কক্সবাজার প্রতিনিধি

রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর প্রক্রিয়া হিসেবে দ্বিতীয়বারের মতো বাংলাদেশে এসেছেন মিয়ানমারের প্রতিনিধি দল। আজ বৃহস্পতিবার সকালে ১৪ সদস্যের প্রতিনিধি দলটি নাফ নদী পার হয়ে টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটিঘাটে হয়ে বাংলাদেশে পৌঁছান।
মিয়ানমারের প্রতিনিধি দলকে স্বাগত জানান কক্সবাজারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দৌজা নয়ন।
মিয়ানমার প্রতিনিধিদলটি ট্রানজিট জেটিঘাট থেকে টেকনাফ কেরুনতলী প্রত্যাবাসন ঘাটে যান। সেখানে প্রত্যাবাসন নিয়ে তাঁরা কথা বলবেন রোহিঙ্গাদের সঙ্গে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৮ এপ্রিল চীনের কুনমিংয়ে বেইজিংয়ের মধ্যস্থতায় বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে পাইলট প্রকল্পের আওতায় ১ হাজার ১৭৬ রোহিঙ্গাকে প্রত্যাবাসন নিয়ে আলোচনা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর বিষয়ে তিন দেশ সম্মত হয়।
এর আগে গত ১৫ মার্চ প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশ থেকে দেওয়া রোহিঙ্গাদের তথ্য যাচাই-বাছাই করার জন্য মিয়ানমারের ১৭ জনের প্রতিনিধিদল এসেছিলেন। এ প্রতিনিধি দলটি টেকনাফে এক সপ্তাহ অবস্থান করে ৪ শতাধিক পরিবারের তথ্য যাচাই-বাছাই করে।
এরপর গত ৫ মে ২০ জন রোহিঙ্গাসহ ২৭ সদস্যের বাংলাদেশের প্রতিনিধি দল মিয়ানমারে প্রত্যাবাসনের পরিবেশ দেখতে যান। তবে ফিরে এসে বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা প্রত্যাবাসনের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও রোহিঙ্গা নেতারা অসন্তোষ প্রকাশ করেছিলেন।
অবশ্যই চলতি মাসে রোহিঙ্গা প্রত্যাবাসন কার্যক্রম শুরুর অংশ হিসেবে আরও কয়েক দিন আগে মিয়ানমারের প্রতিদিন দল আসার কথা থাকলেও ঘূর্ণিঝড় মোখার কারণে সফর পেছানো হয়।
কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, মিয়ানমারের প্রতিনিধিদলটি কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরে থাকা রোহিঙ্গাদের মূল আবাস মিয়ানমারের রাখাইনের সবশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।

রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর প্রক্রিয়া হিসেবে দ্বিতীয়বারের মতো বাংলাদেশে এসেছেন মিয়ানমারের প্রতিনিধি দল। আজ বৃহস্পতিবার সকালে ১৪ সদস্যের প্রতিনিধি দলটি নাফ নদী পার হয়ে টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটিঘাটে হয়ে বাংলাদেশে পৌঁছান।
মিয়ানমারের প্রতিনিধি দলকে স্বাগত জানান কক্সবাজারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দৌজা নয়ন।
মিয়ানমার প্রতিনিধিদলটি ট্রানজিট জেটিঘাট থেকে টেকনাফ কেরুনতলী প্রত্যাবাসন ঘাটে যান। সেখানে প্রত্যাবাসন নিয়ে তাঁরা কথা বলবেন রোহিঙ্গাদের সঙ্গে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৮ এপ্রিল চীনের কুনমিংয়ে বেইজিংয়ের মধ্যস্থতায় বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে পাইলট প্রকল্পের আওতায় ১ হাজার ১৭৬ রোহিঙ্গাকে প্রত্যাবাসন নিয়ে আলোচনা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর বিষয়ে তিন দেশ সম্মত হয়।
এর আগে গত ১৫ মার্চ প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশ থেকে দেওয়া রোহিঙ্গাদের তথ্য যাচাই-বাছাই করার জন্য মিয়ানমারের ১৭ জনের প্রতিনিধিদল এসেছিলেন। এ প্রতিনিধি দলটি টেকনাফে এক সপ্তাহ অবস্থান করে ৪ শতাধিক পরিবারের তথ্য যাচাই-বাছাই করে।
এরপর গত ৫ মে ২০ জন রোহিঙ্গাসহ ২৭ সদস্যের বাংলাদেশের প্রতিনিধি দল মিয়ানমারে প্রত্যাবাসনের পরিবেশ দেখতে যান। তবে ফিরে এসে বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা প্রত্যাবাসনের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও রোহিঙ্গা নেতারা অসন্তোষ প্রকাশ করেছিলেন।
অবশ্যই চলতি মাসে রোহিঙ্গা প্রত্যাবাসন কার্যক্রম শুরুর অংশ হিসেবে আরও কয়েক দিন আগে মিয়ানমারের প্রতিদিন দল আসার কথা থাকলেও ঘূর্ণিঝড় মোখার কারণে সফর পেছানো হয়।
কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, মিয়ানমারের প্রতিনিধিদলটি কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরে থাকা রোহিঙ্গাদের মূল আবাস মিয়ানমারের রাখাইনের সবশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
২ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৩ ঘণ্টা আগে