কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। আজ সোমবার দুপুরে শহরের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি ডিভাইন রিসোর্ট সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটেছে।
নিখোঁজ পর্যটকের নাম মো. রাহাদ (১৮)। তিনি ঢাকার কামরাঙ্গীরচর থানার আলহেরা কমিউনিটি সেন্টার এলাকার আলী আকবরের ছেলে।
টুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিখোঁজ পর্যটকের স্বজনদের বরাতে মনজুর মোরশেদ বলেন, আজ সোমবার সকালে খালা-খালুর পরিবারের সদস্যদের সঙ্গে মো. রাহাদও কক্সবাজার বেড়াতে আসেন। তারা হোটেলে ওঠার পর সৈকতে ঘুরতে বের হন। ঘোরাঘুরির একপর্যায়ে খালাতো ভাই-বোনদের সঙ্গে ডিভাইন রিসোর্ট সংলগ্ন সৈকতে গোসলে নামেন।
এতে স্রোতের টানে তারা চারজন ভেসে যেতে থাকেন। এ সময় সেখানে উপস্থিত লোকজন তিনজনকে উদ্ধার করতে সক্ষম হলেও রাহাদ সাগরে ভেসে যায়। খবর পেয়ে তাৎক্ষণিক লাইফ গার্ড ও বিচকর্মিরা ঘটনাস্থলে উদ্ধারে নামলেও রাহাদের সন্ধান পাননি।
টুরিস্ট পুলিশের এই কর্মকর্তা জানান, নিখোঁজ পর্যটকের সন্ধানে বিচকর্মী ও লাইফগার্ড কর্মীদের পাশাপাশি টুরিস্ট পুলিশের সদস্যরা সৈকতের বিভিন্ন পয়েন্টে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে।
সি সেইফ লাইফ গার্ডের সুপার ভাইজার সাইফুল্লাহ সিফাত বলেন, সকাল থেকে সাগর উত্তাল রয়েছে। বাতাসের চাপও আছে। এ কারণে সৈকতের বিভিন্ন পয়েন্টে বিপৎসংকেত দিয়ে লাল পতাকা উঁচিয়ে দেওয়া হয়েছে। বিচ কর্মী ও লাইফগার্ড কর্মীরা ঝুঁকির কথা বলে পর্যটকদের সতর্ক করছে। তারপরও অনেক পর্যটক নির্দেশনা না মেনে উত্তাল সাগরে গোসলে নেমে বিপদের সম্মুখীন হচ্ছেন।

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। আজ সোমবার দুপুরে শহরের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি ডিভাইন রিসোর্ট সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটেছে।
নিখোঁজ পর্যটকের নাম মো. রাহাদ (১৮)। তিনি ঢাকার কামরাঙ্গীরচর থানার আলহেরা কমিউনিটি সেন্টার এলাকার আলী আকবরের ছেলে।
টুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিখোঁজ পর্যটকের স্বজনদের বরাতে মনজুর মোরশেদ বলেন, আজ সোমবার সকালে খালা-খালুর পরিবারের সদস্যদের সঙ্গে মো. রাহাদও কক্সবাজার বেড়াতে আসেন। তারা হোটেলে ওঠার পর সৈকতে ঘুরতে বের হন। ঘোরাঘুরির একপর্যায়ে খালাতো ভাই-বোনদের সঙ্গে ডিভাইন রিসোর্ট সংলগ্ন সৈকতে গোসলে নামেন।
এতে স্রোতের টানে তারা চারজন ভেসে যেতে থাকেন। এ সময় সেখানে উপস্থিত লোকজন তিনজনকে উদ্ধার করতে সক্ষম হলেও রাহাদ সাগরে ভেসে যায়। খবর পেয়ে তাৎক্ষণিক লাইফ গার্ড ও বিচকর্মিরা ঘটনাস্থলে উদ্ধারে নামলেও রাহাদের সন্ধান পাননি।
টুরিস্ট পুলিশের এই কর্মকর্তা জানান, নিখোঁজ পর্যটকের সন্ধানে বিচকর্মী ও লাইফগার্ড কর্মীদের পাশাপাশি টুরিস্ট পুলিশের সদস্যরা সৈকতের বিভিন্ন পয়েন্টে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে।
সি সেইফ লাইফ গার্ডের সুপার ভাইজার সাইফুল্লাহ সিফাত বলেন, সকাল থেকে সাগর উত্তাল রয়েছে। বাতাসের চাপও আছে। এ কারণে সৈকতের বিভিন্ন পয়েন্টে বিপৎসংকেত দিয়ে লাল পতাকা উঁচিয়ে দেওয়া হয়েছে। বিচ কর্মী ও লাইফগার্ড কর্মীরা ঝুঁকির কথা বলে পর্যটকদের সতর্ক করছে। তারপরও অনেক পর্যটক নির্দেশনা না মেনে উত্তাল সাগরে গোসলে নেমে বিপদের সম্মুখীন হচ্ছেন।

পাঙাশ মাছ খাওয়াই যেন কাল হয়ে দাঁড়াল দেড় বছরের শিশু সিয়ামের। মাছের কাঁটা গলায় আটকে সোমবার রাতে মারা গেছে শিশু সিয়াম। ঘটনাটি ঘটেছে মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের যশোবন্তপুর গ্রামে। নিহত সিয়াম ওই গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা আমিনুর ব্যাপারীর ছেলে।
৪ মিনিট আগে
ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং তাঁর স্ত্রী ইভ্যালির চেয়ারম্যান ও শামীমা নাসরিনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ আদালত-৭-এর বিচারক মিনাজ উদ্দীন তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৭ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জে ‘অপহরণ ও গুমের’ শিকার এক গরু ব্যবসায়ীর লাশ পদ্মা নদীতে ভাসমান অবস্থায় পাওয়া গেছে। আজ মঙ্গলবার সদর উপজেলার আলাতুলি ইউনিয়নে পদ্মা নদীর মিডিল চর এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। ওই স্থানটি রাজশাহীর গোদাগাড়ী থানা থেকে আনুমানিক ৫০০ গজ দূরে।
১৩ মিনিট আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহতের পর লাশ পোড়ানোর ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। যেকোনো দিন এই মামলার রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আজ মঙ্গলবার উভয় পক্ষের শুনানি শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল।
৩২ মিনিট আগে