প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)

কক্সবাজারের টেকনাফে ব্রাভো নামের একটি কুকুরের সাহায্যে ৬০ হাজার ইয়াবা শনাক্ত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ ঘটনায় ইয়াবা বহনের দায়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া বিজিবি চেকপোস্টে তাঁদের ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, টাঙ্গাইলের কালিহাতী সরলা এলাকার মৃত আবদুল আজিজের ছেলে মো. লেবু মিয়া (২৫) ও নিকরাইল গোহালিয়া বাড়ির মো. সানোয়ার হোসেনের ছেলে মো. ইসমাইল হোসেন (৩৪)।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. ফয়সল হাসান খান জানান, সকালে একটি কক্সবাজারগামী মালবাহী ট্রাক দমদমিয়া চেকপোস্টে পৌঁছে। নিয়মিত তল্লাশির অংশ হিসেবে ব্রাভো নামের একটি কুকুর সব গাড়ি চ্যাক করতে থাকে। একপর্যায়ে একটি মালবাহী ট্রাকের এয়ার ক্লিনার ফিল্টারে কুকুরটি ঘ্রাণ নেওয়া অব্যাহত রাখে ও সন্দেহজনক আচরণ শুরু করে। তাৎক্ষণিক কুকুরটির সঙ্গে থাকা বিজিবি সদস্যরা ফিল্টারটি খুলে ৬০ হাজার ইয়াবা উদ্ধার করে। সেই সঙ্গে ওই চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়। ইয়াবা বহনের দায়ে ট্রাকটিও জব্দ করে।
গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে অধিনায়ক জানান, ইয়াবাগুলো ওই এলাকার জনৈক হাফিজুর রহমানের কাছে পৌঁছে দিতে পাচার করছিলেন চালক হেলপার।
এ দিকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন সাগর থেকে অভিযান চালিয়ে ১৪ হাজার ইয়াবা উদ্ধার করে কোস্টগার্ড। সেন্টমার্টিন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মীর ইমরানুর রশিদ সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক করা হয়। তবে পাচারকারী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

কক্সবাজারের টেকনাফে ব্রাভো নামের একটি কুকুরের সাহায্যে ৬০ হাজার ইয়াবা শনাক্ত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ ঘটনায় ইয়াবা বহনের দায়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া বিজিবি চেকপোস্টে তাঁদের ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, টাঙ্গাইলের কালিহাতী সরলা এলাকার মৃত আবদুল আজিজের ছেলে মো. লেবু মিয়া (২৫) ও নিকরাইল গোহালিয়া বাড়ির মো. সানোয়ার হোসেনের ছেলে মো. ইসমাইল হোসেন (৩৪)।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. ফয়সল হাসান খান জানান, সকালে একটি কক্সবাজারগামী মালবাহী ট্রাক দমদমিয়া চেকপোস্টে পৌঁছে। নিয়মিত তল্লাশির অংশ হিসেবে ব্রাভো নামের একটি কুকুর সব গাড়ি চ্যাক করতে থাকে। একপর্যায়ে একটি মালবাহী ট্রাকের এয়ার ক্লিনার ফিল্টারে কুকুরটি ঘ্রাণ নেওয়া অব্যাহত রাখে ও সন্দেহজনক আচরণ শুরু করে। তাৎক্ষণিক কুকুরটির সঙ্গে থাকা বিজিবি সদস্যরা ফিল্টারটি খুলে ৬০ হাজার ইয়াবা উদ্ধার করে। সেই সঙ্গে ওই চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়। ইয়াবা বহনের দায়ে ট্রাকটিও জব্দ করে।
গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে অধিনায়ক জানান, ইয়াবাগুলো ওই এলাকার জনৈক হাফিজুর রহমানের কাছে পৌঁছে দিতে পাচার করছিলেন চালক হেলপার।
এ দিকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন সাগর থেকে অভিযান চালিয়ে ১৪ হাজার ইয়াবা উদ্ধার করে কোস্টগার্ড। সেন্টমার্টিন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মীর ইমরানুর রশিদ সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক করা হয়। তবে পাচারকারী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে