চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা গ্রামের প্রবাসী মো. খোরশেদ আলম তাঁর স্ত্রী জাহানারা বেগমকে তালাক দেওয়ার পর থেকে প্রাণনাশের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। এক মাস আগে জাহানারাকে তালাক দেওয়া হলেও স্বামী খোরশেদের বসতঘর দখল করে রেখেছেন স্ত্রী। খোরশেদ ঘরে ঢুকলে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে থানায় অভিযোগ করেছেন স্বামী।
গত মঙ্গলবার সন্ধ্যায় এ ব্যাপারে প্রবাসী খোরশেদ আলম বাদী হয়ে স্ত্রী জাহানারাসহ চারজনকে আসামি করে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, প্রায় তিন বছর আগে নোয়াখালী সদর উপজেলার পশ্চিম ষোলোকিয়ার আবদুল হকের মেয়ে জাহানারা বেগমকে (৪০) বিয়ে করেন খোরশেদ আলম। বিয়ের কিছুদিন পর থেকে স্ত্রীর সঙ্গে তাঁর দাম্পত্য কলহ দেখা দেয়। স্ত্রীর উচ্ছৃঙ্খল আচরণের কারণে গত ৫ সেপ্টেম্বর নোটারি পাবলিক নোয়াখালীর মাধ্যমে স্ত্রীকে তালাক দেন খোরশেদ। তালাকের নোটিশ পেয়েও স্ত্রী জাহানারা স্বামীর বসতঘর থেকে বের না হয়ে তাঁর (জাহানারার) বাবা-মা ও ভাইবোনের সহযোগিতায় স্বামীর বসতঘর দখল করে রেখেছেন।
খোরশেদ আলম অভিযোগ করে বলেন, তিনি ঘরে ঢুকতে চাইলে জাহানারা ধারালো বঁটি নিয়ে তাঁকে কুপিয়ে হত্যা করার চেষ্টা করেন। বর্তমানে তিনি প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।
এ ব্যাপারে জাহানারা বেগমের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি স্বামী হত্যার চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার কথা অস্বীকার করে বলেন, তিনি তালাকের কোনো নোটিশ পাননি।
চাটখিল থানার ওসি মো. আবুল খায়ের অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা গ্রামের প্রবাসী মো. খোরশেদ আলম তাঁর স্ত্রী জাহানারা বেগমকে তালাক দেওয়ার পর থেকে প্রাণনাশের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। এক মাস আগে জাহানারাকে তালাক দেওয়া হলেও স্বামী খোরশেদের বসতঘর দখল করে রেখেছেন স্ত্রী। খোরশেদ ঘরে ঢুকলে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে থানায় অভিযোগ করেছেন স্বামী।
গত মঙ্গলবার সন্ধ্যায় এ ব্যাপারে প্রবাসী খোরশেদ আলম বাদী হয়ে স্ত্রী জাহানারাসহ চারজনকে আসামি করে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, প্রায় তিন বছর আগে নোয়াখালী সদর উপজেলার পশ্চিম ষোলোকিয়ার আবদুল হকের মেয়ে জাহানারা বেগমকে (৪০) বিয়ে করেন খোরশেদ আলম। বিয়ের কিছুদিন পর থেকে স্ত্রীর সঙ্গে তাঁর দাম্পত্য কলহ দেখা দেয়। স্ত্রীর উচ্ছৃঙ্খল আচরণের কারণে গত ৫ সেপ্টেম্বর নোটারি পাবলিক নোয়াখালীর মাধ্যমে স্ত্রীকে তালাক দেন খোরশেদ। তালাকের নোটিশ পেয়েও স্ত্রী জাহানারা স্বামীর বসতঘর থেকে বের না হয়ে তাঁর (জাহানারার) বাবা-মা ও ভাইবোনের সহযোগিতায় স্বামীর বসতঘর দখল করে রেখেছেন।
খোরশেদ আলম অভিযোগ করে বলেন, তিনি ঘরে ঢুকতে চাইলে জাহানারা ধারালো বঁটি নিয়ে তাঁকে কুপিয়ে হত্যা করার চেষ্টা করেন। বর্তমানে তিনি প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।
এ ব্যাপারে জাহানারা বেগমের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি স্বামী হত্যার চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার কথা অস্বীকার করে বলেন, তিনি তালাকের কোনো নোটিশ পাননি।
চাটখিল থানার ওসি মো. আবুল খায়ের অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজধানীর কদমতলী এলাকায় শাহাবুদ্দিন (৪০) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে কদমতলী কুদার বাজার আদর্শ সড়ক এলাকায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
২ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীদের বিএনপিতে ভেড়ানোর অভিযোগ উঠেছে খোদ দলটির কোনো কোনো নেতার বিরুদ্ধে। এ নিয়ে দলীয় নেতারা একে অপরকে দায়ী করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিষয়ে কথা চালাচালি হচ্ছে। এদিকে আওয়ামী লীগ কর্মীদের দলে ভেড়ানোকে আশঙ্কাজনক বলছেন বিএনপির শীর্ষ নেতারা।
৫ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন। ১ জানুয়ারি যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাবিনা ইয়াসমিনসহ...
৮ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের তিনটি নির্বাচনী এলাকাতেই স্বতন্ত্র প্রার্থীদের চাপে পড়েছে বিএনপি। আর দীর্ঘদিন একক প্রার্থী নিয়ে মাঠে থাকলেও জোটের প্রার্থী ঘোষণা নিয়ে চাপে পড়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটও।
১৮ মিনিট আগে