নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বয়সের জটিলতার কারণে রেজিস্ট্রেশন করতে পারছে না আহিদা বেগম নামে এক শিক্ষার্থী। ওই শিক্ষার্থী উপজেলার পূর্বভাগ এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। সে এ বছর জেএসসির রেজিস্ট্রেশন করতে গিয়ে বুঝতে পারে তার বয়স বেশি! স্কুল কর্তৃপক্ষ বলছে রেজিস্ট্রেশন করতে পারবে না।
খোঁজ নিয়ে জানা গেছে, ভুক্তভোগী আহিদা বেগম উপজেলার পূর্বভাগ ইউনিয়নের চান্দের পাড়া গ্রামের মো. মারফত আলীর মেয়ে। সে পূর্বভাগ এসএইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় থেকে ২০২২ সালে জেএসসি পরীক্ষা দেওয়ার কথা। কিন্তু বয়সের জটিলতায় রেজিস্ট্রেশন করতে না পারায় পড়ালেখা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে তাঁর। এ নিয়ে চরম বিপাকে আছে আহিদা ও তার পরিবার। ২০১৫ সালে জন্মনিবন্ধন সনদ দিয়ে ভর্তি প্রাথমিকের গণ্ডি পাড় হয়েছিল পূর্বভাগ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে।
ভুক্তভোগী ওই শিক্ষার্থী আহিদা বেগম বলেন, আমি পড়তে চাই। যেভাবেই হোক আমি জেএসসি পরীক্ষা দিতে চাই। কিন্তু স্কুলের স্যাররা বারবার বলছে আমি সকল কাগজপত্র ঠিক করে নিয়ে আসতাম। আমি মেয়ে মানুষ আমি কই যামু! আপনারা আমার জন্য কিছু করেন। আমার মা-বাবা এতসব বুঝে না।’
পূর্বভাগ এসইএসডিপি মডেল স্কুল কর্তৃপক্ষ থেকে জানা যায়, আহিদার জন্ম সনদ অনুযায়ী জন্মতারিখ ২০০৫ সালের ১৬ এপ্রিল। অষ্টম শ্রেণির জেএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন করতে হলে তার বয়স ২০২২ সালের ডিসেম্বর থেকে গণনা করে বয়স দাঁড়ায় ১৭ বছর আট মাস ১৫দিন। রেজিস্ট্রেশন করতে বারবার ওয়েবসাইটে ইনপুট দিলেও তা নিচ্ছে না। তাই তাদের কিছুই করার নেই। কেবল প্রাথমিকের সমাপনী পরীক্ষার সনদ সংশোধন করে আনলেই তারা রেজিস্ট্রেশন করবে। এদিকে রেজিস্ট্রেশনের মেয়াদও প্রায় শেষ হওয়ার পথে। আগামী ২৮ এপ্রিল পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে।
উপজেলার পূর্বভাগ এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফ বলেন, ওই শিক্ষার্থীর বয়স জন্ম নিবন্ধন ও সমাপনী সনদে বেশি হওয়ায় তাকে সংশোধন করে আনতে বলেছি। বেশি বয়সে কেন ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি করালেন এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তখন আমরা এটা খেয়াল করিনি।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজহারুল ইসলাম ভূইয়া বলেন, মাধ্যমিকে ভর্তি হতে শিক্ষাবোর্ড কর্তৃক কিছু নিয়মনীতি আছে। সে নিয়ম অনুযায়ী জেএসসি পরীক্ষা দিতে গেলে ন্যূনতম বয়স ১১ বছরের উপড়ে ও ১৭ বছরে নিচে হতে হবে।
উপজেলার পূর্বভাগ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাছলিমা বেগমের সঙ্গে কথা হলে তিনি জানান, প্রাথমিকে প্রথম শ্রেণিতে সাধারণত শিশুরা ভর্তি হয় পাঁচ বছর বয়সে। কিন্তু আহিদা বেগম ভর্তি হয়েছিল ১০ বছর বয়সে। আমাদের ধারণা মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দিতেই তার পরিবারের লোকজন বয়স বাড়িয়ে জন্ম নিবন্ধন করেছিল।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইকবাল মিয়া বলেন, ‘প্রাথমিকে ভর্তি সময় নিম্নগামী বয়সের কথা বলা আছে। কিন্তু ঊর্ধ্বগামী বয়সের কথা উল্লেখ নেই। ঝড়ে পড়া রোধ করতে বেশি বয়সে যে কেউ ভর্তি হতে চাইলে আমরা ভর্তি করি। তার জন্মনিবন্ধনে বয়স কমিয়ে আনতে পারলে আমরা সমাপনী পরীক্ষার সনদপত্র সংশোধন করতে পারব।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান খান শাওন বলেন, ‘মেয়েটির পড়া লেখা কোনোভাবেই বন্ধ হতে দেওয়া যাবে না। সে যেন রেজিস্ট্রেশন করতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মো. আসাদুজ্জামান বলেন, ‘ওই শিক্ষার্থীর সমাপনীর সনদ ও জন্মনিবন্ধন পরিবর্তন করে শিক্ষা বোর্ডের কাছে আবেদন করলে আমরা তার সমস্যার সমাধান করে দেব।’

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বয়সের জটিলতার কারণে রেজিস্ট্রেশন করতে পারছে না আহিদা বেগম নামে এক শিক্ষার্থী। ওই শিক্ষার্থী উপজেলার পূর্বভাগ এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। সে এ বছর জেএসসির রেজিস্ট্রেশন করতে গিয়ে বুঝতে পারে তার বয়স বেশি! স্কুল কর্তৃপক্ষ বলছে রেজিস্ট্রেশন করতে পারবে না।
খোঁজ নিয়ে জানা গেছে, ভুক্তভোগী আহিদা বেগম উপজেলার পূর্বভাগ ইউনিয়নের চান্দের পাড়া গ্রামের মো. মারফত আলীর মেয়ে। সে পূর্বভাগ এসএইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় থেকে ২০২২ সালে জেএসসি পরীক্ষা দেওয়ার কথা। কিন্তু বয়সের জটিলতায় রেজিস্ট্রেশন করতে না পারায় পড়ালেখা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে তাঁর। এ নিয়ে চরম বিপাকে আছে আহিদা ও তার পরিবার। ২০১৫ সালে জন্মনিবন্ধন সনদ দিয়ে ভর্তি প্রাথমিকের গণ্ডি পাড় হয়েছিল পূর্বভাগ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে।
ভুক্তভোগী ওই শিক্ষার্থী আহিদা বেগম বলেন, আমি পড়তে চাই। যেভাবেই হোক আমি জেএসসি পরীক্ষা দিতে চাই। কিন্তু স্কুলের স্যাররা বারবার বলছে আমি সকল কাগজপত্র ঠিক করে নিয়ে আসতাম। আমি মেয়ে মানুষ আমি কই যামু! আপনারা আমার জন্য কিছু করেন। আমার মা-বাবা এতসব বুঝে না।’
পূর্বভাগ এসইএসডিপি মডেল স্কুল কর্তৃপক্ষ থেকে জানা যায়, আহিদার জন্ম সনদ অনুযায়ী জন্মতারিখ ২০০৫ সালের ১৬ এপ্রিল। অষ্টম শ্রেণির জেএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন করতে হলে তার বয়স ২০২২ সালের ডিসেম্বর থেকে গণনা করে বয়স দাঁড়ায় ১৭ বছর আট মাস ১৫দিন। রেজিস্ট্রেশন করতে বারবার ওয়েবসাইটে ইনপুট দিলেও তা নিচ্ছে না। তাই তাদের কিছুই করার নেই। কেবল প্রাথমিকের সমাপনী পরীক্ষার সনদ সংশোধন করে আনলেই তারা রেজিস্ট্রেশন করবে। এদিকে রেজিস্ট্রেশনের মেয়াদও প্রায় শেষ হওয়ার পথে। আগামী ২৮ এপ্রিল পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে।
উপজেলার পূর্বভাগ এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফ বলেন, ওই শিক্ষার্থীর বয়স জন্ম নিবন্ধন ও সমাপনী সনদে বেশি হওয়ায় তাকে সংশোধন করে আনতে বলেছি। বেশি বয়সে কেন ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি করালেন এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তখন আমরা এটা খেয়াল করিনি।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজহারুল ইসলাম ভূইয়া বলেন, মাধ্যমিকে ভর্তি হতে শিক্ষাবোর্ড কর্তৃক কিছু নিয়মনীতি আছে। সে নিয়ম অনুযায়ী জেএসসি পরীক্ষা দিতে গেলে ন্যূনতম বয়স ১১ বছরের উপড়ে ও ১৭ বছরে নিচে হতে হবে।
উপজেলার পূর্বভাগ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাছলিমা বেগমের সঙ্গে কথা হলে তিনি জানান, প্রাথমিকে প্রথম শ্রেণিতে সাধারণত শিশুরা ভর্তি হয় পাঁচ বছর বয়সে। কিন্তু আহিদা বেগম ভর্তি হয়েছিল ১০ বছর বয়সে। আমাদের ধারণা মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দিতেই তার পরিবারের লোকজন বয়স বাড়িয়ে জন্ম নিবন্ধন করেছিল।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইকবাল মিয়া বলেন, ‘প্রাথমিকে ভর্তি সময় নিম্নগামী বয়সের কথা বলা আছে। কিন্তু ঊর্ধ্বগামী বয়সের কথা উল্লেখ নেই। ঝড়ে পড়া রোধ করতে বেশি বয়সে যে কেউ ভর্তি হতে চাইলে আমরা ভর্তি করি। তার জন্মনিবন্ধনে বয়স কমিয়ে আনতে পারলে আমরা সমাপনী পরীক্ষার সনদপত্র সংশোধন করতে পারব।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান খান শাওন বলেন, ‘মেয়েটির পড়া লেখা কোনোভাবেই বন্ধ হতে দেওয়া যাবে না। সে যেন রেজিস্ট্রেশন করতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মো. আসাদুজ্জামান বলেন, ‘ওই শিক্ষার্থীর সমাপনীর সনদ ও জন্মনিবন্ধন পরিবর্তন করে শিক্ষা বোর্ডের কাছে আবেদন করলে আমরা তার সমস্যার সমাধান করে দেব।’

যশোরের অভয়নগরে ৭৪টি অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের পাড় ঘেঁষে কয়লা তৈরির এসব অবৈধ চুল্লি গড়ে তোলা হয়েছিল। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালান।
২ মিনিট আগে
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিরা সবাই উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক।
১০ মিনিট আগে
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ‘গুলিবর্ষণের’ পর মিস্টার আলী (২৫) নামের বাংলাদেশি এক যুবককে আটকের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুরে ঘরের মধ্যে বিস্ফোরণে দুজনের মৃত্যুর ঘটনায় এলাকাটিতে বড় ধরনের অভিযান চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। যৌথ অভিযানে ৪৫টি ককটেল, ককটেল তৈরির সরঞ্জাম ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীসহ চারজনকে আটক করা হয়েছে।
১৭ মিনিট আগে