মান সেলিমের ভাই তারেক ইমতিয়াজের মেয়ে।

ওই দিন রাতেই মৃতের বাবা বাদী হয়ে নওশাদুল আমিন ও তাঁর মাকে আসামি করে পাহাড়তলী থানায় একটি আত্মহত্যার প্ররোচনার মামলা করেন। ওই মামলায় পরে নওশাদুলকে গ্রেপ্তার দেখায় পুলিশ। ঘটনার পর থেকে পলাতক আছেন কাউন্সিলরের স্ত্রী ও নওশাদুলের মা পলি বেগম। মৃতের পরিবার শুরু থেকে দাবি করছেন, শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন সময়ে যৌতুকের দাবিতে রেহনুমাকে নির্যাতন করতেন।

রেহনুমার দুই বছরের একটি কন্যাসন্তান রয়েছে। ২০১৭ সালের ২২ ডিসেম্বর কাউন্সিলরপুত্র নওশাদুল আমিনের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে মোবাইল ফোনের শুল্ক ও কর কমাল সরকার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত