চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর শহরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় মো. রিপন প্রধানিয়া (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার বিকেলে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদৌস চৌধুরী এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও নারী ও শিশু নির্যাতন দমন আইনের পৃথক ধারায় (ধারা-৭) রিপনকে অপহরণের অপরাধে আরও ১৪ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ, ৫০ হাজার টাকার অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার সরকারি কৌঁসুলি (পিপি) সাইয়েদুল ইসলাম বাবু। তিনি জানান, মামলাটি তিন বছর ধরে চলার সময়ে ৯ জনের সাক্ষ্য নেওয়া হয়। সাক্ষ্যপ্রমাণ ও মামলার নথি পর্যালোচনা করে আসামির উপস্থিতিতে আদালত রায় দেন।
কারাদণ্ড পাওয়া আসামি রিপন প্রধানিয়ার বাড়ি সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের হোসেনপুর গ্রামে।
মামলা থেকে জানা গেছে, বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ওই স্কুলছাত্রীকে প্রেম নিবেদন ও কুপ্রস্তাব দিতেন রিপন। বিষয়টি ওই ছাত্রী তার বাবাকে জানায়। তার বাবা রিপনকে এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন। এতে রিপন আরও ক্ষিপ্ত হন। ২০২০ সালের ২৬ মে ওই স্কুলছাত্রী একটি দোকানে জিনিসপত্র কিনতে যায়। এ সময় রিপন ও তাঁর সহযোগীরা তাকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে তাঁর বাড়িতে নিয়ে যান। সেখানে তাঁকে কোমল পানীয়ের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে ওই ছাত্রীকে পান করান। এ সময় রিপন তাকে ধর্ষণ করেন।
স্কুলছাত্রীর বাবা জানান, তিনি মেয়েকে তুলে নেওয়া হয়েছে জানতে পেরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরবর্তীকালে তিনি ঘটনার দিন রাতেই চাঁদপুর সদর মডেল থানায় বিষয়টি জানান এবং থানায় রিপনকে আসামি করে মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে রিপনকে গ্রেপ্তার এবং তাঁর মেয়েকে উদ্ধার করে।
মামলাটির তদন্ত করেন তৎকালীন চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) পলাশ বড়ুয়া। তিনি মামলাটি তদন্ত শেষে ওই বছর ৩০ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার সরকারি সহকারী কৌঁসুলি ছিলেন খোরশেদ আলম এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন এ বি এম সানা উল্লাহ।

চাঁদপুর শহরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় মো. রিপন প্রধানিয়া (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার বিকেলে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদৌস চৌধুরী এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও নারী ও শিশু নির্যাতন দমন আইনের পৃথক ধারায় (ধারা-৭) রিপনকে অপহরণের অপরাধে আরও ১৪ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ, ৫০ হাজার টাকার অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার সরকারি কৌঁসুলি (পিপি) সাইয়েদুল ইসলাম বাবু। তিনি জানান, মামলাটি তিন বছর ধরে চলার সময়ে ৯ জনের সাক্ষ্য নেওয়া হয়। সাক্ষ্যপ্রমাণ ও মামলার নথি পর্যালোচনা করে আসামির উপস্থিতিতে আদালত রায় দেন।
কারাদণ্ড পাওয়া আসামি রিপন প্রধানিয়ার বাড়ি সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের হোসেনপুর গ্রামে।
মামলা থেকে জানা গেছে, বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ওই স্কুলছাত্রীকে প্রেম নিবেদন ও কুপ্রস্তাব দিতেন রিপন। বিষয়টি ওই ছাত্রী তার বাবাকে জানায়। তার বাবা রিপনকে এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন। এতে রিপন আরও ক্ষিপ্ত হন। ২০২০ সালের ২৬ মে ওই স্কুলছাত্রী একটি দোকানে জিনিসপত্র কিনতে যায়। এ সময় রিপন ও তাঁর সহযোগীরা তাকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে তাঁর বাড়িতে নিয়ে যান। সেখানে তাঁকে কোমল পানীয়ের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে ওই ছাত্রীকে পান করান। এ সময় রিপন তাকে ধর্ষণ করেন।
স্কুলছাত্রীর বাবা জানান, তিনি মেয়েকে তুলে নেওয়া হয়েছে জানতে পেরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরবর্তীকালে তিনি ঘটনার দিন রাতেই চাঁদপুর সদর মডেল থানায় বিষয়টি জানান এবং থানায় রিপনকে আসামি করে মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে রিপনকে গ্রেপ্তার এবং তাঁর মেয়েকে উদ্ধার করে।
মামলাটির তদন্ত করেন তৎকালীন চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) পলাশ বড়ুয়া। তিনি মামলাটি তদন্ত শেষে ওই বছর ৩০ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার সরকারি সহকারী কৌঁসুলি ছিলেন খোরশেদ আলম এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন এ বি এম সানা উল্লাহ।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মুছারচর এলাকায় প্রতিবন্ধী এক অটোরিকশাচালকের স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে মুছারচর সড়কের ঢালে সোহেল (৪০) নামের ওই ব্যক্তির লাশ পাওয়া যায়।
১৮ মিনিট আগে
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ‘আমাদেরই একটি অংশ চায় না যাতে নির্বাচন ভালো হোক। তবে আগামী নির্বাচনে কী হবে, কী হবে না, তা ঠিক করবে তরুণরা।’
১ ঘণ্টা আগে
ডিএনসিসি প্রশাসক বলেন, ভাড়া দেওয়ার আগে অবশ্যই বাড়িটি বসবাসের উপযোগী করে রাখতে হবে। বাড়িতে ইউটিলিটি সার্ভিসের (গ্যাস, বিদ্যুৎ ও পানি) নিরবচ্ছিন্ন সংযোগ ও প্রতিদিন গৃহস্থালি বর্জ্য সংগ্রহসহ অন্যান্য সব সুবিধা নিশ্চিত করতে হবে। তবে ইউটিলিটি সার্ভিসের ক্ষেত্রে যথাযথ বিলের বেশি বা লাভ নেওয়া যাবে না।
১ ঘণ্টা আগে
বরিশালের হিজলা উপজেলা-সংলগ্ন মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ চার জেলের মধ্যে দুজনের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ মঙ্গলবার ভোর ৫টায় উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের পূর্ব পাশে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় তাঁদের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার জেলেরা হলেন মেহেন্দিগঞ্জ উপজেলার
১ ঘণ্টা আগে