Ajker Patrika

সীতাকুণ্ড কৃষক দলের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 
আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ১৬: ২৭
সীতাকুণ্ড কৃষক দলের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি
সীতাকুণ্ড কৃষক দলের সভাপতি মো. মহিউদ্দিন, সম্পাদক মো. বেলাল উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দিন। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাতীয়তাবাদী কৃষক দলের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। মো. মহিউদ্দিনকে সভাপতি ও মো. বেলাল উদ্দিনকে সম্পাদক ও মো. নাছির উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে এ কমিটির অনুমোদন করা হয়। গতকাল সোমবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল চট্টগ্রাম উত্তর জেলা শাখার আহ্বায়ক বদিউল আলম বদরুল ও সদস্যসচিব নাজিম উদ্দিন শাহিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটির অন্যরা হলেন—সিনিয়র সহসভাপতি মো. শহিদুল আমিন, সহসভাপতি মো. শফিউল আলম, মো. নওশাদ, মো. ইছহাক, মো. নুরুল হক, মো. আবুল হোসেন চৌধুরী, মো. আলমগীর, মো. আবুল কাশেম, মো. সাইফুল ইসলাম, মো. অছি উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. রাশেদ, যুগ্ম সম্পাদক মো. সালাহ্উদ্দিন, মো. জাবেদ হোসেন, মো. এমাম হোসেন, আব্দুল হামিদ লিটন, সহসাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, মো. সাহাব উদ্দিন, মো. আলম, মো. নিজাম উদ্দিন, মো. আলাউদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক মো. আবু নাছের ও কায়ছার আলম, মো. সালাউদ্দিন, নুরুল হুদা, মো. বেলাল, মো. ফাহাদ ফারহান, প্রচার সম্পাদক মো. সেলিম উদ্দিন, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক শফিউল আলম, যোগাযোগ বিষয়ক সম্পাদক আইনুল ইসলাম লিটন, ধর্ম বিষয়ক সম্পাদক মো. নাজিম উদ্দীন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ এরশাদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আদনান মো. সোহাগ, কৃষি পণ্য পরিবহন বিষয়ক সম্পাদক মো. হানিফ, মহিলা বিষয়ক সম্পাদক খাইরুন নেছা, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সহিদ উল্লাহ বাবুল ও আইন বিষয়ক সম্পাদক দিলদার হোসেন ভূঁইয়া।

কমিটির সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দিন বলেন, ‘জাতীয়তাবাদী কৃষক দল উত্তর জেলার আহ্বায়ক বদিউল আলম বদরুল ও নাজিম উদ্দিন শাহিন আমাদের যোগ্য মনে করে কৃষকদলের উপজেলা কমিটিতে স্থান দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘উত্তর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ আমাদের ওপর যে দায়িত্ব অর্পণ করেছেন-আমরা সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত সেই দায়িত্ব পালন করে কৃষক দলকে আরও এগিয়ে নিয়ে যাব। সর্বক্ষেত্রে দলের নির্দেশনা মেনে সংগঠনকে গতিশীল রাখতে কাজ করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত