কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে নৌকাডুবির ঘটনার ১৩ দিনেও নিখোঁজ নুর উদ্দিনের (২৮) সন্ধান মেলেনি। গতকাল বুধবার নিখোঁজ নুর উদ্দিনের ছোট ভাই সালাউদ্দিন সন্ধান না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ৬ নভেম্বর দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনায় বাবা-ছেলে নিখোঁজ হন। তিন দিন পরে বাবা নুরুজ্জামানের (৫০) মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নুরুজ্জামান ও নিখোঁজ নুর উদ্দিন উপজেলার চরফলকন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জাজিরা এলাকার বাসিন্দা।
জানা যায়, গত ৬ নভেম্বর দিবাগত রাত ৩টার দিকে মেঘনার মাতাব্বরহাট এলাকায় মাছ ধরার সময় পন্টুনের সঙ্গে ধাক্কা লেগে নৌকাডুবির ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় চারজন জেলে বেঁচে ফিরলেও নিখোঁজ হন বাবা-ছেলে। এর তিন দিন পর গত ৯ নভেম্বর সকাল ১০টায় মেঘনার মতিরহাট এলাকা থেকে বাবা নুরুজ্জামানের মরদেহ উদ্ধার করা হয়।
নিখোঁজ নুর উদ্দিনের সন্ধানে উপকূলীয় থানাগুলোতে বার্তা দিয়ে রেখেছে পুলিশ। ফায়ার সার্ভিসের ডুবুরি দলও ঘটনাস্থলসহ আশপাশে খোঁজ করেও তাঁর সন্ধান পাননি। স্বজনেরা নদীতীরবর্তী এলাকায় সন্ধান চেয়ে মাইকিং করেছেন।
এ বিষয়ে স্বজনেরা জানান, নুর উদ্দিন একটি বীমা কোম্পানিতে চাকরি করতেন। শখ করে বাবার সঙ্গে নদীতে মাছ ধরতে যান। কিন্তু তিনি সাঁতার জানতেন না। ধারণা করা হচ্ছে, সাঁতার না জানার কারণে নুর উদ্দিনকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলে দুজনই নিখোঁজ হন। পরে বাবার মরদেহ উদ্ধার করা হলেও ছেলে এখনো নিখোঁজ রয়েছেন।

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে নৌকাডুবির ঘটনার ১৩ দিনেও নিখোঁজ নুর উদ্দিনের (২৮) সন্ধান মেলেনি। গতকাল বুধবার নিখোঁজ নুর উদ্দিনের ছোট ভাই সালাউদ্দিন সন্ধান না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ৬ নভেম্বর দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনায় বাবা-ছেলে নিখোঁজ হন। তিন দিন পরে বাবা নুরুজ্জামানের (৫০) মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নুরুজ্জামান ও নিখোঁজ নুর উদ্দিন উপজেলার চরফলকন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জাজিরা এলাকার বাসিন্দা।
জানা যায়, গত ৬ নভেম্বর দিবাগত রাত ৩টার দিকে মেঘনার মাতাব্বরহাট এলাকায় মাছ ধরার সময় পন্টুনের সঙ্গে ধাক্কা লেগে নৌকাডুবির ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় চারজন জেলে বেঁচে ফিরলেও নিখোঁজ হন বাবা-ছেলে। এর তিন দিন পর গত ৯ নভেম্বর সকাল ১০টায় মেঘনার মতিরহাট এলাকা থেকে বাবা নুরুজ্জামানের মরদেহ উদ্ধার করা হয়।
নিখোঁজ নুর উদ্দিনের সন্ধানে উপকূলীয় থানাগুলোতে বার্তা দিয়ে রেখেছে পুলিশ। ফায়ার সার্ভিসের ডুবুরি দলও ঘটনাস্থলসহ আশপাশে খোঁজ করেও তাঁর সন্ধান পাননি। স্বজনেরা নদীতীরবর্তী এলাকায় সন্ধান চেয়ে মাইকিং করেছেন।
এ বিষয়ে স্বজনেরা জানান, নুর উদ্দিন একটি বীমা কোম্পানিতে চাকরি করতেন। শখ করে বাবার সঙ্গে নদীতে মাছ ধরতে যান। কিন্তু তিনি সাঁতার জানতেন না। ধারণা করা হচ্ছে, সাঁতার না জানার কারণে নুর উদ্দিনকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলে দুজনই নিখোঁজ হন। পরে বাবার মরদেহ উদ্ধার করা হলেও ছেলে এখনো নিখোঁজ রয়েছেন।

মিরসরাইয়ে লরির ধাক্কায় হুমায়ুন কবির (২৫) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মিঠাছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
মব সৃষ্টি করে তিন পুলিশ সদস্যকে হেনস্তার অভিযোগে বগুড়ার ধুনটে দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশের জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল সোমবার রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করে।
৯ মিনিট আগে
মৌলভীবাজার-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আব্দুল মন্নান। কিন্তু এই আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে খেলাফত মজলিসের আহমদ বেলালকে সম্প্রতি মনোনীত করা হয়েছে। আর তাই ফুঁসে উঠেছেন এলাকাবাসী।
২২ মিনিট আগে
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে রোহিঙ্গাদের অন্তত ৪৫০টি বসতঘর, লার্নিং সেন্টার, মসজিদ, মক্তবসহ অন্যান্য স্থাপনা পুড়ে গেছে। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ১৬ নম্বর শফিউল্লাহ কাটা ক্যাম্পে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে