নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আরব আমিরাত থেকে আসা যাত্রীর কাছ থেকে ৩৪টি স্বর্ণের বার ও ১৪টি স্বর্ণের চেইন জব্দ করা হয়েছে। আজ বুধবার সকাল ৭টার দিকে আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে শাহ আমানত বিমানবন্দরে আসেন তিনি। জব্দ করা স্বর্ণের বাজারমূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা।
আটক যাত্রীর নাম মো. সাইফুল ইসলাম। তিনি চট্টগ্রামের লোহাগাড়ার বাসিন্দা।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক এম সুলতান মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা সাইফুল ইসলামকে আটক করেন। পরে তাঁর শরীরে তল্লাশি চালিয়ে কালো টেপ দিয়ে স্বর্ণের বার ও চেইনগুলো মোড়ানো অবস্থায় জব্দ করা হয়।
উপপরিচালক আরও বলেন, আটক সাইফুল ইসলাম নিয়মিত দুবাই আসা-যাওয়া করতেন। গত মে মাসেই তিনি দুবার দুবাই যান। তাঁকে স্বর্ণ চালানের পেশাদার বাহক বলে আমাদের মনে হচ্ছে। তাঁর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
কাস্টমস সূত্রে জানা যায়, ২০১৯-২০ অর্থবছরে অবৈধভাবে ১১টি চালানে প্রায় ৩৬ কেজি সোনা আটক করা হয়। যার বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা। ২০২০-২১ অর্থবছরে এই বিমানবন্দর দিয়ে ১৮টি অবৈধ চালানে প্রায় ৭৮ কেজি সোনা জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ৪১ কোটি টাকা। ২০২১-২২ অর্থবছরের মার্চ পর্যন্ত ১৮টি অবৈধ চালানে প্রায় ২০ কেজি সোনা আটক করা হয়। এর বাজারমূল্য ১০ কোটি ৫০ লাখ টাকা।
এর আগে গত রোববার সৌদি আরবের জেদ্দা থেকে আসা এক যাত্রীর কাছ থেকে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ২৮ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ বিমানবন্দর যেন নিরাপদ চোরাচালানের রুট হিসেবে পরিণত হয়েছে। তবে, কী পরিমাণ সোনা চোরাচালানের মাধ্যমে আসছে তার হিসাব নেই। গত তিন বছরে এই বিমানবন্দর দিয়ে অবৈধভাবে আনা ১৩৪ কেজি সোনা জব্দ করা হয়েছে। যার বাজারমূল্য ৭০ কোটি টাকার বেশি।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আরব আমিরাত থেকে আসা যাত্রীর কাছ থেকে ৩৪টি স্বর্ণের বার ও ১৪টি স্বর্ণের চেইন জব্দ করা হয়েছে। আজ বুধবার সকাল ৭টার দিকে আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে শাহ আমানত বিমানবন্দরে আসেন তিনি। জব্দ করা স্বর্ণের বাজারমূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা।
আটক যাত্রীর নাম মো. সাইফুল ইসলাম। তিনি চট্টগ্রামের লোহাগাড়ার বাসিন্দা।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক এম সুলতান মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা সাইফুল ইসলামকে আটক করেন। পরে তাঁর শরীরে তল্লাশি চালিয়ে কালো টেপ দিয়ে স্বর্ণের বার ও চেইনগুলো মোড়ানো অবস্থায় জব্দ করা হয়।
উপপরিচালক আরও বলেন, আটক সাইফুল ইসলাম নিয়মিত দুবাই আসা-যাওয়া করতেন। গত মে মাসেই তিনি দুবার দুবাই যান। তাঁকে স্বর্ণ চালানের পেশাদার বাহক বলে আমাদের মনে হচ্ছে। তাঁর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
কাস্টমস সূত্রে জানা যায়, ২০১৯-২০ অর্থবছরে অবৈধভাবে ১১টি চালানে প্রায় ৩৬ কেজি সোনা আটক করা হয়। যার বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা। ২০২০-২১ অর্থবছরে এই বিমানবন্দর দিয়ে ১৮টি অবৈধ চালানে প্রায় ৭৮ কেজি সোনা জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ৪১ কোটি টাকা। ২০২১-২২ অর্থবছরের মার্চ পর্যন্ত ১৮টি অবৈধ চালানে প্রায় ২০ কেজি সোনা আটক করা হয়। এর বাজারমূল্য ১০ কোটি ৫০ লাখ টাকা।
এর আগে গত রোববার সৌদি আরবের জেদ্দা থেকে আসা এক যাত্রীর কাছ থেকে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ২৮ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ বিমানবন্দর যেন নিরাপদ চোরাচালানের রুট হিসেবে পরিণত হয়েছে। তবে, কী পরিমাণ সোনা চোরাচালানের মাধ্যমে আসছে তার হিসাব নেই। গত তিন বছরে এই বিমানবন্দর দিয়ে অবৈধভাবে আনা ১৩৪ কেজি সোনা জব্দ করা হয়েছে। যার বাজারমূল্য ৭০ কোটি টাকার বেশি।

তিন দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির বিচরণ করতে দেখা গেছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তীরবর্তী এলাকায় নদীতে কখনো সকালে, কখনো দুপুরে কুমির ভেসে উঠছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। হঠাৎ পদ্মায় কুমির বিচরণের খবর শুনে তা দেখতে নদীতীরে ভিড় করছে উৎসুক জনতা।
১৭ মিনিট আগে
দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
৪৩ মিনিট আগে
ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে