নোয়াখালী প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেছেন, ‘এই রাষ্ট্র সবার, রাষ্ট্রের মালিক জনগণ। ৫ আগস্টের আন্দোলনের পর মানুষ ভেবেছিল, তারা রাষ্ট্রের মালিকানা ফিরে পেয়েছে। কিন্তু সেই আশা ধরে রাখা সম্ভব হয়নি। আমাদের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে। কেউ এটাকে বড় করে দেখছেন, কেউ ছোট করে। তবে আমি মনে করি, এই মতপার্থক্য দূর করা কঠিন কিছু নয়। আমাদের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মতোই আবারও ঐক্যবদ্ধ হতে হবে।’
বুধবার সন্ধ্যায় নোয়াখালীর মফিজ প্লাজার সামনে জেলা বিএনপির আয়োজনে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
শাহজাহান বলেন, ‘রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং আধিপত্যবাদ থেকে মুক্তির জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকা ছাড়া উপায় নেই। আর তখনই রাষ্ট্র প্রকৃত অর্থে জনগণের হবে।’
বিএনপির রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি কখনো ক্ষমতার রাজনীতি করে না, বিএনপি জনগণের রাজনীতি করে। আওয়ামীবিরোধী আন্দোলনে আমাদের দলের নেতা–কর্মীরা রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন। আমরা তাঁদের কাছে দায়বদ্ধ।’
তিনি আরও বলেন, ‘আমাদের দল শাসক হতে চায় না, সেবক হতে চায়। আমরা চাই, সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হোক। এখানে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই।’
নেতা-কর্মীদের উদ্দেশে শাহজাহান বলেন, ‘আপনাদের আবেগ ও ভালোবাসাপূর্ণ উপস্থিতির জন্য সদর ও সুবর্ণচর উপজেলার সব নেতা–কর্মীর প্রতি কৃতজ্ঞতা জানাই। সুখে-দুঃখে আপনাদের পাশে থাকব। আপনাদের দোয়া ও ভালোবাসার প্রতিদান আমি কখনো দিতে পারব না, তবে আজীবন জনগণের পাশে থাকার চেষ্টা করব।’
পথসভায় জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেছেন, ‘এই রাষ্ট্র সবার, রাষ্ট্রের মালিক জনগণ। ৫ আগস্টের আন্দোলনের পর মানুষ ভেবেছিল, তারা রাষ্ট্রের মালিকানা ফিরে পেয়েছে। কিন্তু সেই আশা ধরে রাখা সম্ভব হয়নি। আমাদের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে। কেউ এটাকে বড় করে দেখছেন, কেউ ছোট করে। তবে আমি মনে করি, এই মতপার্থক্য দূর করা কঠিন কিছু নয়। আমাদের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মতোই আবারও ঐক্যবদ্ধ হতে হবে।’
বুধবার সন্ধ্যায় নোয়াখালীর মফিজ প্লাজার সামনে জেলা বিএনপির আয়োজনে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
শাহজাহান বলেন, ‘রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং আধিপত্যবাদ থেকে মুক্তির জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকা ছাড়া উপায় নেই। আর তখনই রাষ্ট্র প্রকৃত অর্থে জনগণের হবে।’
বিএনপির রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি কখনো ক্ষমতার রাজনীতি করে না, বিএনপি জনগণের রাজনীতি করে। আওয়ামীবিরোধী আন্দোলনে আমাদের দলের নেতা–কর্মীরা রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন। আমরা তাঁদের কাছে দায়বদ্ধ।’
তিনি আরও বলেন, ‘আমাদের দল শাসক হতে চায় না, সেবক হতে চায়। আমরা চাই, সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হোক। এখানে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই।’
নেতা-কর্মীদের উদ্দেশে শাহজাহান বলেন, ‘আপনাদের আবেগ ও ভালোবাসাপূর্ণ উপস্থিতির জন্য সদর ও সুবর্ণচর উপজেলার সব নেতা–কর্মীর প্রতি কৃতজ্ঞতা জানাই। সুখে-দুঃখে আপনাদের পাশে থাকব। আপনাদের দোয়া ও ভালোবাসার প্রতিদান আমি কখনো দিতে পারব না, তবে আজীবন জনগণের পাশে থাকার চেষ্টা করব।’
পথসভায় জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে