Ajker Patrika

কুমিল্লার তিতাসে বৃদ্ধকে হত্যার দায়ে ভাতিজার মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার তিতাসে বৃদ্ধকে হত্যার দায়ে ভাতিজার মৃত্যুদণ্ড

কুমিল্লার তিতাসে নবী হোসেন (৬৪) নামের এক বৃদ্ধকে কুপিয়ে ও গলা কেটে হত্যার দায়ে তাঁর ভাতিজা আব্দুল আউয়ালকে (২৮) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অতিরিক্ত পিপি মো. মজিবুর রহমান বাহার এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামি মো. আব্দুল আউয়াল তিতাস উপজেলার জগৎপুর ইউনিয়নের কৈয়ারপাড় গ্রামের মৃত আবদুর রবের ছেলে ও নিহত নবী হোসেনের আপন ভাতিজা।

মামলার বিবরণে জানা গেছে, ২০২০ সালের ২৯ জানুয়ারি তিতাস থানার এক মামলায় আবদুল আউয়ালকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় নিজের চাচা নবী হোসেনকে সন্দেহ করে তাঁর ওপর ক্ষিপ্ত হন আবদুল আউয়াল। পরে জামিনে বের হয়ে ২০২০ সালের ২৪ মে পরিকল্পিতভাবে নবী হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেন তিনি।

এ ঘটনায় ওই দিনই তিতাস উপজেলার কৈয়ারপাড় গ্রামের নিহত নবী হোসেনের ছেলে রাসেল (২৬) বাদী হয়ে জ্যাঠাতো ভাই আবদুল আউয়ালসহ অজ্ঞাতপরিচয় দুজনের বিরুদ্ধে মামলা করেন। তবে পুলিশ অজ্ঞাতপরিচয় দুই আসামির সন্ধান পায়নি।

মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অতিরিক্ত পিপি মো. মজিবুর রহমান বাহার আজকের পত্রিকাকে বলেন, রাষ্ট্রপক্ষের ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড দেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত